HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বাসের ছবিটি ভিডিও গেম থেকে জেনারেট করা

বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি বাস্তব কোনো বাসের নয় বরং বাস সিমিউলেটর ভিডিও গেম থেকে তৈরি করা হয়েছে।

By - BOOM FACT Check Team | 20 Sep 2023 4:16 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজ, প্রোফাইল ও গ্রুপে একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবি ও বিদায়ীবার্তার স্টিকারযুক্ত একটি বাসের ছবি পোস্ট করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে। 

গত ৩১ আগস্ট 'Amiratun nisha nazifa' নামক একটি ফেসবুক পেজ থেকে এমন একটি বাসের ছবি পোস্ট করে লেখা হয়, "Today's Best Photo❤️❤️....."। পোস্টটির স্ক্রিনশট দেখুন--




ফেসবুকে পোস্টটগুলোর কমেন্টবক্সে অনেক ব্যবহারকারীকে এটিকে বাস্তব বাসের ছবি মনে করে বিভ্রান্ত হতে দেখা গেছে। এছাড়া ছবিটি বিভিন্ন প্রোফাইল, পেজ ও গ্রুপে বাস্তব হিসেবে প্রচারিত হয়েছে।

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের ছবিটি বাস্তব নয়। ছবিটি বাস সিমিউলেটর ভিডিও গেমের মধ্যকার বাসে ছবি যুক্ত করে তৈরি করা হয়েছে।

ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ইউটিউবে 'R.H MOTORS' নামের একটি চ্যানেল থেকে গত ১৯ আগস্ট "বিদায় হে রাহবার আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন 1st bus skin" শিরোনামে আপলোড করা আলোচ্য ছবিটির বাসের মত ছবি যুক্ত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির একটি দৃশ্যের স্ক্রিনশট দেখুন--



ভিডিওতে পাওয়া ওয়াটারমার্ক ও ভিডিও গেমের কন্ট্রোল পয়েন্ট বা অপশন নির্দেশ করে যে, এই কন্টেন্টটি নেওয়া হয়েছে একটি ভিডিও গেম থেকে যা পরবর্তীতে 'InShot' নামের একটি ভিডিও এডিটিং অ্যাপ ব্যবহার করে এডিট করা হয়েছে।

এদিকে ইউটিউব ভিডিওটির ডেসক্রিপশনে BUSSID উল্লেখ করা হয়েছে। ডেসক্রিপশন অনুযায়ী, ভিডিওটি 'Bus Simulator Indonesia (সংক্ষিপ্তরূপ BUSSID)' নামের একটি গেমের ডিজাইনকৃত বাসের দৃশ্য থেকে নেওয়া। এছাড়া বাসটিকে কী কী ছবি দিয়ে ডিজাইন করা হয়েছে সেই ছবিগুলোর (Skin) গুগল ড্রাইভ লিংক দেওয়া হয়েছে। ছবিগুলোর স্ক্রিনশট দেখুন--




অর্থাৎ ভিডিওটির মধ্যকার বাসটিকে বিভিন্ন ছবি যুক্ত করে তৈরি করা হয়েছে এবং তা করা হয়েছে একটি ভিডিও গেমের মাধ্যমে। বাসের প্রতি অংশের জন্য আলাদা আলাদাভাবে তৈরি করা এই Skin বা ছবিগুলো পছন্দ অনুযায়ী এডিট করা যায় এমন 'বাস সিমিউলেটর' ভিডিও গেমের মধ্যে বাসের বিভিন্ন অংশে সঠিকভাবে বসিয়ে একটি নতুন ডিজাইনের বাস জেনারেট করা যায়। এজাতীয় একটি টিউটোরিয়াল ভিডিওর স্ক্রিনশট দেখুন--


এক্ষেত্রে আলোচ্য স্কিন ইমেজ ব্যবহার ও বাস সিমিউলেটর গেম ভেদে ভিন্ন মডেলের বাস এবং মিশন সিলেক্ট করলে এর ব্যকগ্রাউন্ড দৃশ্য ও গেমের মধ্যকার রাস্তার দৃশ্য পরিবর্তিত হতে পারে। সেক্ষেত্রে ফলাফল হবে একই ডিজাইনের বাস কিন্তু ভিন্ন ব্যকগ্রাউন্ড বা ভিন্ন রাস্তা। তাই প্রতীয়মান হয়, আলোচ্য ছবিটি গেম এর মাধ্যমে স্কিন ব্যবহার করে তৈরি করা বাসের স্থিরচিত্র (ভিন্ন ব্যকগ্রাউন্ড বা রাস্তার দৃশ্যে)।

অর্থাৎ ছবিটি বাস সিমিউলেশন (Bus Simulation) জাতীয় ভিডিও গেম থেকে পছন্দ অনুযায়ী ছবি (স্টিকার হিসেবে ব্যবহৃত স্কিন) যুক্ত করে তৈরি করা হয়েছে।

সুতরাং ভিডিও গেম থেকে জেনারেট করা একটি বাসের ছবি বাস্তব বাস হিসেবে ফেসবুকে প্রচার হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Related Stories