HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ট্রেনে আগুন লাগার এই ভিডিওটি পুরোনো

বুম বাংলাদেশ দেখেছে, গতবছরের জানুয়ারিতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনাকে সাম্প্রতিক হিসেবে প্রচার করা হচ্ছে।

By - Ummay Ammara Eva | 24 Oct 2025 1:13 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ট্রেনে অগ্নিকাণ্ডের ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভিডিওটি সম্প্রতি ঢাকায় একটি ট্রেনে আগুন লাগার সময়ে ধারণ করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন  এখানে, এখানে, এখানে, এখানে এখানে

গত ১৯ অক্টোবর 'বাংলাদেশ মুজিব সেনা ঐক্যলীগ কেন্দ্রীয় কমিটি' নামে একটি ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "এই মুহূর্তে রাজধানীতে ট্রেনে ভয়াবহ আগুন,, সারাদেশে বাদ যাচ্ছে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা,,জ্বলছে সোনার বাংলাদেশ,,এখন আর আসমান কাঁপে না,,সু-পরিকল্পিত ভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ সম্পদ! দেশের জাতীয় নিরাপত্তা একেবারেই ভেঙ্গে পরেছে,,"। স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ দাবি করা হচ্ছে, সম্প্রতি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের কয়েকটি স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ধারাবাহিকতায় ঢাকায় একটি যাত্রীবাহী ট্রেনেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। মুলত ২০২৪ সালের ৫ জানুয়ারি রাজধানীর গোপীবাগ এলাকায় যশোর থেকে ঢাকায় আসা বেনাপোল এক্সপ্রেস নামের একটি ট্রেনে আগুন দেয় দূর্বৃত্তরা। আলোচ্য ভিডিওটি সেই সময়ে ধারণ করা হয়। এটি সম্প্রতি দেশের কয়েকটি স্থানে ঘটা ভয়াবহ অগ্নিকাণ্ডের ধারাবাহিক ঘটনা নয়।

আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'Comilla News' নামে একটি ফেসবুক পেজে করা একটি পোস্টে আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটিতে বলা হয়, "#ব্রেকিং_নিউজ। রাজধানীতে ট্রেনে আ’গু’ন, নি’হ’ত বেড়ে ৫"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



পরবর্তীতে উক্ত পোস্টের ক্যাপশনের সূত্রে কি-ওয়ার্ড সার্চ করে ২০২৪ সালের ৬ জানুয়ারি বেসরকারি সম্প্রচার মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলে "গোপীবাগ এলাকায় পৌঁছানোর আগেই আ গু ন দেখতে পান যাত্রীরা | Gopibag Train | Independent TV" শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটিতে আলোচ্য ভিডিওটির ভিন্ন একটি দিক থেকে ধারণ করা কিছু স্থিরচিত্র যুক্ত করতে দেখা যায়। প্রতিবেদনটিতে বলা হয়, "রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় ৫জন নিহত হয়েছে।"। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View


এছাড়াও, ডেইলি স্টার এবং বাসস -এ প্রকাশিত সংবাদ থেকেও জানা যায় একই তথ্য।

অর্থাৎ আলোচ্য দাবিটি সঠিক নয়। ট্রেনে আগুন লাগার এই ভিডিওটি সাম্প্রতিক নয় বরং ২০২৪ সালের ৫ জানুয়ারির ঘটনা।

উল্লেখ্য সম্প্রতি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের কয়েকটি স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা সরকারকে উদ্বিগ্ন করে এবং এসব অগ্নিকাণ্ড নাশকতা হতে পারে আশঙ্কা করে সরকার তা তদন্ত করবে বলে জানায়।

সুতরাং ট্রেনে আগুন লাগার পুরনো ভিডিও শেয়ার করে সাম্প্রতিক ঘটনা বলে দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories