HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

সেলিনা হায়াত আইভীর উপরে হামলার পুরোনো ভিডিও প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ভিডিওটি অন্তত ২০১৮ সাল থেকে অনলাইনে আছে এবং মেয়র আইভীর উপরে হামলার এই ঘটনাটি সাম্প্রতিক নয়।

By - Ummay Ammara Eva | 29 Jan 2023 2:41 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভীর উপরে হামলা করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে

গত ২১ জানুয়ারি 'MD Nurul Amin' নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "মেয়র সেলিনা আইভি'র উপর হামলা!!মানব ছাতা বানিয়ে রক্ষা করছে কর্মী সমর্থকরা,শামীম ওসমানকে আসামি করে মামলা।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


অর্থ্যাৎ ওই পোস্টে দাবি করা হচ্ছে, নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভীর উপরে হামলা করা হয়েছে।

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টে করা দাবিটি বিভ্রান্তিকর। নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভীর উপরে হামলার ওই ভিডিওটি সাম্প্রতিক নয় বরং ২০১৮ সাল থেকে এটি অনলাইনে খুঁজে পাওয়া যাচ্ছে।

পোস্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সংবাদের আদলে তৈরি ওই ভিডিওর আবহে একজন ঘটনার বর্ণনা করছেন। পোস্টের ভিডিওটি থেকে নিয়াজুল ইসলাম এবং শাহ নিজামের নাম ও কয়েকটি হামলার দৃশ্য স্পষ্ট দেখা যায়।

কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি টেলিভিশন এনটিভির ভেরিফায়েড ইউটিউব চ্যানেল 'NTV News'-এ ২০১৮ সালের ১৭ জানুয়ারি "Killing attempt on Selina Hayat Ivy in Narayanganj, clash between two sides" (নারায়ণগঞ্জে সেলিনা হায়াত আইভীকে হত্যাচেষ্টা, দুই দলে সংঘর্ষ) শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিও থেকে জানা যায়, ২০১৮ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী কাউন্সিলর ও অন্যদের সঙ্গে নিয়ে নগর ভবন থেকে পদযাত্রা শুরু করেন। বঙ্গবন্ধু সড়কের ফুটপাত হকারমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হেঁটে প্রচারণা শুরু করেন তিনি। বিকেলে পদযাত্রাটি নগরীর বঙ্গবন্ধু সড়কের চাষাড়ায় এলে মেয়র আইভীর উপরে হামলা করা হয়। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View

এবারে আলোচ্য ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট ও এনটিভির ইউটিউব ভিডিও থেকে নেয়া স্ক্রিনশটের মধ্যে উল্লেখযোগ্য মিল দেখুন--


অর্থ্যাৎ দুটি ভিডিওতেই একই ব্যক্তিকে একই পোশাকে দেখতে পাওয়া যায়।

আরো কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ২০১৯ সালের ১১ ডিসেম্বর 'মেয়র আইভীর ওপর হামলা: অস্ত্রধারী নিয়াজুলসহ ৯ জনের বিরুদ্ধে মামলা' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে আলোচ্য পোস্টে দেখানো ব্যক্তির ছবি এবং ২০১৮ সালের ওই হামলায় তার অংশগ্রহণের ব্যাপারে খবরে উপস্থাপন করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--


এছাড়াও, প্রথম আলো ও এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে এই একই শিরোনামে ২০১৮ সালের ১৬ জানুয়ারিতে আপলোডকৃত ভিডিও খুঁজে পাওয়া যায়।

সুতরাং ২০১৮ সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভীর উপরে হামলার সময়ে ধারণকৃত ভিডিওকে নতুন করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories