HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

মামুনুল হকের মৃত্যুর ভুয়া খবর প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, পোস্টের ক্যাপশনে মামুনুল হকের মৃত্যুর কথা লেখা হলেও ভিডিওটির ভিতরে এ সংক্রান্ত কোন তথ্য নেই।

By - Ummay Ammara Eva | 13 Jan 2023 11:12 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, বাংলাদেশ খেলাফতে মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক আর নেই অর্থাৎ তিনি মারা গেছেন। এরকম একটি পোস্ট দেখুন এখানে

গত ৮ জানুয়ারি '????? and ??????? ??' নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে লেখা হয়, "মামুনুল হক আর নে'ই _ মামুনুল হকের আজকের খবর _ Mamunul haque !! #মাওলানা_মামুনুল_হক #মামুনুল_হকের_নিউজ #Mamunul_haque…"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


অর্থ্যাৎ ওই পোস্টে দাবি করা হচ্ছে, হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ও খেলাফতে মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হকের মৃত্যু হয়েছে।

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টে করা দাবিটি সঠিক নয়। ভিডিওটির ক্যাপশনে মামুনুল হকের মৃত্যুর কথা বলা হলেও ভিডিওটির ভিতরে কোথাও মামুনুল হকের মৃত্যুর তথ্য দেয়া হয়নি।

পোস্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সংযুক্ত ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, মামুনুল হক আর নেই। তবে ভিডিওটির ভিতরে কোথাও মামুনুল হকের মৃত্যুর সংবাদ দেওয়া হয়নি। বরং, মামলার কারণে পুলিশ তাকে গ্রেফতার করায় তিনি এভাবে ক্যাপশন লিখেছেন বলে দাবি করেন। ভিডিওটির ১ মিনিট ৫৩ সেকেন্ডে বক্তাকে বলতে শোনা যায়, "তবে, হেফাজতে ইসলামের বড় নেতা চলে গেলেন, আল্লামা শফী সাহেব, এবং তার পরপরই চলে গেলেন আল্লামা বাবুনগরী। তার জানাজায় মামুনুল হক আসতে পারেননি। সবাই অধীর আগ্রহে চেয়েছিলো যে, মামুনুল হক এই জানাজায় শরীক হবেন এবং আরও আরেকটি বাঘের হুঙ্কার দিয়ে যাবেন। সবার এই একটাই কাম্য ছিলো। এই একমাত্র নেতা বাবুনগরীর জানাজায় মামুনুল হক আসতে পারেননি। তাই, আমরা এখানে বলতে পারি মামুনুল হক আর... তিনি বেঁচে থেকেও মৃত।...  তবে, এইসব ইসলামী চিন্তাবিদ মানুষগুলো কেনো আর আমাদের মাঝখানে থাকতেছে না? কেনো নাই? এরই প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে, মাওলানা মামুনুল হক আর আমাদের মাঝে নাই।" অর্থ্যাৎ মামুনুল হকের কারাগারে আটক থাকার কথাই বলেছেন তিনি।

এদিকে, কি-ওয়ার্ড সার্চ করে মাওলানা মামুনুল হকের ব্যাপারে সর্বশেষ খবর পাওয়া যায় গত ৪ জানুয়ারির। প্রথম আলোর ওয়েবসাইটে গিয়ে গত ৪ জানুয়ারি 'মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামানের বরাত দিয়ে প্রথম আলো জানায়, "বুধবার  নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য ছিল। এদিন কোনো কারণে মামুনুল হককে আদালতে হাজির করা হয়নি। সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।"। অর্থাৎ তিনি বেঁচে আছেন। স্ক্রিনশট দেখুন--


তবে বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করেও গণমাধ্যমে মাওলানা মামুনুল হকের মৃত্যুর খবর খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং মামুনুল হকের মৃত্যুর ভুয়া খবর চটকদার শিরোনাম লিখে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories