HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

র‍্যাপার লিল টে ও তাঁর ভাইয়ের মৃত্যুর গুজব গণমাধ্যমে

বুম বাংলাদেশ দেখেছে, র‍্যাপার লিল টে ও তাঁর ভাইয়ের মৃত্যুর খবরটি সত্য নয় বরং তাঁরা ভালো আছেন বলে তিনি নিজেই জানিয়েছেন।

By - Tausif Akbar | 17 Aug 2023 10:10 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমের ফেসবুক পেজে পোস্ট করে বলা হচ্ছে, কানাডার জনপ্রিয় র‌্যাপার লিল টে তাঁর ভাই সহ মারা গেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ১০ই আগস্ট বাংলাদেশের বেসরকারি টেলিভিশন আরটিভি এর ফেসবুক পেজ 'Rtv News । সংবাদ' থেকে "১৪ বছর বয়সী র‌্যাপারের রহস্যজনক মৃ'ত্যু" ক্যাপশনে একইরকম শিরোনামের একটি খবরের লিংক পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--




ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। কানাডার জনপ্রিয় র‌্যাপার লিল টে ও তাঁর ভাইয়ের মৃত্যুর খবরটি সত্য নয়। তাঁর ভাই এবং তিনি নিজে ভাল আছেন বলে লিল টে নিজেই যুক্তরাষ্ট্রের ট্যাবলয়েড সংবাদমাধ্যম টিএমজি'কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন।

কি-ওয়ার্ড সার্চ করে স্প্যানিশ সংবাদমাধ্যম "Marca" তে "Lil Tay herself confirms she and her brother are alive: 'I'm completely heartbroken" শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়। এতে বলা হয়, "র‌্যাপার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লিল টে জীবিত এবং ভাল আছেন।" লিল টে যুক্তরাষ্ট্রের ট্যাবলয়েড সংবাদমাধ্যম TMZ কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হননি এবং তার ভাইও ঠিক আছেন।

এর সূত্র ধরে সার্চ করে যুক্তরাষ্ট্রের ট্যাবলয়েড সংবাদমাধ্যম টিএমজি-এর ওয়েবসাইটে "LIL TAY; I'M NOT DEAD" শিরোনামে আলোচিত সাক্ষাৎকারটি খুঁজে পাওয়া যায়। সাক্ষাতকারে লিল টে বলেন, "আমি পরিষ্কার করতে চাই যে আমার ভাই এবং আমি নিরাপদ এবং বেঁচে আছি….।"


অর্থাৎ কানাডার জনপ্রিয় র‍্যাপার লিল টে ও তাঁর ভাই মারা যাওয়ার খবরটি সঠিক নয়।

উল্লেখ্য গণমাধ্যমে লিল টে এর নাম 'ক্লেয়ার হোপ' উল্লেখ করা হলেও টিএমজি'কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তার আসল নাম 'তে তিয়ান'।

সুতরাং ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে এবং গণমাধ্যমের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে র‍্যাপার লিল টে'র মৃত্যুর ভুয়া খবর প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

Related Stories