HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বিভ্রান্তিকর শিরোনামে বিসিবিতে মাশরাফির যোগদানের ভুয়া খবর প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, শিরোনামে মাশরাফির বিবিসিতে যোগ দেওয়ার কথা বলা হলেও মূল খবরে সেরকম কোনো তথ্যই দেওয়া হয়নি।

By - Ummay Ammara Eva | 30 Sep 2022 1:34 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজে একটি সংবাদ শেয়ার করে ব্রেকিং নিউজ দাবি করে লেখা হচ্ছে, অসৎ লোকদের বিতাড়িত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবিতে যোগ দিচ্ছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে

গত ২১ সেপ্টেম্বর "News Club" নামের একটি ফেসবুক পেজে একটি সংবাদ শেয়ার করে লেখা হয়, "ব্রেকিং নিউজ: অসৎ লোকদের বিতাড়িত করতে বিসিবিতে যোগ দিচ্ছেন মাশরাফি"। সংবাদটিও হুবহু একই শিরোনামে প্রকাশ করা হয়। স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, সংবাদটি সঠিক নয়। ফেসবুকে শেয়ার করা সংবাদের শিরোনামে সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবিতে যোগদান করার কথা লেখা থাকলেও সংবাদের বিস্তারিত অংশে মাশরাফির বিসিবিতে যোগ করা সংক্রান্ত নয় বরং মাশরাফিকে বিসিবিতে আনার জন্য প্রস্তাবনা সংক্রান্ত বর্ণনা দেয়া হয়েছে।

আলোচ্য সংবাদের লিংকে ঢুকে দেখা যায় যে, প্রতিবেদনটির কোনো অংশেই মাশরাফি বিন মুর্তজার বিসিবিতে কোনোধরণের পদ বা দায়িত্ব গ্রহণের কোনো তথ্য দেয়া হয়নি। খবরটির বিস্তারিত অংশে বরং বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটারদের সে দেশের ক্রিকেট বোর্ডের সাথে সম্পর্কের তুলনা করে লেখা হয়, "বিসিবির উচিত মাশরাফিকে নিয়ে চিন্তা করা। রোগ না জেনে চিকিৎসা করলে যেমন কোনো কাজ হয় না তেমনি খেলোয়াড়দের সমস্যা না বুঝে বিদেশি কোচ নিয়োগ দিলেও ভালো ফল আসবে না। এই সমস্যা সমাধানে মাশরাফিই হতে পারের একমাত্র সমাধান।" স্ক্রিনশট দেখুন--


এছাড়াও, পুরো সংবাদে মাশরাফির বিসিবিতে যোগদানের তথ্য পাওয়া যায়নি।

এদিকে, গত বছরের ৯ নভেম্বর "স্বাধীনতা থাকলেই বিসিবিতে যোগ দেবেন মাশরাফি" শিরোনামে নিউজ পোর্টাল banglanews24.com এ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করতে চান বলে জনিয়েছিলেন। তিনি এটাও সাফ জানিয়ে দেন যে, "এই মুহূর্তে দলের সঙ্গে কোনো দায়িত্বে যুক্ত হওয়ার ইচ্ছা তার নেই। তিনি এখনো অবসর নেননি এবং সামনে বিপিএলেও খেলতে চান। তবে ভবিষ্যতে জাতীয় দলের সঙ্গে তিনি শর্ত সাপেক্ষে যুক্ত হতে রাজি আছেন।" স্ক্রিনশট দেখুন--


তবে, বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করেও গণমাধ্যমে মাশরাফি বিন মুর্তজার বিসিবিতে যোগদানের কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এদিকে, এ বিষয়ে আরো নিশ্চিত হতে বুম বাংলাদেশের পক্ষ থেকে মাশরাফি বিন মুর্তজাকে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এরপর তাঁকে মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠানো হয়েছে, রিপ্লাই পেলে প্রতিবেদনটি আপডেট করে দেয়া হবে।

অর্থাৎ বিভ্রান্তিকর শিরোনামে অপ্রাসঙ্গিকভাবে বাংলাদেশের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবিতে যোগদান করছেন বলে দাবি করা হচ্ছে, যা ভিত্তিহীন।

Related Stories