HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

হলিউড তারকাদের সাথে মিঠুন চক্রবর্তীর ছবিটি এডিটেড

হলিউড তারকা রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্যানের উপস্থিতিতে শুটিং চলাকালে তোলা ছবিকে এডিট করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।

By - Ummay Ammara Eva | 27 Feb 2024 12:28 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ছবিটিতে হলিউডের অভিনেতাদের সাথে ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী উপস্থিত আছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ২০ ফেব্রুয়ারি 'Subrata Mondol' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে এমন একটি ছবি পোস্ট করে বলা হয়, "দুর্লভ একটি ছবি! হলিউড তারকাদের সাথে এক ফ্রেমে মিঠুন চক্রবর্তী!♥️"। ছবিটিতে ডেডপুল চলচ্চিত্র সিরিজের প্রধান চরিত্র ওয়েড উইলসনের ভূমিকায় অভিনয় করা রায়ান রেনল্ডস এবং এক্স মেন সিরিজের ওলভারিন চরিত্রে অভিনয় করা হিউ জ্যাকম্যানের সাথে ভারতের অভিনেতা মিঠুন চক্রবর্তীকে সুপারহিরোর পোশাকে উপস্থিত থাকতে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ছবিটি এডিটেড। মারভেল এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত ডেডপুল চলচ্চিত্র সিরিজের অভিনেতা রায়ান রেনল্ডস এবং এক্স মেন সিরিজের ওলভারিন চরিত্রে অভিনয় করা হিউ জ্যাকম্যানের উপস্থিতিতে ধারণকৃত একটি ছবিকে এডিট করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।

ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে ডেডপুল চলচ্চিত্রের প্রধান চরিত্র ওয়েড উইলসন হিসেবে অভিনয় করা রায়ান রেনল্ডসের এক্স (সাবেক টুইটার) একাউন্টে ২০২৩ সালের ৭ ডিসেম্বর করা একটি পোস্টে আলোচ্য ছবিটির মত একটি ছবি খুঁজে পাওয়া যায়। ছবিটির ক্যাপশনে এই অভিনেতা লিখেছেন, ডেডপুলের শুরুটা হলো তথ্যফাঁসের মধ্য দিয়ে। তাই আমিও এতে যোগ দিলাম। কিন্তু অনুগ্রহ করে "ডেডপুল লিকস" শব্দগুচ্ছের অতিরিক্ত ব্যবহার করবেন না কারণ কেউ যদি ডেডপুল লিকস বা ডেডপুল স্পয়লার বা হয়তো ডেডপুল স্কুপস খুঁজতে পারেন, তখন এটি অনুসন্ধানের ফলাফলগুলিকে উল্টে দিতে পারে (অনূদিত)। ওই এক্স পোস্টে আলোচ্য ছবিটির মতই একটি ছবি খুঁজে পাওয়া যায়। তবে, ছবিটিতে হলিউড অভিনেতা রায়ান রেনল্ডস এবং হিউ জ্যাকম্যানকে তাদের বডি ডাবলদের সাথে দেখা গেলেও বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীক উপস্থিত থাকতে দেখা যায়নি। এক্স পোস্টটি দেখুন--

এবারে, আলোচ্য ছবিটি (বামে) এবং রায়ান রেনল্ডসের এক্স পোস্ট থেকে প্রাপ্ত ছবিটির তুলনামূলক পার্থক্য দেখুন--



আরো সার্চ করে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের ওয়েবসাইটে ২০২৩ সালের ১২ জুলাই "Ryan Reynolds and Hugh Jackman are joined by lookalike stunt doubles as Wolverine returns for brutal Deadpool 3 fight scene in front of a toppled 20th Century Fox sign" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটির মত আরেকটি ছবি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ডেডপুল সিরিজের তৃতীয় চলচ্চিত্র ডেডপুল এন্ড ওলভারি চলচ্চিত্রের শুটিং চলাকালে রায়ান রেনল্ডস এবং হিউ জ্যাকম্যান তাদের বডিডাবলদের সাথে কথা বলার সময়ে ছবিটি ধারণ করা হয়েছে। তবে, ওই ছবিটিতেও মিঠুন চক্রবর্তীকে উপস্থিত থাকতে দেখা যায়নি। এছাড়াও, ডেইলি মেইলের ছবিটি থেকে ধারণা করা যায়, উক্ত ছবিটিই প্রথম ধারণকৃত অর্থাৎ মূল ছবি। পরবর্তীতে রায়ান রেনল্ডস চলতি ট্রেন্ড হিসেবে মজা করে ছবিটি এডিট করে ভিন্ন একটি ছবি তৈরি করে এক্সে পোস্ট করেছেন। স্ক্রিনশট দেখুন--


এদিকে, সার্চ করে ভারতীয় গণমাধ্যম পোস্টোস্ট ডট কম নামের একটি ওয়েবসাইটে ২০২১ সালের ২০ এপ্রিল "17 Photos That Prove Mithun Chakraborty Fashion Sense Was Way Ahead Of Its Time" শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধে মিঠুন চক্রবর্তীর মডেল হিসেবে ফটোশুটের সময়ে ধারণ করা কিছু ছবি সংকলন আকারে খুঁজে পাওয়া যায়। উক্ত সংকলনে থাকা একটি ছবির সাথে আলোচ্য ছবিতে দেখানো মিঠুন চক্রবর্তীর ছবির মিল রয়েছে। উক্ত ছবিটির স্ক্রিনশট দেখুন--


আরো সার্চ করে মেনসএক্সপি নামে একটি লাইফস্টাইল পোর্টালে প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, ১৯৮০ সালের দিকে করা একটি ফটোশুটে কমিক চরিত্র ডেডপুলের কস্টিউমে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন মিঠুন চক্রবর্তী। স্ক্রিনশট দেখুন--


উল্লেখ্য মারভেল এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত ডেডপুল চলচ্চিত্র সিরিজের তৃতীয় চলচ্চিত্র 'ডেডপুল এন্ড ওলভারিন' চলতি বছরের জুলাইয়ে মুক্তি পাবে। চলচ্চিত্রটির টিজার থেকে জানা যায়, ডেডপুল সিরিজ এবং এক্স মেন সিরিজের একটি সম্মেলন ঘটতে যাচ্ছে ওই চলচ্চিত্রে। অর্থাৎ ডেডপুল সিরিজের তৃতীয় চলচ্চিত্র ডেডপুল এন্ড ওলভারিনে রায়ান রেনল্ডস এবং হিউ জ্যাকম্যানকে দেখা যাবে।

অর্থাৎ আলোচ্য ছবিটিতে অভিনেতা মিঠুন চক্রবর্তীর উপস্থিতির দাবিটি সত্য নয়। মিঠুন চক্রবর্তীর পুরোনো একটি ছবিকে হলিউড অভিনেতাদের সাম্প্রতিক একটি ছবিতে এডিট করে বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।

সুতরাং হলিউড অভিনেতাদের উপস্থিতিতে ধারণকৃত একটি ছবিকে এডিট করে মিঠুন চক্রবর্তীর ছবি বসিয়ে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে।

Related Stories