
সৌদি আরবে শূণ্যে ভাসমান পাথরের ছবিটি এডিট করা
বুম বাংলাদেশ দেখেছে, উক্ত পাথরটি মূলত বেশ কয়েকটি ছোট পাথরের উপর ভর করে দাঁড়িয়ে আছে, অর্থাৎ ভাইরাল ছবিটি এডিট করা।

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে শূণ্যে ভাসমান একটি পাথরের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ১৪০০ বছর ধরে এই পাথরটি হাওয়ার উপর ভেসে আছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৯ নভেম্বর "সত্যি চিরদিন আল্লাহ পাক" নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করে লেখা হয়, "আল্লাহ আপনার কুদরত এর বিজয় চিরন্তন সত্য" এবং ছবিটিতে লেখা আছে, "১৪০০ বছর ধরে এই পাথরটি হাওয়ার উপর ভেসে আছে, "সুবহানআল্লাহ"। স্ক্রিনশট দেখুন-
পোস্টটি দেখুন এখানে
ফ্যাক্ট চেক
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। মূল ছবি যাচাই করে দেখা যায়, বৃহদাকার পাথরটি মূলত বেশ কয়েকটি ছোট পাথরের উপর দাঁড়িয়ে আছে।
ভাইরাল ছবিটি রিভার্স সার্চ করার পর, "Magical Floating stone in Al Ahsa, Saudi Arabia" শিরোনামে একটি ইউটিউব ভিডিওতে পাথরটি দেখতে পাওয়া যায়। ২০১৭ সালের জুলাই মাসে আপলোড করা ভিডিওটিতে দেখা যায়, বড় আকৃতির পাথরটি শূণ্যে ভাসমান নয় বরং ছোট ছোট পাথরে ভর করে আছে। ভাইরাল ছবির সাথে পার্থক্যটি বোঝার জন্যে পাশাপাশি উভয় ছবি দেয়া হলো--
ইউটিউব ভিডিওতে দৃশ্যমান পাঁথরের ছবি (বামে) এবং ভাইরাল পোস্টে দৃশ্যমান পাঁথরের ছবি (বামে) পাশাপাশি দেখুন-
ইউটিউব ভিডিওটি দেখুন-
ইউটিউব ভিডিওতে পাথরটির অবস্থান সৌদি আরবের "Al Ahsa" নামক স্থানের কথা উল্লেখ করা হয়েছে। এই সূত্র ধরে সার্চ করার পর গুগল ম্যাপে পাথরের ছবিটি পাওয়া গেছে, যা পূর্ব সৌদি আরবের আল আহসা নামক অঞ্চলের আল তাওথির (Al Twaitheer) এলাকায় অবস্থিত । গুগল স্ট্রিট ভিউতে পরিস্কারভাবেই দেখতে পাওয়া যায়, পাথরটি জমিনের সাথে লেগে আছে শুন্যে ভাসমান নয়। স্ক্রিনশট দেখুন--
লিংক দেখুন এখানে
পাশাপাশি পাথরটি নিয়ে ইউটিউবে একাধিক ভিডিও পাওয়া গেছে। সেসব ভিডিওতেও পাথরটিকে জমিনের সাথে ছোট কিছু পাথরের উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এমন একটি ভিডিও দেখুন--
উল্লেখ্য একই দাবিতে ছবিটি বিগত বছরেও প্রচারিত হলে এএফপি ফ্যাক্টচেক সহ একাধিক তথ্য যাচাইকারি প্রতিষ্ঠান ছবিটি যাচাই করে প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থাৎ মূল ছবিকে এডিট করে নিচের ছোট পাথরকে মুছে দিয়ে বৃহদাকার পাথরটি শূণ্যে ভাসমান বলে বিভ্রান্তিকর প্রচার করা হচ্ছে ফেসবুকে।
Updated On: 2021-12-14T13:11:54+05:30
Claim : ১৪০০ বছর ধরে এই পাথরটি হাওয়ার উপর ভেসে আছে
Claimed By : Facebook Posts
Fact Check : False
Next Story