সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে চাঁদাবাজ বলে স্লোগান দেওয়ায় কাঁদতে দেখা গেছে তাকে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২২ এপ্রিল 'সত্য উন্মোচন' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে একটি রিলস শেয়ার করা হয়, এতে "বিএনপি চাঁদাবাজ" বলে স্লোগান দিতে শোনা যায় এবং ভিডিওর উপরে লেখা থাকতে দেখা যায়, "বিএনপি নেতা কাঁদলেন সাধারণ মানুষের মুখে চাঁদাবাজ স্লোগান শুনে"। এছাড়াও, ভিডিওটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে দেখতে পাওয়া যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ভিডিওটি এডিটেড। একটি কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অন্য একজন বক্তার বক্তব্য শুনছেন এমন একটি ভিডিওকে এডিট করে ভিন্ন কোনো স্থানে দেওয়া একটি স্লোগানের অডিও বসিয়ে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
ভিডিওটির ব্যাপারে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গত ২০ এপ্রিল দৈনিক পত্রিকা কালের কণ্ঠের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে "ছাত্র উপদেষ্টারা পদত্যাগ না করলে গণঅধিকার পরিষদ কর্মসূচি দিবে: ভিপি নুর | VP Nur | Kaler Kanto" শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে গণঅধিকার পরিষদ নেতা নুরুল হক নুরকে বক্তব্য দিতে দেখা যায়। নুরুল হক নুরের পাশে আমির খসরু মাহমুদ চৌধুরীকে আলোচ্য ভিডিওটির মত হুবহু পোশাকে এবং ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, তাঁর পাশের দাঁড়ানো একই ব্যক্তিদের দেখা যায়। তবে, সেখানে বিএনপিকে নিয়ে কোনো স্লোগান শুনতে পাওয়া যায়নি বরং নুরুল হক নুরের বক্তব্য শুনতে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--
এবারে, আলোচ্য ভিডিওটির একটি স্ক্রিনশট (বামে) এবং উপরের ইউটিউব ভিডিওটি থেকে নেওয়া একটি স্ক্রিনশট (ডানে) দেখুন পাশাপাশি--
এছাড়াও, নিউজ টোয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলেও একই তথ্যসহ আলোচ্য ভিডিওটির মত দৃশ্যসহ ভিডিও খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা জনকণ্ঠের অনলাইন ভার্সনে গত ২০ এপ্রিল "উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনেও আলোচ্য ভিডিওর মত একটি স্থির চিত্র খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন। পাশাপাশি, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বানও জানান তিনি। আজ রবিবার বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে এক বৈঠক শেষে এসব দাবি তুলে ধরেন নুর। তিনি বলেন, “এই সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হবে।” বর্তমানে আসিফ মাহমুদ শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে রয়েছেন। নুর আরও উল্লেখ করেন, এর আগে নাহিদ ইসলাম নামের আরেকজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব গ্রহণ করেছেন।" স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, দৈনিক পত্রিকা ইনকিলাবের অনলাইন ভার্সন এবং নিউজ টোয়েন্টিফোরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ আলোচ্য দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে দেখে ‘বিএনপি চাঁদাবাজ’ এমন স্লোগান দেওয়া হয়নি। নুরুল হক নুরের বক্তব্য দেওয়ার সময়ে আমির খসরু মাহমুদ চৌধুরীর এই ভিডিওটি ধারণ করা হয়।
সুতরাং আমির খসরু মাহমুদ চৌধুরীর নুরুল হক নুরের বক্তব্য শোনার একটি ভিডিওকে এডিট করে ভিন্ন একটি স্লোগান যুক্ত করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।