সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলছেন- "গুলশানে যে ধরা পড়ছে সে আমাদের এনসিপির নেতা। আমি বকে দিয়েছি বলেছে আর করবে না। চাঁদাবাজ হোক বা যা-ই হোক ওরা তো আমাদেরই সন্তান"। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৭ জুলাই ‘মেহেদী হাসান বিজয়’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয় "গুলশানে চাঁদাবাজির দায়ে গ্রেফতার হয়েছেন সমন্ব'য়কারীরা। স্ব'রাষ্ট্র উপ'দেষ্টা বলছেন—“তারা তো আমাদের সন্তান, আমি তো নিজেই দায়িত্ব দিয়েছি,,,........."। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের বক্তব্যের নয় বরং এআই প্রযুক্তিতে এটি তৈরি করা হয়েছে। অর্থাৎ এআই প্রযুক্তিতে তৈরি স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের ভিডিওকে বাস্তবে তাঁর দেওয়া বক্তব্যের বলে প্রচার করা হচ্ছে।
ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে সাবটাইটেলে অসংশ্লিষ্ট লেখা ভুল এবং অর্থহীন বানানের মতো অসামঞ্জ্যতা পাওয়া যায়। সাধারণত এআই প্রযুক্তিতে তৈরি ভিডিওতে এরকম অসঙ্গতি দেখা যায়। এছাড়াও, ভিডিওর নিচের দিকে ডান কোণে 'Veo' লোগো দেখতে পাওয়া যায়। দেখুন--
গুগল 'Veo' হলো গুগলের একটি প্রায় বাস্তবসম্মত ভিডিও জেনারেশন টুল যা গুগল ডিপমাইন্ড দ্বারা তৈরি করা হয়েছে। এটি টেক্সট-টু-ভিডিও জেনারেশন, ইমেজ-টু-ভিডিও জেনারেশন এবং সর্বশেষ সংস্করণ, ভিও-৩ ভিডিওর পাশাপাশি নেটিভ অডিও তৈরি করতে পারে।
পাশাপাশি গুগলের জেনারেটিভ টুল তাদের কনটেন্টে 'SynthID' নামক এক ধরণের ওয়াটারমার্কিং ব্যবহার করে যা খালি চোখে দেখা না গেলেও গুগলের SynthID ডিটেকশন টুল তা শনাক্ত করতে পারে। এই প্রক্রিয়ায় যাচাই করলেও টুলটি ভিডিওটিকে 'গুগলের এআই টুল দিয়ে তৈরি' বলে ফলাফল দিয়েছে। দেখুন--
অর্থাৎ ভিডিওটি এআই প্রযুক্তিতে তৈরি।
উল্লেখ্য আলোচ্য ভিডিওটির স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চে স্বরাষ্ট্র উপদেষ্টার একই শার্ট পরিহিত অবস্থার স্থিরচিত্র-ভিডিও মূলধারার গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে পাওয়া যায়। তবে আলোচ্য দাবিতে উল্লিখিত "গুলশানে যে ধরা পড়ছে সে আমাদের এনসিপির নেতা। আমি বকে দিয়েছি বলেছে আর করবে না। চাঁদাবাজ হোক বা যা-ই হোক ওরা তো আমাদেরই সন্তান" শীর্ষক বক্তব্যের কোনো ভিডিও-সংবাদ গ্রহণযোগ্য কোনো মাধ্যমে পাওয়া যায়নি।
এসব থেকে প্রতীয়মান হয় স্বরাষ্ট্র উপদেষ্টার পূর্ববর্তী ছবি থেকে ভিডিওটি জেনারেট করে হয়েছে। গুগলের ভিও-৩ বা ভিও-৩ সেবাযুক্ত থার্ড পার্টি কোনো ভিডিও জেনারেটর ব্যবহার করে আলোচ্য ছবিটি দিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং সামাজিক মাধ্যমে এআই প্রযুক্তিতে তৈরি স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের ভিডিওকে বাস্তবে দেওয়া বক্তব্যের বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।