HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

রিয়েলিটি শো'র দৃশ্যকে কোরআন তেলাওয়াতের ভিডিওর সাথে জুড়ে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, রিয়েলিটি শো'তে অংশ নেয়া বিচারকদের অভিব্যক্তি এডিট করে কোরআন তেলাওয়াতের ভিডিওর সাথে বসানো হয়েছে।

By - Ummay Ammara Eva | 17 Feb 2023 4:06 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে একটি রিলস ভিডিও শেয়ার করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন তেলাওয়াতের মাঝে জুড়ে দেয়া ভিন্ন ক্লিপে নানা অভিব্যক্তি প্রকাশ করছেন ভারতীয় একটি রিয়ালিটি শো'র কয়েকজন বিচারক। এরকম একটি পোস্ট দেখুন এখানে

গত ১৯ জানুয়ারি 'Habibur Rahman' নামে একটি পেজের রিলস ভিডিওতে একটি কোরআন তেলাওয়াতের ভিডিও পোস্ট করা হয়। যেখানে দেখা যায়, একজন কিশোর পবিত্র কোরআন তেলাওয়াত করছেন এবং ভিডিওর ফাঁকে ফাঁকে ভারতের জনপ্রিয় তারকা অলকা ইয়াগ্নিক, অনন্যা পান্ডে, নেহা কাক্কার, হিমেশ রেশমিয়া নানা অভিব্যক্তি প্রকাশ করছেন। ভারতের টিভি রিয়ালিটি শো'তে সাধারণত এসব তারকাকে বিচারক হিসেবে দেখা যায়। স্বাভাবিকভাবে দেখে মনে হচ্ছে ভারতের জনপ্রিয় এসব সঙ্গীতিশিল্পী ও অভিনেত্রী কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে অভিব্যক্তি প্রকাশ করছেন। স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি বাস্তব নয় বরং এডিট করা। ভারতের টিভি রিয়ালিটি শো'য়ের ভিডিও থেকে বিচারকদের অভিব্যক্তি কেটে এনে কোরআন তেলাওয়াতে ভিডিওর মাঝে মাঝে জুড়ে দিয়ে প্রচার করা হচ্ছে।

ভিডিওটি থেকে একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে, 'MIX4U2020' নামের একটি ইউটিউব চ্যানেলে আলোচ্য কোরআন তেলাওয়াতের ভিডিওটির প্রকৃত ভার্সন খুঁজে পাওয়া যায়। যা ২০১৯ সালের ৩১ জুলাই ওই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। ভিডিওটিতে ওই কিশোরকে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়, সেখানে কোন তারকাকে কিংবা বিচারককে কোরআন তেলাওয়াত শুনে অভিব্যক্তি প্রকাশ করতে দেখা যায় না। ভিডিওটি দেখুন--

 Full View

তবে, ভিডিওটির সাথে যুক্ত মুগ্ধ বিচারকদের অভিব্যক্তির ছবিগুলো নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় বিনোদন ভিত্তিক টেলিভিশন চ্যানেল সনি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল "SET India"-তে আলোচ্য বিচারকদের প্রত্যেকের উপস্থিতি আলাদা আলাদাভাবে ভিডিওতে শনাক্ত করা যায়। ইউটিউব চ্যানেলটিতে 'Mani के इस 'Chunar' Rendition ने किया सबको भावुक | Superstar Singer 2 | Rooh Se Rooh Tak' শিরোনামে চলতি বছরের ৩ জানুয়ারি আপলোড করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির এক মিনিট ৪৫ সেকেন্ড থেকে নেয়া একটি স্ক্রিনশট লক্ষ্য করুন--


এবার উক্ত স্ক্রিনশটের সাথে আলোচ্য ফেসবুক রিলস ভিডিওটি থেকে নেয়া একটি স্ক্রিনশটের পাশাপাশি তুলনা দেখুন। দুটি ছবিতেই দেখা যাচ্ছে, অনুষ্ঠানের বিচারক হিসেবে উপস্থিত ভারতের বিখ্যাত সঙ্গীতশিল্পী অলকা ইয়াগ্নিকের পোশাক, চেয়ার এবং আশপাশের বিষয়বস্তু এক। তবে, আলোচ্য রিলস ভিডিওতে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন চ্যানেলটির লোগোর স্থানে পবিত্র কাবা শরীফের একটি ছবি বসিয়ে দেয়া হয়েছে। দেখুন--

ইউটিউব ভিডিওর স্ক্রিনশট (বামে) আলোচ্য ফেসবুক রিলসের স্ক্রিনশট (ডানে)

আরও সার্চ করে ২০২০ সালের ৯ নভেম্বর একই ইউটিউব চ্যানেলে 'Azmat के 'Chunar' Performance से हुई Ananya Emotional | Indian Idol Season 11' শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির এক মিনিট ৮ সেকেন্ড থেকে নেয়া একটি স্ক্রিনশট লক্ষ্য করুন--


এবারে উক্ত স্ক্রিনশটের সাথে আলোচ্য রিলস ভিডিওটি থেকে নেয়া স্ক্রিনশটের মিল দেখুন। দুটি ছবিতেই অভিনেত্রী অনন্যা পাণ্ডের পোশাক, চেয়ার ও আশপাশের বিষয়বস্তু এক। তবে এখানেও একইরকম ভাবে চ্যানেলের লোগোটি পবিত্র কাবা শরীফের ছবি দিয়ে ঢেকে দেয়া হয়েছে। লক্ষ্য করুন--

ইউটিউব ভিডিওর স্ক্রিনশট (বামে) আলোচ্য ফেসবুক রিলসের স্ক্রিনশট (ডানে)

একইভাবে অনুসন্ধানে ২০২১ সালের ২৭ ডিসেম্বর একই ইউটিউব চ্যানেলে 'Neha ने दिखाई Santosh जी के प्रति Utmost Respect! | Indian Idol | Vishal Dadlani | Rewind 2021' শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির চার মিনিট ১৬ সেকেন্ড থেকে নেয়া একটি স্ক্রিনশট খেয়াল করুন--


এবার উক্ত স্ক্রিনশটটির সাথে আলোচ্য ভিডিওটি থেকে নেয়া আরেকটি স্ক্রিনশটের মিল দেখুন। ছবি দুটিতে গায়িকা নেহা কাক্কারের একইরকম উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে এখানেও সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন চ্যানেলের লোগো একইভাবে পবিত্র কাবা শরীফের ছবি দিয়ে ঢেকে দেয়া হয়েছে। লক্ষ্য করুন--

ইউটিউব ভিডিওর স্ক্রিনশট (বামে) আলোচ্য ফেসবুক রিলসের স্ক্রিনশট (ডানে)

অর্থ্যাৎ ভারতের একটি টিভি রিয়ালিটি শো'র বিচারকদের অভিব্যক্তির ভিডিও কেটে নিয়ে পবিত্র কোরআন তেলাওয়াতের ভিডিওর মাঝে মাঝে বসিয়ে দেয়া হয়েছে।

সুতরাং ভারতের গানের রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের বিভিন্ন পর্বের ভিডিও থেকে বিচারকদের প্রতিক্রিয়া কেটে সম্পাদনার মাধ্যমে কোরআন তেলাওয়াতের ভিডিওর মাঝে বসিয়ে ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Related Stories