HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফ্যাক্ট ফাইল

গণমাধ্যমে ভুয়া খবর ২০২২: এবারও শীর্ষে সময় টিভি

বুম বাংলাদেশের পরিসংখ্যানে সর্বোচ্চ ৭টি ভুয়া খবর প্রচার করেছে সময় টেলিভিশন, ৫টি ছড়িয়ে দ্বিতীয় অবস্থানে দৈনিক যুগান্তর।

By - Ameer Shakir | 7 Jan 2023 4:44 PM GMT

চলে গেল ঘটনাবহুল আরেকটি বছর, ২০২২ সাল। বিদায়ী বছরে প্রাকৃতিক দুর্যোগসহ বাংলাদেশের মানুষ জাতীয় জীবনে যেমন বিভিন্ন ঘটন-অঘটন প্রত্যক্ষ করেছে, আন্তর্জাতিক পরিমণ্ডলেও ঘটেছে ইতিহাসে রেশ থাকার মত বহু ঘটনা। সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যা, চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা, বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর উদ্বোধন, বিরোধীদল বিএনপির ধারাবাহিকভাবে দেশব্যাপী গণসমাবেশ ছিল দেশে বহুল আলোচিত ঘটনা। এছাড়া, ভোজ্য জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধি এবং বিদ্যুৎ সংকট ছিল আলোচনায়। আর আন্তর্জাতিক পরিমণ্ডলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রভাব ফেলেছে বিশ্বের প্রায় প্রতিটি দেশের অর্থনীতিতে, প্রথমবারের মত মধ্যপ্রাচ্যের দেশ কাতারে আয়োজিত ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ফুটবল বিশ্বকাপ এবং লিওনেল মেসির হাত ধরে টানা ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় বিশ্বময় ছড়িয়েছে উত্তেজনা। আবার তীব্র অর্থনৈতিক সংকটে পড়ে দেউলিয়া হয়ে তৃতীয় বিশ্বের প্রতিটি উন্নয়নশীল দেশের প্রতি নীরব সতর্ক বার্তা দিয়ে গেছে এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। এছাড়া, ইরানের হিজাববিরোধী আন্দোলনও ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।

এসব ঘটনাকে আশ্রয় করে বাংলাদেশের সামাজিক মাধ্যমে যেমন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে, ঠিক তেমনি কোনো কোন ভুয়া খবর জায়গা করে নিয়েছে দেশের মূলধারার গণমাধ্যমেও। বুম বাংলাদেশের বার্ষিক এই প্রতিবেদনে দেশের মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হওয়া ভুয়া ও বিভ্রান্তিকর খবরের একটি পরিসংখ্যান তুলে ধরার প্রয়াস রাখা হয়েছে। উল্লেখ্য, এই পরিসংখ্যানে দেশের গণমাধ্যমে প্রকাশিত ভুয়া খবরের সামগ্রিক চিত্র ফুটে উঠবে না। বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত সেসব ভুয়া ও বিভ্রান্তিকর খবরের পরিসংখ্যান নিয়ে এই প্রতিবেদন সাজানো হয়েছে, যেসব ভুয়া খবর বুম বাংলাদেশ চিহ্নিত ও খণ্ডন করে ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করেছে। পাশাপাশি বাংলাদেশে ফেসবুকের ফ্যাক্ট চেক অংশীদার হিসেবে পরিসংখ্যানে থাকা সব গণমাধ্যমের ফেসবুক পেজকে রেটিং করেছে বুম বাংলাদেশ। যদিও অধিকাংশ গণমাধ্যমই পরবর্তীতে তাদের সংশ্লিষ্ট খবরের প্রয়োজনীয় সংশোধনী এনে নিয়মমাফিক আপিল করে মিসইনফরমেশন রেটিং থেকে রেহাই নিয়েছে। বুম বাংলাদেশের ফ্যাক্ট চেকারদের দেশের গণমাধ্যমকে পর্যবেক্ষণের চোখ এড়িয়ে গেছে কিংবা ফ্যাক্ট চেক প্রতিবেদন করা হয়নি এমন ভুয়া খবরের চিত্র বা পরিসংখ্যান এই প্রতিবেদনে উঠে আসবে না।

মূলধারার গণমাধ্যমে ভুয়া খবরের চিত্র:

বিদায়ী বছর ২০২২ সালে বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত খবরের মধ্যে মোট ১৬ টি ভুয়া খবর চিহ্নিত করেছে, বুম বাংলাদেশ। ১৬ টি ভুয়া খবর এক বা একাধিক সংবাদমাধ্যমে বছরের বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে সংবাদমাধ্যমগুলোর মধ্যে একটি প্রবণতা লক্ষ্যণীয় ছিল যে, কেউ কোন একটি ভুয়া বা বিভ্রান্তিকর খবর প্রকাশের পর তাকে কপি কিংবা অনুসরণ করে সংবাদ প্রকাশের হিড়িক পড়ে সমসাময়িক অন্যান্য সংবাদমাধ্যমে। কপি কিংবা অনুসরণের এই ধারায় বেশ কিছু সংবাদমাধ্যম একই সংবাদ হুবহু কিংবা একটু এদিক-সেদিক করে ছেপে বুম বাংলাদেশের রেটিংয়ের মুখে পড়েছে অধিকাংশ ক্ষেত্রে। আবার কোন কোন ক্ষেত্রে অনুসরণকারী সংবাদমাধ্যমের সংখ্যা ছিল ৩০টিরও অধিক।

বুম বাংলাদেশ এই পরিসংখ্যানে মূলধারার উল্লেখযোগ্য মোট ৪০টি গণমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর খবর চিহ্নিত করার চিত্র তুলে ধরেছে। তবে এমটিনিউজ২৪, বিডি২৪রিপোর্ট, ডেইলি একাত্তরডেইলি সংবাদ এর মতো বেশ কিছু অনলাইন পোর্টালকে এই পরিসংখ্যান থেকে বাদ দেয়া হয়েছে যদিও ফেসবুক প্ল্যাটফর্মে এসব পোর্টালের লাখ লাখ ফলোয়ার রয়েছে এবং তাদের পেজ ভেরিফায়েড। সাংবাদিকতায় তুলনামূলক কম পরিচিত হওয়ায় কিংবা সেসব পোর্টালে তাদের প্রকাশক ও সম্পাদকের বিস্তারিত উল্লেখ না থাকায় তাদেরকে ভুয়া খবর প্রকাশের জন্য বুম বাংলাদেশ রেটিং করলেও বার্ষিক এই পরিসংখ্যানে আওতার বাইরে রেখেছে।

২০২২ সালের বিদায়ের মধ্যদিয়ে বুম বাংলাদেশ, ফেসবুকের ফ্যাক্ট চেক পার্টনার হিসেবে এদেশে ফ্যাক্ট চেকিং কার্যক্রমের তৃতীয় বর্ষ অতিক্রান্ত করে চতুর্থ বর্ষে পা দিল। এর আগে ২০২০ এবং ২০২১ সালে বাংলাদেশের গণমাধ্যমে ভুয়া খবর চিহ্নিত হওয়ার পরিসংখ্যান নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এবারে আসুন দেখে নেয়া যাক ২০২২ সালে কোন কোন সংবাদমাধ্যমে কয়টি করে ভুয়া ও বিভ্রান্তিকর খবর চিহ্নিত হয়েছে তার একটি তালিকা--



একই পরিসংখ্যানের তালিকা একটু ভিন্নভাবে দেখুন--



শীর্ষে সময় টিভি, দ্বিতীয় যুগান্তর

পরিসংখ্যান অনুযায়ী ২০২২ সালে অন্তত ৭টি ভুয়া খবর ছড়িয়ে এককভাবে তালিকার শীর্ষে রয়েছে সময় টেলিভিশন। অন্যদিকে, নূন্যতম ৫ টি ভুয়া খবর প্রকাশ করে এককভাবে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে দৈনিক যুগান্তর। যেখানে ৪টি করে ভুয়া খবর প্রকাশ করে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে জাগো নিউজ, চ্যানেল২৪ টিভি, আমাদের সময়বাংলানিউজ২৪

এছাড়া, ২০২২ সালে অন্তত ৩টি করে ভুয়া ও বিভ্রান্তিকর খবর প্রকাশ করেছে আজকের পত্রিকা, চ্যানেল আই, আরটিভি ও একুশে টিভি। অন্তত ২টি করে ভুয়া খবর প্রকাশ করেছে কালের কণ্ঠ, প্রথম আলো, সমকাল, ইত্তেফাক, ডেইলি ক্যাম্পাস, বাংলাদেশ টুডে, সময়ের আলো, সময়ের কণ্ঠস্বর, সারাবাংলা, বিজনেস স্ট্যান্ডার্ড, ঢাকা পোস্ট, বাংলাভিশন, এনটিভি, যমুনা টিভি ও ডিবিসি নিউজ। আর অন্তত একটি করে ভুয়া খবর চিহ্নিত হয়েছে বাংলা ট্রিবিউন, ডেইলি স্টার, বাংলাদেশ জার্নাল, নিউজবাংলা২৪, দেশ রুপান্তর, একাত্তর টিভি, ঢাকা ট্রিবিউন, বাংলাদেশ প্রতিদিন, ভোরের কাগজ, ঢাকা টাইম্স, মানবকণ্ঠ, জনকণ্ঠ, পূর্বপশ্চিমবিডি, জুমবাংলা ও বাংলা ইনসাইডারে।

এবারে ২০২০, ২০২১ ও ২০২২ সালে বুম বাংলাদেশ কর্তৃক বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর খবর চিহ্নিত হওয়ার তুলনামূলক চিত্র দেখুন--

২০২০, ২০২১ ও ২০২২ সালে গণমাধ্যমে ভুয়া খবরের তুলনামূলক চিত্র

তুলনামূলক তালিকা অনুযায়ী ২০২২ সালে অন্তত ৭টি ভুয়া ও বিভ্রান্তিকর খবর ছড়িয়ে টানা তৃতীয়বারের মতো শীর্ষ স্থানে আছে সময় টেলিভিশন। এর আগে ২০২১ সালে নূন্যতম ৩ টি ভুয়া খবর প্রকাশ করে আরটিভিইনকিলাবের সাথে যৌথভাবে শীর্ষ স্থানে ছিল সময় টিভি। আর ২০২০ সালে অন্তত ১০টি ভুয়া খবর প্রকাশ করে এককভাবে তালিকার শীর্ষে ছিল সময় টিভি

এদিকে ২০২২ সালে নূন্যতম ৫ টি ভুয়া ও বিভ্রান্তিকর খবর প্রকাশ করে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে দৈনিক যুগান্তর। এর আগে, ২০২১ সালে যুগান্তরে প্রকাশিত খবরের মধ্যে অন্তত ১টি সংবাদকে ভুয়া হিসেবে চিহ্নিত করে বুম বাংলাদেশ। তবে ২০২০ সালে নূন্যতম ৭ টি ভুয়া খবর প্রকাশ করে তালিকায় তৃতীয় স্থানে ছিল এই গণমাধ্যমটি।

গণমাধ্যমে ভুয়া খবর চিহ্নিত হওয়া ১৬টি প্রতিবেদন

২০২২ সালে গণমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর খবর চিহ্নিত করে যে ১৬টি ফ্যাক্ট-চেক প্রতিবেদন করে তাদের সামাজিক মাধ্যম ফেসবুকের পেজকে রেট করা হয়েছে, তন্মধ্যে সবচেয়ে আলোচিত ৫টি প্রতিবেদন নিম্নে বিস্তারিত উপস্থাপন করা হল। আর বাকী ১১ টি প্রতিবেদনের কেবল হাইপারলিংক করা শিরোনাম উল্লেখ করা হল।

১. ছবিটি ইউক্রেনে রকেট হামলায় নিহত নাবিক হাদিসুরের নয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনের বন্দরে আটকে থাকা 'বাংলার সমৃদ্ধি' জাহাজে রকেট হামলায় হাদিসুর রহমান নামের এক বাংলাদেশি নিহত হন। এই ঘটনায় খবর প্রচারের সময় বাংলাদেশের গণমাধ্যমে হাদিসুর রহমানের পরিবর্তে ওই জাহাজেই আটকে পড়া আরেক নাবিক আতিকুর রহমান মুন্নার ছবি জুড়ে দেয়া হয়। বুম বাংলাদেশ তা যাচাই করে প্রতিবেদন প্রকাশ করে। দেখুন--



২. ইউক্রেনের সেরা সুন্দরীর অস্ত্র হাতে যুদ্ধে নামার ভুয়া খবর সংবাদমাধ্যমে

ইউক্রেনে হামলা চালানোর পর রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ শুরু করেছেন ইউক্রেনের সেরা সুন্দরী, এমন একটি খবর ছবিসহ বাংলাদেশের গণমাধ্যমে প্রচার করা হয়। বুম বাংলাদেশ যাচাই করে দেখে, ইউক্রেনের সাবেক মিস গ্র্যান্ড আনাস্তাসিয়ার সেনাবাহিনীতে যোগ দেয়ার খবরটি সত্য নয়। আনাস্তাসিয়া নিজেই ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে বিভ্রান্তিকর দাবিটি খণ্ডন করে জানান, তিনি একজন সাধারণ নাগরিক, সামরিক বাহিনির সদস্য নন। ভাইরাল এই ছবিটি মূলত 'এয়ারসফট' নামের এক গেম খেলার সময় তোলা হয়েছিল, খেলাটি তিনি প্রায়ই খেলে থাকেন। খবরটি বাংলাদেশের অন্তত ৩২ টি গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। দেখুন প্রতিবেদনটির স্ক্রিনশট--



৩. গ্লেন ম্যাক্সওয়েলের জুতা চুরি ও থানায় যাওয়ার ঘটনাটি কাল্পনিক

বিদায়ী বছরে অস্ট্রেলিয় ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল ভারতীয় এক কন্যার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। বাংলাদেশের একাধিক গণমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে যেখানে বলা হয় বিয়ের রাতে ম্যাক্সওয়েলের জুতা চুরি হয়েছে এবং তিনি এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। বুম বাংলাদেশ যাচাই করে দেখে, খবরটি ভিত্তিহীন। ভারতীয় সংস্কৃতিতে কোথাও কোথাও বিয়ের রাতে বরের জুতা চুরির রীতি আছে এবং এমন ঘটনা ম্যাক্সওয়েলের ক্ষেত্রে ঘটলে কেমন হত এ নিয়ে ভারতীয় একটি অনলাইন পোর্টালে কাল্পনিক স্যাটায়ার প্রকাশিত হয়। আর সেখান থেকেই বাংলাদেশের অন্তত ১৮টি গণমাধ্যমে এই ভুয়া খবরটি ছড়িয়ে পড়ে। দেখুন স্ক্রিনশট--



৪. সৌদি আরবের খেলোয়াড়দেরকে রোলস রয়েস গাড়ি উপহারের খবরটি ভুয়া

কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে ফুটবলের অন্যতম ফেবারিট আর্জেন্টিনাকে পরাজিত করে অঘটনের জন্ম দেয় সৌদি আরব। এরপর সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে একটি খবর প্রচারিত হয়, আর্জেন্টিনাকে পরাজিত করায় সৌদি ক্রিকেট টিমের সবাইকে রোলস্ রয়েস গাড়ি উপহার দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। পরে দেশটির জাতীয় দলের খেলোয়াড় সালেহ আলশেহরি নিজেই সংবাদ সম্মেলন করে খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন। এ নিয়ে বুম বাংলাদেশের প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



৫. মেসির ছবিসহ আর্জেন্টিনার মুদ্রা চালুর খবরটি সঠিক নয়

টানা ৩৬ বছর পর লিওনেল মেসির হাত ধরে এবারের ফুটবল বিশ্বকাপ ঘরে তুলে আর্জেন্টিনা। এরপর গণমাধ্যমে একটি খবর প্রকাশিত হয় এই বিশ্বজয়কে স্মরণীয় করে রাখতে মেসি ও বিশ্বচ্যাম্পিয়ন টিমের ছবি আর্জেন্টিনার মুদ্রায় ছাপা হচ্ছে। আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র খবরটি সঠিক নয় বলে বুম বাংলাদেশ নিশ্চিত করেন। কিভাবে গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয় উক্ত প্রতিবেদনটির মধ্যখানের একটি স্ক্রিনশট দেখুন--


বাকী ১১টি প্রতিবেদনের হাইপারলিংক করা শিরোনাম

৬. খবরটি হন্ডুরাসের মাছ-বৃষ্টির, ছবিটি চীনের মাছের ট্রাক দুর্ঘটনার

৭. এটি যুদ্ধে যাওয়ার আগে ইউক্রেনের সেনার মেয়েকে বিদায় দেয়ার ভিডিও নয়

৮. ছবি দুটির সাথে জুড়ে দেয়া গল্পটি ভুয়া

৯. সৌদি আরবে শূণ্যে ভাসমান পাথরের ছবিটি এডিট করা

১০. নিউইয়র্কে বাংলাদেশি ছাত্রীর মৃত্যুর খবরের সাথে পুরোনো ভিডিও প্রচার 

১১. ভারতীয় তারকা সামান্থা ও বিজয়ের দুর্ঘটনায় আহত হওয়ার খবরটি ভুয়া

১২. ভিডিওটি সিলেটের বন্যার নয় 

১৩. ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিনছেন না ইলন মাস্ক

১৪. কাবুলে সাম্প্রতিক বিস্ফোরণের খবরের সাথে গণমাধ্যমে প্রচার হল পুরোনো ছবি

১৫. সাংস্কৃতিক উৎসবের ভিডিওকে কাতার বিশ্বকাপের বলে প্রচার

১৬. বাংলাদেশের পতাকা হাতে লিওনেল মেসির সৌজন্য সম্পাদিত ছবি বিভ্রান্তি ছড়াল

বুম বাংলাদেশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে মূলধারার গণমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে বেশি এবং পরের বছর ২০২১ সালে গণমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর খবরের উপস্থিতি তুলনামূলক উল্লেখযোগ্য হারে কমেছিল। তবে বিদায়ী বছরে বড় বড় ঘটনার আড়ালে আবারো ব্যাপক হারে ভুয়া খবর প্রকাশিত হয় গণমাধ্যমে, যা মূলধারার গণমাধ্যমের উপর সাধারণ পাঠক ও দর্শকের আস্থাকে অনেকটা ঝুঁকির মুখে ফেলবে।

Related Stories