HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ইতালির প্রধানমন্ত্রীর পুরোনো মন্তব্য সাম্প্রতিক হিসেবে গণমাধ্যমে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, জর্জিয়া মেলোনির পাঁচ বছরের পুরোনো মন্তব্যের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে গণমাধ্যমে প্রচারিত হচ্ছে।

By - Tausif Akbar | 19 Dec 2023 4:17 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমের পেজ সহ সাধারণ পেজ এবং গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসলাম নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। এ বিষয়ের খবর সম্বলিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ১৮ ডিসেম্বর বেসরকারি সম্প্রচার মাধ্যম একাত্তর টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ 'Ekattor'-এ "ইসলাম নিয়ে মেলোনির বিরূপ মন্তব্যে তোলপাড়" লেখা সম্বলিত একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



 সময় টেলিভিশনের ইনস্টাগ্রাম একাউন্টেও ফটোকার্ডের মাধ্যমে আলোচ্য সংবাদটি প্রচারিত হয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন এখানে--



বিষয়টি নিয়ে অনলাইন সাইটে বা নিজেদের অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশ করেছে সময় টেলিভিশন, একাত্তর টেলিভিশন, এনটিভিমানবজমিন, দৈনিক ইনকিলাব, দৈনিক নয়া দিগন্ত, দৈনিক সংগ্রামরাইজিং বিডিনয়া শতাব্দী, আমাদের সময় অনলাইন, বাহান্ন নিউজখবর সংযোগবাংলাদেশ মোমেন্টস, দৈনিক খবরপত্র, ২৪ লাইভ নিউজপেপার ও দৈনিক বজ্রশক্তি সহ আরো অনেক গণমাধ্যম।


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি বিভ্রান্তিকর। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির "ইউরোপীয় সংস্কৃতির সাথে ইসলাম ধর্ম বেমানান" শীর্ষক মন্তব্যের ভিডিওটি সাম্প্রতিক নয় বরং এটি ২০১৮ সালের তথা পাঁচ বছরের পুরোনো। তখন মেলোনি ইতালির প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন ২০২২ সালের অক্টোবরে।

সংবাদটির মূল বিষয় তথা মন্তব্যটি ইটালিয়ান ভাষায় রূপান্তর করে কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে দেশটির সংবাদ মাধ্যম 'IL Fatto Quotidiano'-এর অনলাইন সংস্করণে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি "সালভিনি ঠিক বলেছেন- ইসলাম আমাদের সংস্কৃতির সাথে বেমানান (অনূদিত)" শিরোনামে মেলোনির মন্তব্যের ভিডিও সহ সংশ্লিষ্ট একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



পাশাপাশি, ইতালির সংবাদমাধ্যম 'আলা নিউজ' এর ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি প্রকাশিত আলোচ্য মন্তব্যের ভিডিওটি খুঁজে পাওয়া যায়। পাঁচ বছরের পুরোনো এই ভিডিওটির ২ মিনিট ১১ সেকেন্ড থেকে জর্জিয়া মেলোনিকে বলতে শোনা যায় যে, "ইসলাম আমাদের সংস্কৃতির সাথে বেমানান"। ইউটিউব ভিডিওটির স্ক্রিনশট দেখুন--



 ইউটিউব ভিডিওটির প্রিভিউ দেখুন-

Full View


উল্লেখ্য জর্জিয়া মেলোনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন ২০২২ সালের অক্টোবর মাসে। আর ইসলাম নিয়ে তাঁর এই মন্তব্য ২০১৮ সালের, তখন তিনি ইতালির প্রধানমন্ত্রীও ছিলেন না।

অর্থাৎ জর্জিয়া মেলোনির "ইউরোপীয় সংস্কৃতির সাথে ইসলাম ধর্ম বেমানান" শীর্ষক মন্তব্যটি সাম্প্রতিক নয় বরং পাঁচ বছর পুরোনো।

সুতরাং গণমাধ্যম'সহ সামাজিক মাধ্যমে জর্জিয়া মেলোনির ইসলাম নিয়ে করা পুরোনো মন্তব্যকে ইতালির প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Related Stories