সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি গণমাধ্যমের ফেসবুক পেজ সহ বিভিন্ন সাধারণ পেজে পোস্ট করে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কভার স্টোরি করেছে ব্রিটিশ সাময়িকী 'দ্য উইক'। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে। ইনস্টাগ্রামে দেখুন এখানে।
গত ২৫ এপ্রিল ‘The Daily Inqilab’ পেজ থেকে এ সংক্রান্ত একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ফটোকার্ডে উল্লেখ করা হয়, “বৃটিশ সাপ্তাহিকী 'দ্য উইক' ম্যাগাজিনে কাভার স্টোরি তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে, কারণ দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে”। পোস্টটির স্ক্রিনশট দেখুন —
দৈনিক ইনকিলাব (১, ২) ছাড়াও তারেক রহমানকে নিয়ে প্রতিবেদন প্রকাশকারী ম্যাগাজিনকে ব্রিটিশ ম্যাগাজিন বলে প্রচার করেছে সময় টেলিভিশন (ফেসবুক), একাত্তর টেলিভিশন, চ্যানেল ২৪ (১, ২), বাংলা ভিশন (১, ২), দৈনিক কালবেলা, দৈনিক ইত্তেফাক, কালের কণ্ঠ, দৈনিক জনকন্ঠ (১, ২), ডেইলি সান, মালয় নিউজ বাংলা, বাংলা আউটলুক, বাংলাদেশ জার্নাল, দৈনিক আমাদের সময়, আমাদের সময় (অনলাইন), রূপালী বাংলাদেশ, প্রতিদিনের সংবাদ, সংবাদ প্রতিদিন, সংবাদ সারাবেলা, ঢাকা প্রকাশ, বাংলাদেশ টাইমস (১, ২) এবং লন্ডন বাংলা সহ বেশ কয়েকটি গণমাধ্যম।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। তারেক রহমানকে নিয়ে প্রতিবেদন প্রকাশকারী ম্যাগাজিনটি (দ্য উইক) ভারতের। যদিও একই নামে ব্রিটিশ (যুক্তরাষ্ট্র সংস্করণও আছে) একটি ম্যাগাজিনও রয়েছে। ব্রিটিশ ম্যাগাজিন 'দ্য উইক' -এর চলতি সংখ্যার কাভার স্টোরি প্রকাশ করা হয়েছে সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিসকে নিয়ে।
বিষয়টি নিয়ে কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ফেসবুকে ‘Fahmida Haq’-এর এই সংক্রান্ত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, ব্রিটিশ পত্রিকা দ্য উইক নয় বরং ভারতীয় 'দ্য উইক' তারেক রহমানকে নিয়ে স্টোরি করেছে। এছাড়াও অনেকে তারেক রহমানকে নিয়ে লেখাটিকে কভার স্টোরি উল্লেখ করলেও মূলত কভার করা হয়েছে প্রফেসর ইউনুসকে নিয়ে, আর তারেক রহমানকে নিয়ে লেখাটি কভার স্টোরির একটা অংশ মাত্র (সংক্ষেপিত)। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে 'দ্য উইক' এর সাইটের (ভারতীয় ডোমেইন এক্সটেনশনে theweek.in) ম্যাগাজিন সেকশনে খুঁজে কভার স্টোরিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মন্তব্যের শিরোনামে করা একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনগুলোর ইস্যু তারিখ দেওয়া হয়েছে আগামী ০৪ মে। পূর্বপ্রকাশিত প্রচ্ছদের ছবিতেও একই তারিখ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এই অনলাইন সংস্করণের প্রতিবেদনগুলো যেই ম্যাগাজিনের, তার প্রিন্ট সংস্করণ পাওয়া যাবে আগামী ০৪ মে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতিবেদনের নিচের দিকে স্লাইড করে তারেক রহমান সম্পর্কিত একটি প্রতিবেদনও পাওয়া যায়। যদিও এই তারেক রহমানের প্রতিবেদনটির ক্ষেত্রে "DESTINY'S CHILD" শিরোনাম দেওয়া হয়নি। তবে একটি নিউজস্ট্যান্ড সার্ভিসের ওয়েবসাইটে আলোচ্য শিরোনামেই এটি পাওয়া যায়। 'দ্য উইক' এর স্ক্রিনশট দেখুন--
'দ্য উইক' এর সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) এবং ফেসবুক থেকেও জানা যায় এটি ভারতীয় একটি ম্যাগাজিন। উভয় জায়গাতেই তারা তাদের প্রচ্ছদের ছবি প্রচার করেছে যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর ছবি স্থান পেয়েছে। তার এক্সক্লুসিভ সাক্ষাতকারের ভিত্তিতে প্রচ্ছদ প্রতিবেদনও করা হয়েছে। তাদের লিঙ্কডইন পেজ থেকে তথ্য পাওয়া যায়; 'দ্য উইক' মূলত ভারতের কোচি থেকে প্রকাশিত ম্যগাজিন যা প্রকাশ করে The Malayala Manorama Co. Ltd নামের একটি মিডিয়া প্রতিষ্ঠান। 'দ্য উইক' এর সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের স্ক্রিনশট দেখুন--
তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনের ফেসবুক পোস্টেও আলোচ্য বিষয়ের প্রিন্ট সংস্করণের (একটি পৃষ্ঠার) ছবি পাওয়া যায়। ম্যাগাজিনটির দিল্লী ব্যুরো প্রধান NAMRATA BIJI AHUJA -এর লেখা এই প্রতিবেদনে আমিনের নিজের মন্তব্যও রয়েছে। প্রিন্ট কপি থেকেও দেখা যায় তারেক রহমানের এই প্রতিবেদনটিও বৃহৎ কভার স্টোরির একটি অংশ (ফিচার স্টোরি) তবে ম্যাগাজিনের নিজস্ব স্টাইলেই প্রতিটি আলাদা অংশের সাবহেড দেওয়া হয়েছে। বিশেষ করে ম্যাগাজিনের ক্ষেত্রে প্রিন্ট সংস্করণ ও অনলাইন সংস্করণে একই প্রতিবেদনে ভিন্ন শিরোনাম ব্যবহারের প্রচলন দেখা যায়। আমিনের ফেসবুক পোস্টের আলোচ্য ছবিটির স্ক্রিনশট দেখুন--
সুতরাং তারেক রহমানকে নিয়ে প্রতিবেদন প্রকাশকারী ম্যাগাজিনটি (দ্য উইক) ভারতের। যদিও একই নামে ব্রিটিশ (যুক্তরাষ্ট্র সংস্করণও আছে) একটি ম্যাগাজিনও রয়েছে।
উল্লেখ্য ব্রিটিশ ম্যাগাজিন 'দ্য উইক' -এর চলতি সংখ্যার কাভার স্টোরি প্রকাশ করা হয়েছে সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিসকে নিয়ে।
সুতরাং গণমাধ্যমে ভারতীয় ম্যাগাজিনকে ব্রিটিশ ম্যাগাজিন বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।