HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

আফগানিস্তানে হামলায় আতঙ্কিত মুসল্লিদের ভিডিও ফিলিস্তিনের বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ২০২১ সালে আফগানিস্তানের রাজধানী কাবুলে রকেট হামলার সময়ে নামাজের এই ভিডিওটি ধারণ করা হয়।

By - Ummay Ammara Eva | 17 Feb 2024 7:49 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ভিডিও পোস্ট করে ভিডিওটি ফিলিস্তিনে বোমা হামলার সময়ে ধারণ করা নামাজের বলে দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে

গত ৭ ফেব্রুয়ারি 'Sadiya Akter' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে একটি রিল ভিডিও পোস্ট করা হয়। রিল পোস্টটির উপরে লেখা থাকতে দেখা যায়, "ফিলিস্তিনে নামাজের সময় বোমা বিস্ফোরণ তবু নামাজ ছাড়েনি"। রিল পোস্টটিতে আপলোড করা ভিডিওটিতে কিছু মানুষের জামায়াতে নামাজরত অবস্থায় অদূরে কোথাও থেকে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। পোস্টে যুক্ত ভিডিওটি ফিলিস্তিনের নয়। বরং ২০২১ সালের ২০ জুলাই আফগানিস্তানের কাবুলে দেশটির রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে ঈদ-উল-আজহার নামাজ চলাকালে অদূরে রকেট হামলার ঘটনা ঘটে। নামাজের আলোচ্য ভিডিওটি ওই হামলার সময়ে ধারণ করা হয়।

কি-ওয়ার্ড সার্চ করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের ওয়েবসাইটে ২০২১ সালের ২০ জুলাই "Rockets land near Afghan presidential palace, Taliban deny responsibility" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে একটি ছবি খুঁজে পাওয়া যায়। ওই ছবিটির ক্যাপশনে লেখা হয়, "২০২১ সালের ২০ জুলাই, আফগানিস্তানের কাবুলে, জুলাই মাসে রাষ্ট্রপতি আশরাফ ঘানির (সামনের সারি), প্রাসাদ প্রাঙ্গণে, ঈদ-উল-আজহার নামাজের জামায়াত চলাকালে রাষ্ট্রপতি প্রাসাদের কাছে রকেট হামলার শব্দের প্রতিক্রিয়ায় একজন ব্যক্তি উপরের দিকে তাকাচ্ছেন, এই স্থিরচিত্রটি টিভি ফুটেজ থেকে নেওয়া হয়েছে।" স্ক্রিনশট দেখুন--


আরো সার্চ করে ফ্রান্স টোয়েন্টিফোর, ইন্ডিয়ান এক্সপ্রেস এবং বিজনেস ইনসাইডার ইন্ডিয়ার ওয়েবসাইটেও একই দাবিতে আলোচ্য ভিডিওটির সাথে সাদৃশ্যপূর্ণ ছবি খুঁজে পাওয়া যায়।

এর ভিত্তিতে কি-ওয়ার্ড সার্চ করে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার ইউটিউব চ্যানেল আল-জাজিরা ইংলিশেও ২০২১ সালের ২০ জুলাই "Rockets land near Afghanistan president house during Eid prayers" শিরোনামে আপলোড করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ৭ সেকেন্ড থেকে উনিশ সেকেন্ড পর্যন্ত আলোচ্য ভিডিওটি হুবহু সাদৃশ্যপূর্ণ। সংবাদ প্রতিবেদনটি থেকে জানা যায়, ওইদিন আফগানিস্তানের রাষ্ট্রপতির বাসভবন প্রাঙ্গণে ঈদের নামাজ চলাকালে অদূরে একটি রকেট হামলার ঘটনা ঘটে। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View

এছাড়াও, রয়টার্সের ইউটিউব চ্যানেলেও ওই একই দিনে "Rockets land in Kabul during Eid prayers" শিরোনামে একই তথ্যসহ আপলোডকৃত ভিডিওর সাথেও আলোচ্য ভিডিওটির হুবহু মিল রয়েছে। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View

এছাড়াও, বিবিসি এবং হিন্দুস্তান টাইমসের ইউটিউব চ্যানেলেও আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

এবারে আলোচ্য ভিডিওটি থেকে নেয়া স্ক্রিনশট (বামে) এবং রয়টার্সের ভিডিওটি থেকে নেয়া স্ক্রিনশটের (ডানে) মধ্যে মিল দেখুন--

আলোচ্য ভিডিওটির স্ক্রিনশট (বামে) ও রয়টার্সের ভিডিওটির স্ক্রিনশট (ডানে)

অর্থাৎ আলোচ্য ভিডিওটি আফগানিস্তানের একটি পুরোনো ভিডিও, ফিলিস্তিনের নয়।

সুতরাং, আফগানিস্তানে ঈদের নামাজ চলাকালে অদূরে ঘটা রকেট হামলার শব্দে আতঙ্কিত মুসল্লিদের ভিডিওটি ফিলিস্তিনের বোমা হামলার সময়ে ধারণ করা বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।

Related Stories