HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিন্ন ভিন্ন ঘটনার কোলাজ ছবি দিয়ে ভিত্তিহীন গল্প প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের গল্পটি ভিত্তিহীন এবং ছবিগুলোও পুরোনো ভিন্ন দুটি ঘটনার।

By - Tausif Akbar | 26 March 2024 5:13 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক অ্যাকাউন্ট, পেজ এবং গ্রুপে বিমানের মধ্যে বিমানবালার তিনটি ছবির কোলাজ পোস্ট করে বলা হচ্ছে, একটি ফ্লাইটে পাইলট ল্যান্ডিংয়ের ঘোষণার পর মাইক বন্ধ করতে ভুলে যায় এবং পাশে থাকা পাইলটকে তিনি বলেন, এখন আমি গরম চা খেয়ে বিমানবালাকে চুমু খাব। মাইক বন্ধ না করায় কথাগুলো বিমানের সবাই শুনে ফেলে, পরে বিমানবালা মাইক বন্ধ করার জন্য দৌঁড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান এবং ছবিগুলো সে সময়ে তোলা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে

গত ২৫ মার্চ 'Hayat Robin' নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিক ছবির কোলাজ পোস্ট করা হয়। পোস্টে লেখা একটি গল্পে বলা হয়, "একজন এয়ার হোস্টেস এর হৃদয়বিদারক ঘটনা! ফ্লাইটে পাইলট ঘোষণা করল, আধা ঘণ্টার মধ্যে আমরা ল্যান্ড করতে যাচ্ছি। একথা বলার পর কিন্তু পাইলট মাইক বন্ধ করতে ভুলে গেলো এবং পাশে থাকা পাইলটকে বলল, এখন আমি প্রথমে গরম চা খাবো তারপর এয়ার হোস্টেস কে চুমু খাবো। একথা শুনে এয়ার হোস্টেস মাইক বন্ধ করার জন্য দৌড়াতে গিয়ে এক শিশুর পায়ে হোঁচট খেয়ে কাছে পড়ে গেল। শিশুটি বলল, আপনার ভেতরে যাওয়ার তাড়া কিসের? ও আগে চা খাবে বললো শোনেননি"। অর্থাৎ পোস্টে বলা হয়, ছবিগুলো সেসময়ে তোলা বিমানবালার ছবি। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের গল্পটি ভিত্তিহীন এবং ছবিগুলো পুরোনো দুটি ভিন্ন ঘটনার।

আলোচ্য কোলাজ ছবির বাম দিকের উপরের ছবিটি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যম 'ওয়াল স্ট্রিট জার্নাল'-এ ২০১৪ সালের ১২ ডিসেম্বর "In Hot Water: Thai Flight Turns Around After Chinese Passenger Flips" শিরোনামে প্রকাশিত আলোচ্য ছবি সহ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, সেসময়ে (২০১৪) ব্যাংকক থেকে চীনের নানচিংগামী একটি ফ্লাইটে চীনের এক যাত্রী বিমানের যাত্রীসেবায় অসন্তুষ্ট হয়ে বিমানবালার মুখে গরম পানি ছুঁড়ে মারে (অনূদিত ও সংক্ষেপিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



কোলাজ ছবির বাম দিকের নিচের ছবিটি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ভারতীয় গণমাধ্যম 'ইন্ডিয়াটুডে'-তে গত ২০১৬ সালের ২২ জুলাই "Football fans distracting an air hostess doing a safety drill will leave you in stitches" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে একটি ভিডিও সংযুক্ত করে দেওয়া হয় এবং একইসাথে ভিডিওটির বিষয়ে উল্লেখ করা হয়, "২০১৬ সালে রাশিয়ান একটি ফ্লাইটে বিমানবালা যখন যাত্রীদের নিজেদের নিরাপত্তার বিষয়গুলো দেখাচ্ছিলেন তখন বিমানের যাত্রীদের মধ্যে কিছু ফুটবল প্রেমী বিমানবালার সাথে মজা করছিলেন (অনূদিত ও সংক্ষেপিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



ইন্ডিয়া টুডে'র প্রতিবেদনটির সাথে সংযুক্ত ভিডিওতে আলোচ্য কোলাজ ছবির তৃতীয় ছবিটিও (স্থিরচিত্র) লক্ষ্য করা যায়। অর্থাৎ তৃতীয় ছবিটিও আলোচ্য ভিডিও থেকে স্থিরচিত্র হিসেবে নেওয়া হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে সংযুক্ত ভিডিওটির আলোচ্য স্থিরচিত্রের স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ আলোচ্য কোলাজ ছবিটির বাম দিকের উপরের ছবিটি ২০১৪ সালে ব্যাংকক থেকে নানচিংগামী একটি ফ্লাইটে এক চীনা যাত্রী কর্তৃক বিমানবালার মুখে গরম পানি ছুঁড়ে দেওয়ার ঘটনার। বাকি ছবি দুটি ২০১৬ সালে রাশিয়ান ফ্লাইটে বিমানবালার সাথে যাত্রীদের মজা করার ঘটনার সময়ে ধারণ করা ভিডিও থেকে নেয়া স্থিরচিত্র।

এদিকে সার্চ করে মূলধারার গণমাধ্যম কিংবা গ্রহণযোগ্য কোনো মাধ্যমে আলোচ্য গল্পটির কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে সার্চ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচ্য গল্পটিকে মজার ছলে (বানোয়াট হিসেবেই) প্রচার করতে দেখা গেছে। এরকম একটি পোস্টের স্ক্রিনশট দেখুন--



সুতরাং সামাজিক মাধ্যম ফেসবুকে ভিন্ন দুটি ঘটনার ছবির কোলাজ জুড়ে দিয়ে বানোয়াট গল্প প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Related Stories