HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

মাইলস্টোন কর্তৃপক্ষের বরাতে প্রচারিত হতাহতের তথ্যটি ভিত্তিহীন

বুম বাংলাদেশ দেখেছে, মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় স্কুলটির পক্ষ থেকে এমন তথ্য দেওয়া হয়নি।

By - Ummay Ammara Eva | 1 Aug 2025 12:21 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে বলা হচ্ছে, মাইলস্টোন কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ২৪৬ জন নিহত এবং ৫২২ জন আহত হয়েছেন। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

গত ২৩ জুলাই 'Saiduzzaman Said ' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করে বলা হয়, "মাইলস্টোনে নিহত ২৪৬ জন। আহত ৫২২ জন। সোর্স:মাইলস্টোন কর্তৃপক্ষ।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় স্কুলটির পক্ষ থেকে এরকম কোনো তথ্য দেওয়া হয়নি।

আলোচ্য দাবিটির সত্যতা জানতে কি-ওয়ার্ড সার্চ করে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ফেসবুক পেজে গত ২৪ জুলাই পোস্ট করা একটি বিবৃতির ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত বিবৃতিতে লেখা থাকতে দেখা যায়, "আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, এই মর্মান্তিক দুঘটনায় আমাদের স্কুল শাখার ২০ জন শিক্ষার্থী, ০২ জন শিক্ষক, ০২ জন অভিভাবক মৃত্যুবরণ করেন। এ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত অবস্থায় আছেন ৪৮ জন। এদের মধ্যে ৩৭ শিক্ষার্থী, ০৭ জন শিক্ষক, ০১ জন অভিভাবক, ০২ জন আয়া ও ০১ জন পিয়ন রয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ০৫ জন, যাদের মধ্যে ০৩ জন শিক্ষার্থী ও ০২ জন অভিভাবক। এ ঘটনায় ২২, জুলাই ২০২৫ এ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এর ধারাবাহিকতায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ শুধু এ প্রতিষ্ঠানে নিহত, আহত ও নিখোঁজের তথ্য তুলে ধরছে। কর্তৃপক্ষের তথ্য হালনাগাদকরণের কাজ চলমান। এই দুঃখজনক ঘটনায় হতাহতের সর্বমোট সংখ্যা তুলে ধরছে আইএসপিআর। হৃদয়বিদারক এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের শোকাহত সদস্যদের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা আপন করছি। আহতদের চিকিৎসাসহ সকল প্রয়োজনে মাইলস্টোন কর্তৃপক্ষ সবর্দা পাশে রয়েছে।" ফেসবুক পোস্টটি দেখুন--

Full View


এছাড়াও, মাইলস্টোন কলেজের ফেসবুক পেজে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ও নিহতদের একটি তালিকার ছবি পোস্ট করে। ওই তালিকায় ৩৩ জনকে মৃত এবং ৪৭ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বলে উল্লেখ করা হয়। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View


অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি ভিত্তিহীন। মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ২৪৬ জন নিহত এবং ৫২২ জন আহত হয়েছে-- এরকম কোনো তথ্য মাইলস্টোন কর্তৃপক্ষ দেয়নি।

উল্লেখ্য গত ২১ জুলাই উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়লে সরকারের পক্ষ থেকে ও মাইলস্টোন কর্তৃপক্ষের পক্ষ থেকে হতাহতের নির্ভুল সংখ্যা নিয়মিত আপডেট দেয়া হয়।

সুতরাং মাইলস্টোন কর্তৃপক্ষের বরাতে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে ২৪৬ জন নিহত ও ৫২২ জন আহত হওয়ার ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories