HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

মা ঈগলের ভিডিওটির জন্য মিলিয়ন ডলার দেয়নি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল

বুম বাংলাদেশ দেখেছে, ওই ভিডিওটির মালিক প্রতিষ্ঠান জানিয়েছে তারা তাদের ভিডিও কোনো বানিজ্যিক কাজে ব্যবহার করে না।

By - Ummay Ammara Eva | 30 Jan 2023 5:56 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে প্রতিকূল আবহাওয়ায় তুষারপাতের মধ্যে একটি মা ঈগল পাখির বাচ্চা ফোটানো ও রক্ষা করার ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল ভিডিওটি কিনে নিয়েছে মিলিয়ন ডলারের বিনিময়ে। এরকম কয়েকটি ভিডিও দেখুন এখানে, এখানেএখানে

গত 'Jahid Hasan Nelay' নামে একটি আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল এই দুর্লভ ভিড়িওর জন্য 1 মিলিয়ন ডলার প্রদান করেছে..."। স্ক্রিনশট দেখুন---


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল আলোচ্য ভিডিওটি কিনে নেওয়ার দাবিটি সঠিক নয়। ক্যালিফোর্নিয়ায় ধারণকৃত ওই ভিডিওটির মালিক ফ্রেন্ডস অফ বিগ বিয়ার ভ্যালি নামের একটি কোম্পানি এবং ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল ভিডিওটি তাদের কাছ থেকে কিনে নেয়নি।

অনুসন্ধান করে abc7.com নামে একটি ওয়েবসাইটে 'VIDEO: Bald eagle protects her eggs from snow and frigid cold' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ক্যালিফোর্নিয়ার বিগ বিয়ার লেকে শীতের তুষারঝড় থেকে ওই মা ঈগলটিকে ডিম রক্ষণাবেক্ষণ করতে দেখা যায়। স্ক্রিনশট দেখুন--


উপরের প্রতিবেদনে একটি ইউটিউব ভিডিও খুঁজে পাওয়া যায়। P&D Sharpe নামের ওই ইউটিউব চ্যানেলটিতে ২০১৭ সালের ১০ ডিসেম্বরে শুরু হওয়া 'Big Bear Bald Eagle Cam' শিরোনামে যুক্ত করা একটি লাইভস্ট্রিম ইউটিউব ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি বর্তমানে 'এভেইলেবল নয়' দেখালেও ভিডিওটির ডেস্ক্রিপশন থেকে জানা যায়, ভিডিওটি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার স্যান বারনার্ডিনোর ন্যাশনাল ফরেস্টের বিগ বিয়ার লেকে একটি ঈগলের বাসা থেকে ধারণ করা হয়েছে। ওই ভিডিওতে আরো উল্লেখ করা হয়, The Friends of Big Bear Valley নামে একটি সংস্থা ওই ভিডিওটির জন্য ক্যামেরা সরবরাহ করেছে। ওই সংস্থাটির ভিডিওগুলো লক্ষ্য করে দেখা গেছে, তাদের করা ভিডিওগুলোর পরিচালক এবং মালিক হিসেবে তাদের নামই উল্লেখ করা হয়।

আরও অনুসন্ধান করে 'Lady Hawk' নামে আরেকটি ইউটিউব চ্যানেলে "Big Bear Eagle Cam ~ Mrs. BB Protects Eggs In Freezing Snow; Black PS 1.9.18" শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির ডেসক্রিপশন থেকেও জানা যায়, বিগ বিয়ার ভ্যালি নামের ওই সংস্থাটির দেওয়া ক্যামেরাতেই ছবিগুলো ধারণ করা হয়। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View

The Friends of Big Bear Valley নামে ওই সংস্থাটির ওয়েবসাইটে গিয়ে জানা যায়, এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান যারা মূলত পরিবেশ নিয়ে কাজ করে। সংস্থাটির ওয়েবসাইটে গিয়ে একটি লাইভস্ট্রিমিং ভিডিও খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটটির হোমপেজে থাকা বর্ণনা থেকে জানা যায়, ১৫ কিলোমিটার লম্বা বিগ বিয়ার ভ্যালি স্যান বার্নার্ডিনোর ন্যাশনাল ফরেস্টে অবস্থিত। ওই ভ্যালিটির পরিবেশ সংরক্ষণ নিয়ে কাজ করে ফ্রেন্ডস অফ বিগ ভ্যালি নামের ওই সংস্থাটি। মূলত তারা ঈগল পাখির একটি বাসার লাইভস্ট্রিম ভিডিও ধারণ করে।

ভিডিওটির উৎস জানার পরে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল উক্ত ভিডিওটি কিনে নিয়েছে কি না জানতে বিভিন্নভাবে অনুসন্ধান চালিয়েও এরকম কোনো খবর গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে জানার জন্য The Friends of Big Bear Valley-র সাথে যোগাযোগ করা হয়। তারা বুম বাংলাদেশকে জানায়, তারা তাদের ভিডিওগুলো কোনো আর্থিক উদ্দেশ্যে ব্যবহার করে না বা ব্যবহারের অনুমোদন দেয় না। (We do not use or approve use of any of our video footage for profit.) 

সুতরাং, বিগ বিয়ার ভ্যালির একটি লাইভস্ট্রিম ভিডিওকে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল এক মিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়েছে বলে ভুয়া খবর প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories