HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

হকিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে উইমেনস এশিয়ান চ্যাম্পিয়নশিপ জয় করেনি ভারত

বুম বাংলাদেশ দেখেছে, সম্প্রতি অস্ট্রেলিয়া নয় বরং জাপানকে হারিয়ে ভারতীয় নারী হকি দল উইমেনস এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে।

By - Tausif Akbar | 27 Nov 2023 5:11 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, ভারতীয় নারী হকি দল অস্ট্রেলিয়াকে হারিয়ে উইমেনস এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানেএখানে, এখানে, এখানে, এখানে ও এখানে

গত ২৪ নভেম্বর ‘Anjali Karmakar’ নামের ফেসবুক একাউন্ট থেকে "ক্রিকেট বিশ্বকাপ হেরে গেছে, তাতে মন খারাপ হয়েছে ঠিকই। কিন্তু এরই মাঝে একটা খুশীর খবর,,,, ভারতীয় হকি দল "উইমেনস হকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ" জিতেছে এবং সেটা অস্ট্রেলিয়ার সাথে। আমাদের দেশের মেয়েরা বদলা নিয়েছে। জয় ভারত INDIA Vs Australia. Indian hockey team #hockeyteam #IndiaHockeyTeam #JoyBharat #viralpost #india_love#Girls” ক্যাপশনে একটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--




এছাড়াও, কিছু ব্যবহারকারী সরাসরি অস্ট্রেলিয়ার নাম উল্লেখ না করলেও "বদলা" শব্দ ব্যবহারের মাধ্যমে অস্ট্রেলিয়াকে উদ্দেশ্য করে পোস্ট করেছে (ক্রিকেট বিশ্বকাপের বদলা)। এরকম একটি পোস্ট দেখুন এখানে। 


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। অস্ট্রেলিয়া নয় বরং জাপান নারী হকি দলকে হারিয়ে ভারতীয় নারী হকি দল উইমেনস এশিয়ান চ্যাম্পিয়নশিপ-২০২৩ জিতেছে।

কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে আন্তর্জাতিক হকি ফেডারেশন এর অফিশিয়াল সাইটে গত ৫ নভেম্বর ‘ঝাড়খন্ডে ওমেন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৩: ভারত জাপানকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে (অনূদিত)’ শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "ভারতীয় নারী হকি দল দ্বিতীয়বারের মতো 'ঝাড়খন্ড মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৩'-এ স্বর্ণপদক জিতেছে। মারাং গোমকে জয়পাল সিং মুন্ধা অ্যাস্ট্রোটার্ফ হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ভারত জাপানকে ৪-০ গোলে পরাজিত করে।" প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--



পাশাপাশি, ভারতীয় সংবাদমাধ্যম 'হিন্দুস্তান টাইমস'-এ গত ৫ নভেম্বর "জাপানকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারতের নারী হকি দল (অনূদিত)" শিরোনামে আরো একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--



এদিকে কিছু ব্যবহারকারী আলোচ্য ইস্যুতে টোকিও অলিম্পিক-২০২০ এর সেমিফাইনালের ভারত-অস্ট্রেলিয়া নারী হকি দলের ম্যাচের ছবি পোস্ট করতে দেখা গেছে। ম্যাচটিতে ভারত ১-০ তে জয় পায়। যদিও সেবার ভারত ৪ নম্বরে থেকে প্রতিযোগীতা থেকে বিদায় নেয় এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নেদারল্যান্ডস। দেখুন--



অর্থাৎ সম্প্রতি জাপানকে হারিয়ে ভারতীয় নারী হকি দল উইমেনস এশিয়ান চ্যাম্পিয়নশিপ-২০২৩ জিতেছে। এছাড়াও, টোকিও অলিম্পিক-২০২০ এর সেমিফাইনালে ভারতীয় নারী হকি দল অস্ট্রেলিয়াকে হারালেও সেবার টুর্নামেন্ট সেরা হতে পারেনি ভারত।

সুতরাং ক্রিকেট বিশ্বকাপের আবহে, জাপানের বিপক্ষে ভারতীয় নারী হকি দলের জয়ের খবরকে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় হিসেবে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Related Stories