HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিডিওটি খাগড়াছড়ির নয়, ভারতের একজন কন্টেন্ট ক্রিয়েটরের

বুম বাংলাদেশ দেখেছে, এটি ভারতীয় একজন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও যিনি 'Kalseng Sangma Page' নামক পেজে গত ১৮ই জুলাই ভিডিওটি প্রকাশ করেছিলেন।

By - BOOM FACT Check Team | 29 Sept 2025 10:38 AM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে; খাগড়াছড়িতে একজন চাকমা ব্যক্তি রং লাগিয়ে আহত হওয়ার অভিনয় করছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গতকাল ২৮শে সেপ্টেম্বর ‘গন অধিকার পরিষদ’ নামক একটি ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট ভিডিওটি করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “খাগড়াছড়ি উপজাতির আহত চাকমার নাটক দেখুন রং লাগিয়ে অভিনয় করছে।” পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি সম্প্রত্য খাগড়াছড়িতে একজন চাকমা ব্যক্তির রং লাগিয়ে আহত হওয়ার অভিনয়ের নয়। এটি ভারতীয় একজন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও যিনি 'Kalseng Sangma Page' নামক পেজে গত ১৮ই জুলাই ভিডিওটি প্রকাশ করেছিলেন।

ভিডিও থেকে কি-ফ্রেম নিয়ে অনুসন্ধানের মাধ্যমে ফেসবুকে ‘Kalseng Sangma Page’ নামক একটি পেজে গত ১৮ই জুলাই প্রকাশিত আলোচ্য ভিডিওটি পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--



পেজটির নামের সাথে "Local Funny Reels" উল্লেখ করা হয়েছে। এছাড়াও পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায় এতে বিভিন্ন অভিনয়ের দৃশ্য প্রকাশ করা হয়েছে। পেজের ট্রান্সপারেন্সি অপশন থেকে দেখা যায় ভারত থেকে পরিচালিত হয়। দেখুন--



অর্থাৎ প্রচারিত ভিডিওটি ভারতের একজন কন্টেন্ট ক্রিয়েটরের যিনি গত জুলাইয়ে তার ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেছেন। 

উল্লেখ্য প্রথম আলোর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, "গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরে ওই দিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি খেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।"

ডয়েচে ভেলে বাংলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, "পার্বত্য জেলা খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ধর্ষণের বিচারের দাবিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অবরোধ কর্মসূচি পালন করে ‘জুম্ম ছাত্র-জনতা'। আরো দুই পার্বত্য জেলা রাঙামাটি এবং বান্দরবানেও বিক্ষোভ হয়। বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধের কারণে ঢাকা-খাগড়াছড়ি, চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ কর্মসূচি পালনের সময় জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন অবরোধকারীরা।"

সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের একজন কন্টেন্ট ক্রিয়েটরের পুরোনো ভিডিও বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার সাথে যুক্ত করে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।

Tags:

Related Stories