সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি বাস আগুনে পুড়ছে এমন ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, সম্প্রতি ঢাকায় একটি বাসে অগ্নিসংযোগ ঘটিয়েছে বিএনপি ও জামায়াত ইসলামের নেতাকর্মীরা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১ জুলা্ই ‘রাজাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ’ নামক একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “রাজধানী ঢাকায় চলন্ত বাসে আগুন দিয়েছে বি এন পি-জামাতের আগুন সন্ত্রাস বাহিনী! দেশ কে ধ্বংসের শেষ পেরেক টা ঢুকিয়ে দিচ্ছে সন্ত্রাসীরা!” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি সাম্প্রতিক কোনো বাসে অগ্নিকাণ্ডের দৃশ্যের নয়; বরং এটি ২০২৩ সালের নভেম্বরে ঢাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগার দৃশ্যের ভিডিও।
আলোচ্য ভিডিওর কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে “রাজধানীতে বিহঙ্গ পরিবহনের বাসে আগুন” শিরোনামে সম্প্রচারমাধ্যম ‘যমুনা টিভির’ ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২০২৩ সালের ১৮ নভেম্বর প্রকাশিত ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। ভিডিওটি দেখুন--
উল্লিখিত ভিডিও প্রতিবেদনের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে “রাজধানীতে আরও দুটি বাসে আগুন” শিরোনামে ‘যমুনা টেলিভিশনে’র ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৩ সালের ১৮ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত ছবির সঙ্গে ফেসবুকে প্রচারিত দাবিতে ভাইরাল ভিডিওর সঙ্গে মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, রাজধানীতে আরও দুটি বাসে অগ্নি সংযোগ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা নাগাদ আগারগাঁও তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। পরে গুলিস্তানে ফ্লাইওভারের কাছে যাত্রাবাহী আরও একটি বাসে আগুন দিয়ে সটকে পড়ে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। প্রতিবেদনটিতে আগুন লাগার পেছনে কারা জড়িত সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, কি ওয়ার্ড সার্চ করে “রাজধানীর আগারগাঁও তালতলা বিহঙ্গ পরিবহনের গাড়িতে আ*গুন” শিরোনামে আরেক সম্প্রচারমাধ্যম ‘এটিএন বাংলার’ ইউটিউব চ্যানেলে আরো একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যেই ভিডিওটিও ২০২৩ সালের ১৮ নভেম্বর প্রকাশ করা হয়। যার সঙ্গে ফেসবুকে প্রচারিত ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়। ভিডিওটি দেখুন--
অর্থাৎ বাসে অগ্নিকাণ্ডের আলোচ্য ভিডিওটি সাম্প্রতিক নয়; এটি বরং ২০২৩ সালের ১৮ নভেম্বরের ঘটনার।
সুতরাং ২০২৩ সালের নভেম্বর মাসে একটি বাসে অগ্নিকাণ্ডের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।