HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

আল-কু'আ নামের এই মসজিদটি হযরত মুহাম্মদ (সা.) এর তৈরি করা নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওতে দেখানো তায়েফে অবস্থিত আল-কু'আ নামে মসজিদটি নবীজীর মৃত্যুর কয়েকশ বছর পর নির্মিত হয়।

By - Ummay Ammara Eva | 5 March 2023 10:05 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক আইডি ও পেজ থেকে একটি মসজিদের ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, মসজিদটি হযরত মুহাম্মদ (সা.)-এর তৈরি করা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে

গত ১২ ফেব্রুয়ারি 'রিগান' নামে একটি ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, "কেউ মিস করবেন না, এটি রাসূল (সাঃ) এর তৈরি মসজিদ 💝 #reelsviral #ভিডিও"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সত্য নয়। সৌদি আরবের মক্কা শহর থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত তায়েফ শহরে নির্মিত এই মসজিদটি রাসুল (সা.) এর মৃত্যুর প্রায় আটশো বছর পরে ওসমানীয় সাম্রাজ্যর আমলে নির্মিত হয়।

ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে রিভার্স ইমেজ সার্চ করে ২০২০ সালের ২০ জুলাই Yusuf Al-Sudais নামে এক ব্যক্তির ভেরিফায়েড টুইটার একাউন্টে '# তায়েফে এসে আল-কু'আ মসজিদ বা যে স্থানে মহানবী (সাঃ) দাঁড়িয়েছিলেন সেই স্থান পরিদর্শন করে আমি দুর্দান্ত অনুভূতি অনুভব করেছি।' (অনূদিত) ক্যাপশনসহ আলোচ্য ভিডিওটিরই আরেকটি বড় ভার্সন খুঁজে পাওয়া যায়। অর্থ্যাৎ ওই ব্যক্তির ভাষ্যমতে ওই মসজিদটির নাম আল-কু'আ যেটি তায়েফ শহরে অবস্থিত। টুইটার পোস্টটি দেখুন--

উক্ত তথ্য সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে সৌদি আরবের ভ্রমণবিষয়ক ওয়েবসাইট Wafy-তে 'Al-Kou’ Mosque: A holy site in Taif' শিরোনামে একটি নিবন্ধ খুঁজে পাওয়া যায়। ওই নিবন্ধে যুক্ত ছবি থেকে পাওয়া আল-কু'আ মসজিদের ছবি আর আলোচ্য ভিডিওতে প্রাপ্ত কি-ফ্রেমে পাওয়া মসজিদের ছবি হুবহু এক। অর্থ্যাৎ ভিডিওটির মসজিদটির নাম আল-কু'আ মসজিদ এটি নিশ্চিত হওয়া যায়। স্ক্রিনশট দেখুন--


আলোচ্য ভিডিও থেকে পাওয়া ছবি এবং এই ওয়েবসাইট থেকে পাওয়া ছবির তুলনামূলক সাদৃশ্য দেখুন---

ওয়েবসাইট থেকে পাওয়া ছবি (বামে) ও আলোচ্য ভিডিও থেকে নেয়া ছবি (ডানে)

মসদিজটির নির্মাণকাল সম্পর্কে জানতে কি-ওয়ার্ড সার্চ করে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব নিউজের ওয়েবসাইটে 'Taif mosque is a historic Saudi jewel with a story to tell' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে একজন সরকারিভাবে রেজিস্টার্ড ট্যুরিস্ট গাইডের বরাত দিয়ে আল-কু'আ মসজিদ সম্পর্কে বলা হয়েছে, মসজিদটি মুহাম্মদ (সা.)'র মৃত্যুর প্রায় ৮০০ বছর পরে নির্মিত হয়। স্ক্রিনশট দেখুন--


আরো সার্চ করে islamglobalreligion নামে একটি ব্লগসাইটে ২০১২ সালের ২৭ মে 'A Historic Mosque in Saudi Arabia - Al - Kou Mosque - Taif' শিরোনামে একটি প্রবন্ধ খুঁজে পাওয়া যায়। ওই প্রবন্ধে যুক্ত করা মসজিদটির ছবিগুলো মসজিদটির সংস্কারকাজ করার আগে ধারণ করা এবং ওই প্রতিবেদনে বলা হয়েছে, 'এই মসজিদটি অটোমান যুগের শেষের দিকে নির্মিত হয়েছিল এবং সম্প্রতি সংস্কার করা হয়েছে।' (অনূদিত)। উল্লেখ্য অটোমান সাম্রাজ্যের শাসনকাল চতুর্দশ থেকে বিংশ শতাব্দী পর্যন্ত বিস্তৃত। স্ক্রিনশট দেখুন--


সুতরাং সৌদি আরবের তায়েফ নগরীতে মুহাম্মদ (সা.)-এর মৃত্যুর অন্তত ৮ শত বছর পর নির্মিত মসজিদকে মুহাম্মদের (সা.) নিজের তৈরি মসজিদ বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories