HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

নিউইয়র্কে বাংলাদেশি ছাত্রীর মৃত্যুর খবরের সাথে পুরোনো ভিডিও প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি ২০১৯ সালে নিউইয়র্ক সিটির ব্রুকলিনে ডেকালব অ্যাভিনিউ ট্রেন স্টেশনে ঘটা ভিন্ন এক ঘটনার।

By - Md Abdullah Khan | 17 May 2022 6:19 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে নিউইয়র্কে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনের নিচে পড়ে বাংলাদেশি ছাত্রীর মৃত্যু সংক্রান্ত একটি খবরের সাথে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভিডিওটি একই ঘটনার। ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি একজন নারীকে ট্রেনের দিকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ১৩ মে 'Iqbal Ahmed' নামের ফেসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "নিউইয়র্কে কলেজ থেকে বাড়ি ফেরার পথে বাংলাদেশি ছাত্রীকে দুর্বৃত্তের ধাক্কা, ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু(Zinat Hossain (24), a student of Hunter College in Brooklyn, died on the spot."। স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

একই খবরের সাথে আলোচ্য ভিডিওটির স্থিরচিত্র ব্যবহার করেছে বাংলানিউজ২৪ ডটকম, দেশ রূপান্তর, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সহ বাংলাদেশের একাধিক সংবামাধ্যম।

বাংলানিউজ২৪ ডটকম- নিউইয়র্কে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনের নিচে পড়ে বাংলাদেশি ছাত্রীর মৃত্যু

দেশ রূপান্তর- নিউইয়র্কে বাংলাদেশি ছাত্রীকে ধাক্কা, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড- নিউইয়র্কে বাড়ি ফেরার পথে বাংলাদেশি ছাত্রীকে দুর্বৃত্তের ধাক্কা, ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু

সহ আরো বেশ কিছু সংবাদমাধ্যম। স্ক্রিনশট দেখুন--

দেশ রূপান্তর, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বাংলানিউজ২৪ ডটকম-এর খবরের পাশাপাশি স্ক্রিনশট

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি সাম্প্রতিক কলেজ ছাত্রীর নিউইয়র্কে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু সাথে সম্পৃক্ত নয় বরং পুরোনো একটি ঘটনার। মূলত ২০১৯ সালে নিউইয়র্ক সিটির ব্রুকলিনে ডেকালব অ্যাভিনিউ ট্রেন স্টেশনে ঘটা ভিন্ন এক ঘটনার ভিডিও এটি।

ভিডিওটি থেকে কী-ফ্রেম কেটে রিভার্স সার্চ করার পর, Andy Ngo নামের এক ব্যক্তির টুইটার হ্যান্ডেলে ভিডিওটি খুঁজে পাওয়া যায়, যা ২০১৯ সালের ২৫ অক্টোবর পোস্ট করা হয়েছে। ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, ঘটনাটি নিউইয়র্ক সিটির ব্রুকলিনে ডেকালব অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনের।

এই সূত্র ধরে সার্চ করার পর, ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান-এর "SUBWAY THUG Shocking moment thug batters woman and sends her flying head first into subway train in savage unprovoked attack" শিরোনামে এই ঘটনা সংক্রান্ত একটি প্রতিবেদনও আলোচ্য ভিডিও থেকে সংগৃহীত ছবিগুলো যুক্ত করতে দেখা গেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের বরতে ট্যাবলয়েডটিতে লেখা হয়েছে, ঘটনাটি ২০১৯ সালের ২৩ অক্টোবরে। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি পড়ুন এখানে

নিউ ইয়র্ক পোস্টের আরেকটি প্রতিবেদন থেকে জানা যায়, সাবওয়ে স্টেশনে নারীকে ধাক্কা দেয়া অভিযুক্ত ঐ ব্যক্তির নাম ইশাইয়া থম্পসন। পরে পুলিশ তাকে গ্রেফতারও করে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউ ইয়র্ক-এর ইউটিউব চ্যানেলেও এই ঘটনা সম্পর্কিত প্রতিবেদন প্রকাশিত দেখা গেছে। 

Full View

প্রসঙ্গত, গত ১৪ মে দেশীয় মূলধারার সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারে "নিউইয়র্কে ছিনতাইকারীর ধাক্কায় রেলের চাকায় পিষ্ট হয়ে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। নিউইয়র্কের বাংলা সংবাদপত্র ঠিকানার বরাতে প্রতিবেদনে লেখা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাবওয়ে রেলের চাকায় পিষ্ট হয়ে জিনাত হোসেন (২৪) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত ১১ মে স্থানীয় সময় রাত ৯টায় ছিনতাইকারীরা তাকে নিউইয়র্কে সাবওয়ে রেলের নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়। জিনাত হোসেন ব্রুকলিনের হান্টার কলেজের শিক্ষার্থী ছিলেন। স্ক্রিনশট দেখুন-- 

প্রতিবেদনটি পড়ুন এখানে

ঠিকানার বরাতে দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে আরও লেখা হয়, নিউইয়র্ক পুলিশ এখনো ছিনতাইকারীদের পরিচয় নিশ্চিত হতে পারেনি। জিনাত 'হেট ক্রাইমের' শিকার কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। ১৪ মে প্রকাশিত নিউইয়র্কের বাংলা সংবাদপত্র ঠিকানার আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, প্রতিবেদনে বলা হয়েছে পুলিশ রিপোর্টে মৃত্যুর ঘটনাটিকে 'আত্মহত্যা' বলে উল্লেখ করা হয়েছে। পুলিশ রিপোর্ট মানতে মৃতের পরিবার ও প্রবাসীদের নারাজির কথাও উল্লেখ করা হয়েছে ঐ প্রতিবেদনে। স্ক্রিনশট দেখুন-- 

প্রতিবেদনটি পড়ুন এখানে

অর্থাৎ, নিউইয়র্কে জিনাত হোসেন নামে একজন বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুর খবরটি সত্যি হলেও ফেসবুকে ভাইরাল ভিডিও এবং সংবাদমাধ্যমের ফিচার ছবিতে ব্যবহার করা ছবি জিনাত হোসেনের মৃত্যুর সাথে সম্পৃক্ত নয়।

সুতরাং, নিউইয়র্কে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুর খবরের সাথে ভিন্ন একটি ঘটনার ছবি ও ভিডিও যুক্ত করে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যম এবং সংবাদমাধ্যমে, যা বিভ্রান্তিকর। 

Related Stories