HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পূর্ণিমার চাঁদের ছবি দাবি করে প্রচারিত ছবিটি বাস্তব নয়

বুম বাংলাদেশ দেখেছে, রিসভান নামের এক ডিজিটাল আর্টিস্ট একাধিক ছবি ব্যবহার করে আলোচ্য ছবিটি তৈরি করেছেন।

By - Ummay Ammara Eva | 31 March 2024 8:51 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক গ্রুপে একটি ছবি পোস্ট করে ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যাঞ্জেল জলপ্রপাতের উপরে পড়া পূর্ণিমার চাঁদের প্রতিচ্ছবির বলে দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ১৬ মার্চ 'Scientific Astrology for you' নামের একটি ফেসবুক গ্রুপে 'Sharif Mahmud' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে ছবিটি পোস্ট করে লেখা হয়, "ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টিনেল রকের ঠিক পশ্চিমে ইয়োসেমাইটের দক্ষিণ দিকে অ্যাঞ্জেল জলপ্রপাতের উপর নেমে আসা একটি পূর্ণিমা।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আলোচ্য ছবিটি ক্যামেরায় তোলা বাস্তব কোনো ছবি নয় বরং প্রযুক্তির সাহায্যে একাধিক ছবিকে যুক্ত করে রিসভান নামের একজন ডিজিটাল আর্টিস্ট এই ছবিটি তৈরি করেছেন।

ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে 'rsvn_' নামের একটি ইন্সটাগ্রাম একাউন্টে ২০১৭ সালের ২৭ জুলাই করা একটি পোস্টে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ইন্সটাগ্রাম একাউন্টটির পরিচিতি থেকে জানা যায়, রিসভান একজন ডিজিটাল ক্রিয়েটর ও ফ্রিল্যান্সার। এছাড়াও, ইন্সটাগ্রামে যুক্ত করা ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে ক্রিয়েটিভ নেটওয়ার্ক বিহান্সেও তার ক্রিয়েটিভ আইডিয়া থেকে তৈরি করা ছবির গ্যালারি খুঁজে পাওয়া যায়। রিসভান ওই ছবির বর্ণনায় বলেছেন, "La Luna.. OP: Waterfall by @markian.b & Moon by @NASA via @unsplash (CC0) Edited by Me"। এই বর্ণনা থেকে ধারণা পাওয়া যায়, markian.b নামের একটি ইন্সটাগ্রাম একাউন্ট থেকে একটি ঝর্ণার ছবি এবং মহাকাশ গবেষণা সংস্থা নাসার তোলা চাঁদের একটি ছবিকে এডিটের মাধ্যমে সমন্বিত করে তিনি এটি তৈরি করেছেন। ইন্সটাগ্রাম পোস্টটি দেখুন--


এছাড়াও, ওই একই ছবির একটি এনিমেটেড ভার্সনও একাউন্টটিতে খুঁজে পাওয়া যায়--


রিসভানের ইন্সটাগ্রাম একাউন্ট থেকে প্রাপ্ত সূত্রে সার্চ করে markian.b নামের ইন্সটাগ্রাম একাউন্টে গিয়ে একটি ঝর্ণার ছবি খুঁজে পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "Winter weather can be highly variable in Yosemite, however, and days that start off cloudy can clear up by sunset 🌅"। অর্থাৎ ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে অবস্থিত একটি ঝর্ণার। তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে জানা যায়, তিনি একজন ল্যান্ডস্ক্যাপ এন্ড ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার, তার পুরো নাম মার্ক বৌল্ডৌকিয়ান। ইন্সটাগ্রাম পোস্টটি দেখুন--

Full View


আরো সার্চ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ইন্সটাগ্রাম একাউন্টে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর পোস্টকৃত একটি ছবি খুঁজে পাওয়া যায়। নাসার তোলা চাঁদের ওই ছবিটি রোটেট করে ঘুরিয়ে সম্পূর্ণ বিপরীতভাবে বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে। আলোচ্য পোস্টে দেখানো ছবিটিতে চাঁদের নমুনা ও নাসার তোলা চাঁদের ছবির রোটেট ভার্সন দেখতে অভিন্ন। ইন্সটাগ্রাম পোস্টটি দেখুন--


অর্থাৎ পোস্টের ছবিটি ক্যামেরায় তোলা বাস্তব ছবি নয় বরং রিসভান নামের একজন ডিজিটাল আর্টিস্ট দুটি ছবির সমন্বয়ে এটি তৈরি করেছেন।

সুতরাং ঝর্ণা ও চাঁদের ভিন্ন দুটি ছবির সমন্বিত একটি ডিজিটাল আর্টওয়ার্ককে বাস্তব দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories