HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পুরোনো ছবি দিয়ে রাজশাহীর বিএনপি নেতা চাঁদকে গ্রেফতারের খবর প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি গত এপ্রিল মাসে ভিন্ন ঘটনায় আবু সাঈদ চাঁদকে আটকের, সম্প্রতি তার গ্রেফতারের তথ্য জানা যায়নি।

By - Ummay Ammara Eva | 25 May 2023 5:18 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করেছে পুলিশ। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে, এখানে ও এখানে

গত ২২ মে 'Bahadur Member' নামে একটি ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, "ব্রেকিং নিউজ-এইমাত্র-বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কে গ্রেফতার করেছেন পুলিশ। বিএনপি বরাবরই একটি সন্ত্রাসী সংগঠন,অতীতেও তারা গ্রেনেড মেরে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে,বারবার তারা ষড়যন্ত্র করেছে, এখনও তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে,এই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার সারা দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে,রাজপথে আমরা আছি থাকবো ইনশাআল্লাহ।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


অর্থ্যাৎ ওই পোস্টে দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করেছে পুলিশ।

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য পোস্টের ছবিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার পর রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতারের নয় বরং এটি গত এপ্রিল মাসে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে তাকে গ্রেফতারের ছবি। প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্য দেয়ার পর সম্প্রতি তাকে পুনরায় গ্রেফতারের জন্য চেষ্টা চালালেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে গণমাধ্যমকে জানিয়েছে পুলিশ।

ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে দৈনিক পত্রিকা সমকালের অনলাইন ভার্সনে গত ১ এপ্রিল 'রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আহ্বায়কসহ আটক ৭' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ সাত নেতাকে আটক করে পুলিশ। স্ক্রিনশট দেখুন--


সমকাল ছাড়াও বাংলার চোখ নামে একটি অনলাইন পোর্টালেও আলোচ্য ছবিটি 'রাজশাহীতে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আবু সাঈদ চাঁদ আটক' শিরোনামে একই বক্তব্যসহ খুঁজে পাওয়া যায়। অর্থ্যাৎ, আলোচ্য ছবিটি গত ১ এপ্রিল রাজশাহীর নেতাকর্মীদেরকে গ্রেফতারের সময়ে ধারণ করা হয়।

এদিকে, এইমুহূর্তে আবু সাঈদ চাঁদকে পুলিশ গ্রেফতার করেছে কিনা জানতে কি-ওয়ার্ড সার্চ করে কয়েক ঘন্টা আগে অনলাইন পোর্টাল বাংলাদেশ ট্রিবিউনের ওয়েবসাইটে 'বিএনপি নেতা চাঁদ লাপাত্তা, খুঁজছে পুলিশ' শিরোনামের সর্বশেষ সংবাদ থেকে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার পর থেকে লাপাত্তা আছেন রাজশাহী জেলা বিএনপির এই নেতা। তাকে গ্রেফতারের জন্য খুঁজছে পুলিশ। গত ছয় দিন ধরে তার কোনও খোঁজ পাচ্ছে না বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্ক্রিনশট দেখুন--


এছাড়াও, দৈনিক পত্রিকা ডেইলি স্টারের অনলাইন ভার্সনে গত ২৩ মে প্রকাশিত 'বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তারে অভিযান চলছে: পুলিশ' শিরোনামে একটি প্রতিবেদন থেকে জানা যায়, রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বলেন, "আমরা তাকে খুঁজে পাইনি। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি।" স্ক্রিনশট দেখুন--


এদিকে, রাজশাহী বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের গ্রেফতারের দাবি ফেসবুকে ছড়িয়ে পড়লে এর সত্যতা জানতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাথে যোগাযোগ করলে অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল আলম বুম বাংলাদেশকে চাঁদের গ্রেফতারের ঘটনাটি সত্য নয় বলে জানান। উক্ত প্রতিবেদনটি প্রকাশের আগ পর্যন্ত রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতারের কোনো খবর পাওয়া যায়নি।

সুতরাং রাজশাহীর বিএনপি নেতা চাঁদকে গ্রেফতারের পুরোনো ছবি দিয়ে, সম্প্রতি প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় তাকে পুনরায় গ্রেফতারের খবর প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories