HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার সময়সূচিটি ভুয়া

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে আলোচ্য পরীক্ষার সময়সূচিটি ভুয়া বলে নিশ্চিত করা হয়েছে।

By - Ummay Ammara Eva | 31 March 2024 8:19 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও গ্রুপে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা-২০২৪ এর সময়সূচি প্রকাশিত হয়েছে দাবি করে পরীক্ষার একটি সময়সূচির ছবি প্রচার করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, ও এখানে

গত ২৭ মার্চ 'এসএসসি ও এইচএসসি ভোকেশনাল, বিএমটি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সকল তথ্যভান্ডার' নামের একটি ফেসবুক পেজে একটি পরীক্ষার সময়সূচির ছবি পোস্ট করে লেখা হয়, "এইচএসসি বাউবি পরীক্ষা ২০২৪ এর রুটিন প্রকাশ।" ফেসবুক পোস্টটিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা-২০২৪ এর সময়সূচি হিসেবে উল্লেখ করে যুক্ত করা একটি সময়সূচির ছবি দেখতে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পরীক্ষার সময়সূচিটি ভুয়া। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের পক্ষ থেকে একটি সাধারণ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে উক্ত সময়সূচিটি ভুয়া বলে নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে কিনা জানতে কি-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পরীক্ষা সংক্রান্ত নোটিশ বিভাগে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি খুঁজে পাওয়া যায়নি। অন্যান্য বিভিন্ন পরীক্ষার সময়সূচি প্রকাশিত হলেও চলতি বছরের এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়নি। স্ক্রিনশট দেখুন--



তবে, বিজ্ঞপ্তির তালিকা পর্যবেক্ষণ করে সবার উপরে "General Notice about HSC Examination - 2024" শিরোনামে গত ২৮ মার্চ প্রকাশিত একটি সাধারণ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। ওই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, "পরীক্ষা বিভাগ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় লক্ষ্য করছে যে, অত্র বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা-২০২৪ এর সময়সূচি ফেসবুকসহ অন্যান্য মিডিয়াতে প্রকাশ করা হয়েছে যা সম্পূর্ণ ভূয়া অর্থাৎ Fake Routine। শুধু বিভ্রান্তি ছড়ানোর জন্য কে বা কারা এই ভূয়া সময়সূচি প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার এবং সময়সূচি আমলে না নেওয়ার জন্য অনুরোধ করা হলো। এইচএসসি পরীক্ষা-২০২৪ এর সময়সূচি এখনও চূড়ান্ত করা হয়নি। পরবর্তীতে সময়সূচি চুড়ান্ত হলে পরীক্ষা বিভাগের নির্ধারিত প্যাডে বাউবি’র ওয়েব সাইটে Upload-সহ অন্যান্য গণমাধ্যমে প্রকাশ করা হবে।" অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি এখনো প্রকাশিত হয়নি স্ক্রিনশট দেখুন--


এছাড়াও, ওই বিজ্ঞপ্তিতে আলোচ্য বিজ্ঞপ্তিটির একটি ছবি সংযুক্ত করে উক্ত সময়সূচি ভুয়া বলেও উল্লেখ করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--


অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি এখনো প্রকাশিত হয়নি। আলোচ্য পোস্টে প্রচারিত পরীক্ষার সময়সূচিটি ভুয়া।

সুতরাং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার দাবি করে ভুয়া সময়সূচি প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories