HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

না, এটি ইসলামের নবী ইব্রাহিম (আ.) এর কবর নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভারতের অন্ধ্র প্রদেশে অবস্থিত এক মাজারের ছবিকে হযরত ইব্রাহিম (আ.) এর কবর বলে প্রচার করা হচ্ছে।

By - Md Abdullah Khan | 22 Jan 2022 11:18 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ইসলামে নবী হযরত ইব্রাহিম (আ.) এর কবরের ছবি এটি। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ১৭ জানুয়ারি '‎Nursat Emroj' নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করে লেখা হয়, "হযরত ইব্রাহিম আঃ কবর সবাইকে দেখার সুজুক করে দেই। আমিন।" স্ক্রিনশটে দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের বর্ণনায় করা দাবিটি বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, ভারতের অন্ধ্র প্রদেশের একটি গ্রামে অবস্থিত ভেনাদু দরগার ছবি এটি।

রিভার্স ইমেজ সার্চ করার পর, ছবিটি একাধিক ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়। তন্মধ্যে ভিহারা দর্শনী (viharadarshani.in) নামের একটি ওয়েবসাইটে দরগাহের একটি ছবি খুঁজে পাওয়া যায় যা ভাইরাল পোস্টে দেখতে পাওয়া কবরের অনুরূপ। ছবিটির বিবরণে লেখা হয়েছে, সমাধিটি হযরত দাউদ শাহ ওয়ালী নামক এক মুসলিম সাধকের, যা অন্ধ্র প্রদেশের ভেনাদু নামের গ্রামে অবস্থিত বলে ভেনাদু দরগাহ নামেও পরিচিত। স্ক্রিনশট দেখুন-- 

লিংক দেখুন এখানে

সার্চ করার পর, গুগল ম্যাপসে হযরত দাউদ শাহ ওয়ালীর ভেনাদু দরগার আরো ছবি পাওয়া যায় যার সাথে ভাইরাল ফেসবুক পোস্টের ছবি সাদৃশ্যপূর্ণ।

নিচের স্ক্রিনশটে ভাইরাল ফেসবুক পোস্টের ছবি (বামে) ও গুগল ম্যাপসে পাওয়া ছবির (ডানে) একটি তুলনামূলক পর্যালোচনা দেখুন-- 

ভাইরাল ফেসবুক পোস্টের ছবি (বামে) ও গুগল ম্যাপসে পাওয়া ছবি (ডানে)

হযরত ইব্রাহীম (আঃ) এর কবর

বৃটেনের গার্ডিয়ান পত্রিকার একটি প্রতিবেদন অনুযায়ী হযরত ইব্রাহীম (আ.) এবং তার স্ত্রীর কবর, ফিলিস্তিনের পশ্চিম তীরের (ওয়েস্ট ব্যাংক) হেবরন শহরে ইবরাহিমি মসজিদে অবস্থিত। যা ইহুদীদের কাছে ' Tomb of the Patriarchs' বা 'কূলপিতাদের সমাধি' নামে পরিচিত।

নিবন্ধটি পড়ুন এখানে

অর্থাৎ ভারতের অন্ধ্র প্রদেশে মুসলিম এক সাধকের সমাধিকে হযরত ইব্রাহীম (আ.) এর কবর দাবি করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর। 

Related Stories