সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে সম্প্রতি আলোচিত চাঁদপুরের একটি মসজিদের ইমামকে কুপিয়ে জখম করা ইমাম মাওলানা আ ন ম নূর রহমান মাদানীর ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে তিনি মারা গেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১২ জুলাই ‘H M Naim’ নামক আইডি থেকে একটি ছবি পোস্ট করে উল্লেখ করা হয়, “আরেকটি নির্মম 'হ ত্যাকান্ডের' সাক্ষী হলো বাংলাদেশ। ইমাম নুরুল আমিন মাদানী।।'চাঁদপুর প্রফেসর পাড়া মোল্লা বাড়ি বাইতুল আমিন মসজিদের ইমাম সাহেব। গতকাল উনার খুতবা পছন্দ না হওয়ায় এক "জ ঙ্গী" খুতবা চলা অবস্থায়ই চাপাতি দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। চিকিৎসা অবস্থায় তিনি মারা যান।অথচ পুরো বাংলাদেশর মানুষ এটা এড়িয়ে যাচ্ছে। একটা ঘটনা আরেকটা ঘটনাকে আড়াল করে দিচ্ছে। কিছু বলার নাই এই দেশ নিয়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। সম্প্রতি আলোচিত চাঁদপুরে নৃশংস হামলার শিকার মসজিদের ইমাম মাওলানা আ ন ম নূর রহমান মাদানী গুরুত্বর আহত হয়ে মারা যাননি বরং তিনি ঢাকার হলি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং বর্তমানে শঙ্কামুক্ত বলে গণমাধ্যমের খবরে জানা গেছে।
কি ওয়ার্ড সার্চ করে “চাঁদপুরের সেই ইমাম বেঁচে আছেন” শিরোনামে ‘এনটিভি অনলাইনে’ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে ইমাম নূর রহমান মাদানীর ছেলে আফনান তাকির মন্তব্য যুক্ত করে বলা হয়, ইমামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হলি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত। স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ করে “শঙ্কামুক্ত চাঁদপুরের সেই ইমাম, আসামির ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ” শিরোনামে সম্প্রচারমাধ্যম ‘ইন্ডিপেন্ডেন্ট টিভির’ অনলাইনে আরো একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানেও আহত ইমাম শঙ্কামুক্ত বলে উল্লেখ্য করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মাওলানা আ ন ম নূর রহমান মাদানীর বড় ছেলে আফনান তাকি বলেন, ‘আমার বাবার ওপর হামলাকারী ব্যক্তির বিচার দাবি করছি। আমার বাবাকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হলি কেয়ার হসপিটালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন।’ স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ চাঁদপুরে হামলার শিকার মসজিদের ইমাম মাওলানা আ ন ম নূর রহমান মাদানী মারা যাননি বরং তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত।
প্রসঙ্গত গত শুক্রবার (১১ জুলাই) চাঁদপুর শহরে জুমার নামাজের সময় মসজিদের খতিব আ ন ম নূর রহমান মাদানীকে কুপিয়ে গুরুত্বর জখম করে এক মুসল্লি। এ ঘটনায় দেশজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ চলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া ও আলোচনা হয়। এক পর্যায়ে বিভিন্ন আইডি থেকে দাবি করা হয়, মাওলানা নূর রহমান মারা গেছেন।
সুতরাং চাঁদপুরে কুপিয়ে গুরুত্বর জখম হওয়া ইমাম নূর রহমান মারা গেছেন বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।