সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অল্প কিছু পাথরসহ কিছু ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ছবিগুলো পোস্ট করে সম্প্রতি আলোচিত সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর চুরি হওয়ার ঘটনায় কিছু পাথরসহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে প্রচার করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
আজ ১৩ আগস্ট ‘Al-Amin Rahman’ নামক একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “পাথরলুটের পর একটি সফল নাটক ...”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ছবিটি বাস্তব কোনো দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।
ছবিটি ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে উল্লেখযোগ্য কোনো ফলাফল পাওয়া যায়নি। পরবর্তীতে ছবিটি পর্যবেক্ষণ করে ছবিটির ডান দিকের নিচের কোণায় 'ai' লেখা (ওয়াটারমার্ক) দেখতে পাওয়া যায়। দেখুন--
এআই ছবি সনাক্তের টুল 'হাইভ' ব্যবহার করে ছবিটি যাচাই করলে টুলটি ছবিটিকে সম্ভাব্য (৮৪%) এআই প্রযুক্তিতে তৈরি বলে ফলাফল দিয়েছে। দেখুন--
এছাড়াও এআই ছবি সনাক্তের আরেক টুল 'detectai.live' ব্যবহার করে ছবিটি যাচাই করলে এই টুলটিও ছবিটিকে অধিকতর সম্ভাব্য এআই প্রযুক্তিতে তৈরি বলে ফলাফল দিয়েছে। দেখুন--
অর্থাৎ ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
উল্লেখ্য আলোচ্য দাবিটি সার্চ করে সম্প্রতি সিলেটে পাথর চুরির ঘটনায় কাউকে গ্রেপ্তারের কোনো তথ্য গ্রহণযোগ্য কোনো মাধ্যমে পাওয়া যায়নি।
সুতরাং এআই নির্মিত ছবিকে বাস্তব ছবি হিসেবে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।