HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ক্যাম্পেইনের ভিডিওকে জারা বয়কটের ভিডিও বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, জারাকে বয়কটের নয় বরং এটি ফ্যাশন ব্র্যান্ডগুলোর টেক্সটাইল অপচয়ের প্রতিবাদে একটি ক্যাম্পেইনের ভিডিও।

By - Tausif Akbar | 19 Dec 2023 6:14 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজে পোস্ট করে বলা হচ্ছে, বিখ্যাত পোশাক ব্র্যান্ড জারা ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে একটি অপমানজনক বিজ্ঞাপন করার কারণে আমেরিকান জনগণ ব্র্যান্ডটির পোশাক রাস্তায় ফেলে দিচ্ছে। এরকম একটি পোস্ট দেখুন এখানে

গত ১৪ ডিসেম্বর 'Mohit Jaan' নামের ফেসবুক প্রোফাইল থেকে ইংরেজি লেখা সহ "বিখ্যাত পোশাক ব্র্যান্ড "জারা" গাজা যুদ্ধ নিয়ে একটি অপমানজনক বিজ্ঞাপন করার পর, আমেরিকান জনগণ "জারা" ব্র্যান্ডের সমস্ত পোশাক কোম্পানির সামনে ফেলে দেয়। পোশাকের ব্র্যান্ড 'জারা' গাজার গণহত্যাকে উপহাস করে বিজ্ঞাপন চিত্রের কারণে বিশ্বের অনেক দেশে বয়কট করা হচ্ছে" ক্যাপশনে একটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। আলোচ্য ভিডিওটি ফ্যাশন ব্র্যান্ড জারা'কে বয়কটের নয় বরং এটি ফ্যাশন ব্র্যান্ডগুলোর দৈনিক টেক্সটাইল অপচয়ের প্রতিবাদে তাদের উপর নিষেধাজ্ঞা জারি করে রিসেলার সাইট 'Vestiaire Collective' কর্তৃক প্রচারিত ক্যাম্পেইনের এআই জেনারেটেড ভিডিও।

রিভার্স ইমেজ সার্চ সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম-এ 'vestiaireco' নামের একাউন্ট থেকে ১৬ নভেম্বর মূল ভিডিওটি সহ একটি পোস্ট (রিল) খুঁজে পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়, "ফ্যাশন শিল্পকে আরও টেকসই ভবিষ্যতের জন্য রূপান্তরিত করা আমাদের মিশনের অংশ (প্রধান ফ্যাশন ব্র্যান্ডগুলোকে ব্যান করা)। প্রতি বছর ৯২ মিলিয়ন টন টেক্সটাইল বর্জ্য তৈরি হয়, তাই এখনই উদোগ নেওয়ার সময়। সেজন্য, আজ থেকে আমরা জারা, এইচএন্ডএম, গ্যাপ, অ্যাবারক্রম্বি অ্যান্ড ফিচ, ম্যাঙ্গো, আরবান আউটফিটার্স এবং ইউনিক্লো সহ Vestiaire Collective-এর আরও ৩০ টি ফাস্ট ফ্যাশন ব্র্যান্ড নিষিদ্ধ করছি। আন্দোলনে যোগ দিতে আপনি প্রস্তুত তো? (অনূদিত ও সংক্ষেপিত)"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



 ইনস্টাগ্রাম পোস্টটির প্রিভিউ দেখুন--


প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে যুক্তরাষ্ট্রের ফ্যাশন ম্যাগাজিন 'হার্পারস বাজার' এর অনলাইন সংস্করণে গত ১৭ নভেম্বর "Vestiaire Collective is taking a stand against fast fashion" শিরোনামে আলোচ্য ইনস্টাগ্রাম পোস্টটি যুক্ত করে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনেও উল্লেখ করা হয় "ফ্যাশন ব্র্যান্ডগুলোর দৈনিক টেক্সটাইল অপচয়ের প্রতিবাদে তাদের উপর নিষেধাজ্ঞা জারির করে রিসেলার সাইট 'Vestiaire Collective' কর্তৃক প্রচারিত ক্যাম্পেইনের ভিডিও"।

পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ সংস্থা 'রয়টার্স'-এ গত ১৫ ডিসেম্বর "ভিডিওটি সাম্প্রতিক জারা বয়কটের দাবিতে জারা'র জামাকাপড় ফেলে দেওয়ার ঘটনার নয় (অনূদিত)" শিরোনামে একটি তথ্য যাচাই প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয় "(আলোচ্য ভিডিওটি) সেকেন্ড-হ্যান্ড ফ্যাশন প্ল্যাটফর্ম Vestiaire Collective এর জন্য একটি এআই জেনারেটেড ক্যাম্পেইন ভিডিও যেখানে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড়ের স্তূপ দেখাচ্ছে"। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ, এটি ফ্যাশন ব্র্যান্ডগুলোর টেক্সটাইল অপচয়ের প্রতিবাদে তাদের উপর নিষেধাজ্ঞা জারি করে রিসেলার সাইট 'Vestiaire Collective' কর্তৃক প্রচারিত ক্যাম্পেইনের এআই জেনারেটেড ভিডিও যা সাম্প্রতিক জারা বয়কট আন্দোলনের পূর্ব থেকেই অনলাইনে চলমান রয়েছে।

সুতরাং, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরোনো এক ক্যাম্পেইনের এআই জেনারেটেড ভিডিওকে সাম্প্রতিক জারা বয়কটের ভিডিও হিসেবে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Related Stories