HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ছবিতে শেখ হাসিনাকে জড়িয়ে রাখা নারী খালেদা জিয়া নন

বুম বাংলাদেশ দেখেছে, ছবিতে শেখ হাসিনাকে বুকে জড়িয়ে ধরা নারী আইভী রহমান যিনি আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন।

By - Ummay Ammara Eva | 29 May 2023 7:03 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ছবিতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে যখন দেশে ফেরেন তখন তাকে বেগম খালেদা জিয়া এভাবে জড়িয়ে ধরেন। অর্থাৎ দাবি করা হচ্ছে শেখ হাসিনার সাথে দৃশ্যমান নারী বেগম খালেদা জিয়া। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ১৭ মে 'আল আমিন বিন বরকতউল্লাহ' নামে একটি ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, "আজ ১৭ই মে,১৯৮১সলের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছিলেন এবং বুকে জড়িয়ে নিয়েছিলেন গনতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ইতিহাস সাক্ষী জিয়া পরিবারের কাউকে পুনরায় দেশে আসার জন্য ঘটা করে কোন দিবস পালন করতে হয়না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন এক নেতা ছিলেন যে গনতন্ত্রে বিশ্বাস করতেন, বিশ্বাস করতে বহুদলীয় সিদ্ধান্ত,সম্মান করতেন বাংলার জনগনের চিন্তা ভাবনা কে। যে নেত্রী আপনাকে বুকে জড়িয়ে নিয়েছিলো আজ আপনি তাকেই করেছেন বন্দী,,,,,,,,,,,, ???? ধিক্কার, প্রতিবাদ, নিন্দা কিছুই জানাবার ভাষা নাই। শুধু আল্লাহর কাছে প্রার্থনা করবো তিনি যেন মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে সুস্থ রেখে নেক হায়াত দান করেন। ঘটনার কাল ক্রমে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে সৃষ্টিকর্তা সেই দিন পর্যন্ত আমাদের বাঁচিয়ে রাখুক।" পোস্টটির স্ক্রিনশট দেখুন--


পোস্টে যুক্ত ছবিটি দেখুন আলাদাভাবে--


অর্থ্যাৎ উপরের পোস্টে দাবি করা হচ্ছে, আলোচ্য পোস্টের ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখা যাচ্ছে।

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ছবিটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ধরে রাখা নারী আইভী রহমান, যিনি বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী এবং আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে অনুষ্ঠিত আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আইভী রহমান আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা প্রথম আলোর অনলাইন ভার্সনে ২০১৮ সালের ১৩ আগস্ট 'সেই রাতে বঙ্গবন্ধুর বাড়িতে কী ঘটেছিল?' শিরোনামে একটি নিবন্ধে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। নিবন্ধটিতে বর্তমান সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির অধ্যাপক মালেকা বেগম শেখ হাসিনার দেশে প্রত্যাগমনের স্মৃতিচারণ করেছেন। মালেকা বেগম ১৯৮১ সালের ১৫ আগস্ট  সাহিত্যের পত্রিকা সচিত্র সন্ধানীতে (১৯৫৬–১৯৭১; ১৯৭২–১৯৯০–এর মাঝামাঝি পর্যন্ত প্রকাশিত) কর্মরত ছিলেন এবং সেদিন পেশাগত কাজে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসায় যান। তবে, প্রথম আলোর এই নিবন্ধে ছবিটির ক্যাপশনে ১৯৮১ সালের ১৫ আগস্ট তোলা হয়েছে লেখা থাকলেও ছবিটিতে শেখ হাসিনার সাথে কে কে উপস্থিত রয়েছেন, তা উল্লেখ করা হয়নি। স্ক্রিনশট দেখুন--


উক্ত প্রতিবেদনেই যুক্ত আরেকটি ছবি থেকে জানা যায়, উক্ত ঘটনার দিন শেখ হাসিনার সাথে উপস্থিত ছিলেন আইভী রহমান (বাম পাশে) এবং জোহরা তাজউদ্দিন (ডান পাশে)। তবে, এই ছবিটিও আগের ছবিটির মতো একই দিনে অর্থাৎ ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ধারণ করা হয়। স্ক্রিনশট দেখুন--


প্রথম আলোর প্রতিবেদনে ছবি দুটির ক্যাপশনে দেয়া তথ্য অনুযায়ী ছবি দুটি একই দিনে অর্থাৎ ১৯৮১ সালের ১৫ আগস্ট ধারণ করা হয়েছে। এখন আলোচ্য ভাইরাল পোস্টে খালেদা জিয়া দাবি করা নারীর শাড়ি এবং পরবর্তী ছবিতে দেখানো আইভী রহমানের শাড়ির সাদৃশ্য দেখুন--


অর্থাৎ ভাইরাল পোস্টে ছবিতে শেখ হাসিনার পাশের নারী খালেদা জিয়া নন বরং তৎকালীন মহিলা আওয়ামী লীগের নেত্রী আইভি রহমান।

এদিকে, আলোচ্য ছবিটিতে শেখ হাসিনাকে বুকে জড়িয়ে রাখা নারী আইভি রহমান কিনা তা নিশ্চিত হতে প্রয়াত আইভি রহমানের ছেলে বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির চেয়ারম্যান ও কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। নাজমুল হাসান পাপন ছবিটিতে শেখ হাসিনার সাথের নারী তাঁর মা অর্থাৎ আইভী রহমান বলে নিশ্চিত করেন।

সুতরাং ১৯৮১ সালের ১৫ আগস্ট শেখ হাসিনার ধানমন্ডি ৩২ এর বাড়িতে আবেগঘন মুহুর্তে আইভী রহমানের সাথে ক্যামেরাবন্দী হওয়ার ছবিকে ওইবছরের ১৭ মে বেগম খালেদা জিয়ার সাথে তোলা ছবি হিসেবে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories