সামাজিক মাধ্যম ফেসবুকে দৈনিক পত্রিকা কালবেলার লোগোসহ একটি ফটোকার্ড শেয়ার করে বলা হচ্ছে, ছবিতে বাংলাদেশের একজন নাগরিককে দেখা যাচ্ছে যিনি হামলার ভয়ে নিজের হেলমেটে সিসিক্যামেরা লাগিয়ে পথে চলছেন। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৩ জুলাই 'Md Ibrahim' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ফটোকার্ডটি পোস্ট করে লেখা হয়, "হামলার ভয়ে হেলমেটে সিসি ক্যামেরা লাগিয়ে ঘুরছে এই সেই যুবক, বাংলাদেশে এখন চলাচল অনিশ্চিত হয়ে গেছে।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। মাথায় হেলমেট পরে ঘোরা এই ব্যক্তি বাংলাদেশের নন। এই ব্যক্তির নাম সতীশ চৌহান। তিনি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর শহরের বাসিন্দা। প্রতিবেশীদের সাথে বিরোধের জেরে হামলার শিকার হওয়ার আশঙ্কায় তিনি মাথার হেলমেটে সিসিক্যামেরা লাগিয়ে ঘুরছিলেন।
আলোচ্য ফটোকার্ডটি যাচাই করতে কি-ওয়ার্ড সার্চ করে কালবেলার ফেসবুক পেজে গত ১৩ জুলাই প্রচারিত আলোচ্য ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। তবে, ফটোকার্ডটির সাথে যুক্ত সংবাদের লিংকে গিয়ে জানা যায়, উক্ত ব্যক্তি বাংলাদেশের নন। "হামলার ভয়ে হেলমেটে সিসি ক্যামেরা লাগিয়ে ঘুরছেন যুবক" শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে বয়াল হয়, "মাথায় হেলমেট লাগিয়ে তাতে সিসিটিভি ক্যামেরা বসিয়ে রাস্তায় ঘুরছেন এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ডাকা হচ্ছে ‘হেলমেট ম্যান’ নামে। বিষয়টি মজার মনে হলেও ওই যুবক বলছেন, হামলার ভয়েই হেলমেটে সিসি ক্যামেরা লাগিয়ে ঘুরছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, হেলমেটে সিসি ক্যামেরা লাগিয়ে ঘোরা ওই যুবকের নাম সতীশ চৌহান। তিনি ভারতের ইন্দোর শহরের বাসিন্দা। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়—তিনি কালো রঙের একটি হেলমেটে ছোট একটি সিসিটিভি ক্যামেরা বসিয়ে রাস্তায় হাঁটছেন। ভিডিওতে সতীশ বলেন, প্রতিবেশী বলিরাম চৌহান ও মুন্না চৌহানের সঙ্গে সম্পত্তি নিয়ে তীব্র বিরোধে জড়িয়েছেন তিনি। একারণে তিনি যে কোনো সময় নিজের ওপর হামলার আশঙ্কা করছে। নিরাপত্তার জন্য তিনি হেলমেটে সিসি ক্যামেরা লাগিয়ে ঘুরছেন, যাতে তার ওপর কোনো হামলা হলে পুলিশ হামলাকারীদের শণাক্ত করতে পারেন।"। স্ক্রিনশট দেখুন--
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে গত ১৩ জুলাই ""If Anything Happens...": Why Indore Man Fitted A Huge Camera On Helmet" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়, "ইন্দোরের গৌরী নগরের এক যুবক আইন ও সুরক্ষা নিজের হাতে তুলে নিয়েছেন- আক্ষরিক অর্থেই নিজের মাথার উপর। সোশ্যাল মিডিয়ায় "হেলমেট ম্যান" নামে পরিচিত এই বাসিন্দা ক্যামেরা লাগানো হেলমেট পরে রাস্তায় ঘুরে বেড়াতে শুরু করেছেন, দাবি করছেন বারবার হুমকি এবং কোনও পুলিশি ব্যবস্থা না নেওয়ার পর এটাই তার শেষ অবলম্বন। লোকটি অভিযোগ করেছেন যে সম্পত্তি সংক্রান্ত বিরোধের কারণে তাকে এবং তার পরিবারকে তাদের প্রতিবেশী - সতীশ চৌহান, বলিরাম চৌহান এবং মুন্না চৌহান - দ্বারা হয়রানি করা হয়েছে এবং মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশের কাছে একাধিক অভিযোগ দায়ের করার পরেও তিনি বলেছেন যে কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। "আমরা সুরক্ষার জন্য আবেদন করেছি। যখন কিছুই হয়নি, তখন আমি যেখানেই যাই সবকিছু রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছি," তিনি বলেছিলেন, "এই হেলমেট ক্যামেরা কোনও কৌশল নয় - এটি আমার ঢাল।"(গুগলের সাহায্যে অনূদিত)"। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ফটোকার্ডে দেখানো ব্যক্তি বাংলাদেশের নন বরং ভারতের মধ্যরদেশ রাজ্যের ইন্দোর শহরের বাসিন্দা।
সুতরাং হেলমেটে সিসিক্যামেরা পরে ঘোরা ভারতের এক ব্যক্তিকে বাংলাদেশি বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।