ফেক নিউজ

ছবিগুলো বাংলাদেশের কোনো ব্যক্তির নয়

বুম বাংলাদেশ দেখেছে, ছবিগুলো ভারতের ওড়িশার দেবরাজ মুন্ডা নামের এক অসুস্থ ব্যক্তির, যাকে বাংলাদেশি বলে প্রচার করা হচ্ছে।

By - BOOM FACT Check Team | 28 March 2022 11:18 AM IST

ছবিগুলো বাংলাদেশের কোনো ব্যক্তির নয়

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে বাংলাদেশের একজন অসুস্থ ব্যক্তির জন্য সাহায্য চাওয়া হচ্ছে। দেখুন এমন দুটি লিংক এখানে এবং এখানে।

গত ১৯ মার্চ 'গাউছে মুখতার মালেক শাহ্' নামের একটি ফেসবুক পেজ থেকে একাধিক ছবিসহ একটি সাহায্যের আবেদন পোস্ট করা হয়। সেখানে বলা হয়, দরিদ্র জসিম আলী একজন মাদ্রাসার পিওন যিনি গোদ রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্যে প্রায় ৭ লক্ষ টাকার প্রয়োজন। আরো বলা হয়, তিনি বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছেন। সেই পোস্টের সাথে গোদ রোগে আক্রান্ত এক ব্যক্তির একাধিক ছবি দেখা যাচ্ছে। দেখুন--


ছবিগুলো আলাদাভাবে দেখুন এখানে--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের সাথে যুক্ত ছবিগুলো ভিন্ন ব্যক্তির। রিভার্স সার্চিং টুল ব্যবহার করে ছবিগুলো ভারতের ওড়িশা প্রদেশের 'দেবরাজ মুন্ডা' নামের এক ব্যক্তির বলে জানা গেছে। ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি 'Discover Keonjhar' নামের ফেসবুক পেজ থেকে এই ব্যক্তির একাধিক ছবি পোস্ট করা হয়েছিল। সেখানে বলা হয়, তার বাড়ি ওড়িশার কেওনঝার জেলার চন্দ্রশেখরপুর এলাকায়। দেখুন পোস্টটি--


সেখানে সেই ব্যক্তির ছবিগুলো ছাড়াও একাধিক মেডিকেল সার্টিফিকেটও যুক্ত করা আছে। দেখুন--




এই পোস্টটি দেখুন এখানে। 

 এছাড়া একই তথ্যসম্বলিত সাহায্যের আবেদন পোস্ট পাওয়া যায় টুইটারেও। সেখানেও বলা হয়, সেই অসুস্থ ব্যক্তির নাম 'দেবরাজ মুন্ডা' এবং তিনি ভারতের ওড়িশা প্রদেশের বাসিন্দা। দেখুন ২০২০ সালে পোস্ট করা সেই টুইটার হ্যান্ডেলটি--

অর্থাৎ ভারতের দেবরাজ মুন্ডার ছবি এগুলো, বাংলাদেশের কারো নয়। তবে জসীম আলী নামে কোনো গোদ রোগে আক্রান্ত সাতক্ষীরা হাসপাতালে ভর্তি আছে কিনা সেটি নিশ্চিত হতে পারেনি বুম বাংলাদেশ।

সুতরাং ভারতের ওড়িশার এক অসুস্থ ব্যক্তির ছবিকে বাংলাদেশের বলে দাবি করে আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories