HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিডিওটি সদ্য প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার নয়

বুম বাংলাদেশ দেখেছে, এটি ২০০৯ সালে বাকিংহাম প্রাসাদে এক অনুষ্ঠানে সেন্ট জেমস স্কুলের শিক্ষার্থীদের শ্লোক পাঠের ভিডিও।

By - Md Abdullah Khan | 22 Sep 2022 5:08 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে শিক্ষার্থীদের শ্লোক পাঠের ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ব্রিটেনের রাণী এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় পাঠ করা সনাতন ধর্মের সর্বপ্রাচীন পবিত্র ধর্মগ্রন্থ বেদের মন্ত্র। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ১১ সেপ্টেম্বর "সুরনন্দন" নামের ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়,"আজ ব্রিটেনেও রাণী এলিজাবেথের অন্ত্যেষ্টি ক্রিয়ায় উচ্চারিত হলো অপৌরুষেয় বেদের পবিত্র বেদমন্ত্র ........." । ভিডিওটিতে শিক্ষার্থীদের শ্লোক পাঠ করতে দেখা যায়। স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওর বর্ণনায় করা দাবিটি সঠিক নয়। ভিডিওটি সাম্প্রতিক নয় বরং ২০০৯ সালে লন্ডনের বাকিংহাম প্রাসাদের এক অনুষ্ঠানে সেন্ট জেমস স্কুলের শিক্ষার্থীদের শ্লোক পাঠের দৃশ্য এটি।

ভিডিওতে "www.wildfilmsindia.com" লেখা জলছাপ দেখতে পাওয়া যায়। সার্চ করার পর wildfilmsindia.com নামের একটি ওয়েবসাইট খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটটির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একাধিক কি-ওয়ার্ড ধরে সার্চ করে "Students of St James School Choir recite shlokas at Buckingham Palace" ক্যাপশনে মূল ভিডিওটিও খুঁজে পাওয়া গেছে, যা ২০১৯ সালের ২২ মে আপলোড করা হয়েছে। ভিডিওটির বিবরণে লেখা হয়েছে, "বাকিংহাম প্রাসাদে কমনওয়েলথ গেমস ২০১০-এর কুইন্স ব্যাটন হস্তান্তরের অনুষ্ঠানে সেন্ট জেমস স্কুলের শ্লোক নামক হিন্দু আধ্যাত্মিক কবিতা পাঠ করছে।" ভিডিওটি দেখুন--

Full View

এই একই অনুষ্ঠানের ভিডিও প্রতিবেদন ২০০৯ সালের ৩০ অক্টোবর এবিসি নিউজ অস্ট্রেলিয়ার ইউটিউব চ্যানেলে "Commonwealth baton starts journey to India" শিরোনামে wildfilmsindia.com এর অনুরূপ বিবরণে আপলোড করতে দেখা যায়।

Full View

কি-ওয়ার্ড ধরে সার্চ করে, আলোচ্য ভিডিওটির একটি দৃশ্য 'XIX Commonwealth Games 2010 Delhi'-এর ফেসবুক পেজে করা পোস্টেও খুঁজে পাওয়া যায়, যা ২০০৯ সালের ২৫ নভেম্বর পোস্ট করা হয়েছে। ভিডিওর বর্ণনা থেকে জানা যায়, ২০১০ সালে দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের 'কুইনস ব্যাটন হস্তান্তর' পর্ব লন্ডনের বাকিংহাম প্রাসাদে ২০০৯ সালের অক্টোবরে শুরু হয়। রাণীর বার্তা সহ ব্যাটন কয়েক হাজার ব্যাটন-বাহকের মধ্যে প্রথম অভিনব বিন্দ্রা নামের একজনের হাতে তুলে দেওয়া হয়। ২৯ সেকেন্ড থেকে ভিডিওটি দেখুন--

Full View

এই অনুষ্ঠান সম্পর্কিত টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরটি পড়ুন এখানে

অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক নয় বরং ২০০৯ সালে লন্ডনের বাকিংহাম প্রাসাদে ভিন্ন এক অনুষ্ঠানের। ভিডিওটি ফ্যাক্ট চেকিং সংস্থা বুম লাইভও যাচাই করেছে।

প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর আড়ম্বরপূর্ণ রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্যদিয়ে প্রয়াত ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথকে চিরবিদায় জানানো হয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্ব নেতাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যোগ দিয়েছেন। এর আগে ৯৬ বছর বয়সে গত ৮ সেপ্টেম্বর মারা যান রাণী দ্বিতীয় এলিজাবেথ।

সুতরাং কমনওয়েলথ গেমস ২০১০ উপলক্ষ্যে সেন্ট জোন্স স্কুলের শিক্ষার্থীদের উপস্থাপনার পুরোনো ভিডিওকে রাণী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার বলে দাবি করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Related Stories