HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

শেখ হাসিনার আজমির শরিফ জিয়ারতের এই ভিডিওটি পুরোনো

বুম বাংলাদেশ দেখেছে, শেখ হাসিনার আজমির শরিফ জিয়ারতের এই ভিডিওটি ২০২২ সালের ৮ সেপ্টেম্বর ধারণ করা হয়।

By - Ummay Ammara Eva | 24 Oct 2025 12:55 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে ছাত্রজনতার নজিরবিহীন বিক্ষোভের মুখে গতবছরের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দিল্লিতে পালিয়ে যাওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, সম্প্রতি দিল্লি থেকে দেশে ফেরার প্রস্তুতি হিসেবে ভারতের আজমির শরিফ মাজার জিয়ারত করেছেন শেখ হাসিনা। এরকম দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানে

গত ১৪ অক্টোবর 'Akm Shamim Osman' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করে বলা হয়, "আলহামদুলিল্লাহ ✌️ দেশে ফেরার প্রস্তুতি সম্পন্ন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা! আজমীর শরীফের মাজার জেয়ারত করলেন এবং দেশবাসীর কাছে চাইলেন দোয়া।" উক্ত পোস্টে যুক্ত ভিডিওটিতে বেসরকারি সম্প্রচার মাধ্যম সময় টেলিভিশনের লোগো দেখতে পাওয়া যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ দেশে আসার প্রস্তুতি হিসেবে শেখ হাসিনাকে আজমির শরিফ জিয়ারত করছেন বলে দাবি করা হচ্ছে।

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। শেখ হাসিনার আজমির শরিফ জিয়ারতের এই ভিডিওটি ২০২২ সালের ৮ সেপ্টেম্বর ধারণ করা হয় এবং সময় টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়।

আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে আলোচ্য ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ২০২২ সালের ৮ সেপ্টেম্বর "আজমির শরিফ জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা | PM Sheikh Hasina | Delhi to Jaipur | Somoy TV" শিরোনামে প্রচারিত একটি ভিডিওতে আলোচ্য ভিডিওর মত হুবহু দৃশ্য খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে বলা হয়, "ভারত সরকারের আমন্ত্রণে দেশটিতে রাষ্ট্রীয় সফরে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার দুপুরে পৌঁছান রাজস্থানের আজমীর শরীফে।..."। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View


পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে ২০২২ সালের ৮ সেপ্টেম্বর সময় টেলিভিশনের অনলাইন ভার্সনে "আজমির শরিফ জিয়ারত করেছেন শেখ হাসিনা" প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "ভারতে রাষ্ট্রীয় সফরের শেষ দিন বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আজমিরের খাজা গরিবে নেওয়াজ দরগাহ শরিফ জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়ারতের সময় খাদেমরা তাকে অভ্যর্থনা জানান। এ সময় দরগাহর গিলাফ বদল করেন বাংলাদেশের সরকারপ্রধান। এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে দরগাহ শরিফ পরিদর্শন করতে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে শেখ হাসিনাকে স্বাগত জানান স্থানীয় রাজস্থানের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও নেতারা।..." স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ আলোচ্য ভিডিওটি সাম্প্রতিক নয়। ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে আজমির শরিফের মাজার জিয়ারতের সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়। এছাড়া বিভিন্ন কি-ওয়ার্ড সার্চ করে শেখ হাসিনা দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন এমন কোনো সংবাদ গ্রহণযোগ্য কোনো মাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং ২০২৩ সালের শেখ হাসিনার আজমির শরিফের মাজার জিয়ারতের ভিডিওকে নতুন করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories