HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

কাশ্মীরে নিহত নৌ-সেনা ও তার স্ত্রীর বলে ভিন্ন ভিডিওর স্থিরচিত্র গণমাধ্যমে

বুম বাংলাদেশ দেখেছে, আশিস-ইয়াশিকা শর্মা নামে ভিন্ন এক দম্পতির ভিডিওর স্থিরচিত্রকে কাশ্মীরে নিহত বিনয় নারওয়াল ও তার স্ত্রীর বলে প্রচার করা হচ্ছে।

By - Tausif Akbar | 27 April 2025 8:51 AM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি গণমাধ্যমের ফেসবুক পেজ সহ বিভিন্ন সাধারণ পেজে কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত নৌ-সেনার লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের চিরবিদায় বিষয়ক প্রতিবেদনে কোলাজ ছবির সাথে কাশ্মীরে এই দম্পতির সময় কাটানোর দৃশ্য বলে একটি ছবি (ভিডিওর স্থিরচিত্র) প্রচার করা হয়েছে। এছাড়াও একই ছবি ব্যবহার করে ফটোকার্ডও প্রচার করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ২৪ এপ্রিল ‘The Bangladesh Today’ নামক পেজ থেকে 'কাশ্মিরে হামলা: দুঃস্বপ্নের মধুচন্দ্রিমা শেষে স্যালুট দিয়ে স্বামীকে চিরবিদায়' শিরোনামের একটি প্রতিবেদনের লিংক পোস্ট করা হয়। এতে দুইটি ছবির কোলাজ যুক্ত করা হয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



সংশ্লিষ্ট প্রতিবেদনে আলোচ্য স্থিরচিত্রটি ব্যবহার করেছে, 'নিউজ ২৪ (ফেসবুক)', 'দ্য বাংলাদেশ টুডে' সহ কয়েকটি গণমাধ্যম। এর পাশাপাশি () কাশ্মীরে আলোচ্য দম্পতির সময় কাটানোর দৃশ্য হিসেবে ছবিটি যুক্ত করে নিজেদের ফেসবুক পেজে একটি ফটোকার্ড এবং অনলাইন সংস্করণের প্রতিবেদন প্রকাশ করেছিল 'যমুনা টেলিভিশন'। যদিও ফেসবুক পেজ থেকে ফটোকার্ড এবং অনলাইন সংস্করণের প্রতিবেদন থেকে ছবিটি সরিয়ে ফেলা হয়েছে। তবে ফেসবুকে বিভিন্ন প্রোফাইলে এখনও ফটোকার্ডটি ও পুরোনো প্রতিবেদনটি পাওয়া যায়; দেখুন--


 

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আলোচ্য ছবিটি (ভিডিওর স্থিরচিত্র) কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত নৌ-সেনার লেফটেন্যান্ট বিনয় নারওয়াল ও তার স্ত্রীর নয়। ছবিটি (ভিডিওর স্থিরচিত্র) ভারতীয় রেলে কর্মরত এবং একইসাথে কন্টেন্ট ক্রিয়েটর আশিস শেরাওয়াত ও তার স্ত্রী ইয়াশিকা শর্মা নামের এক দম্পতির।

আলোচ্য ছবি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-এ গত ২৫ এপ্রিল “Couple in viral Pahalgam dance video, mistaken for Navy officer Vinay Narwal and wife, speaks out” শিরোনামে আলোচ্য স্থিরচিত্রটি সহ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

এতে উল্লেখ করা হয়, কন্টেন্ট ক্রিয়েটর আশিস শেহরাওয়াত এবং ইয়াশিকা শর্মা দম্পতি তাদের ইনস্টাগ্রামে পোস্টকৃত এক ভিডিওতে দাবি করেছেন আলোচ্য ছবি (ভিডিওটির স্থিরচিত্র) তাদের; কাশ্মীরে নিহত নৌ-সেনার লেফটেন্যান্ট বিনয় নারওয়াল ও তার স্ত্রীর নয়। ভারতীয় রেলওয়েতে কর্মরত শেহরাওয়াত নিশ্চিত করেছেন যে ভিডিওটি ১৪ এপ্রিল কাশ্মীরে তাদের ছুটি কাটানোর সময় রেকর্ড করা হয়েছিল।

হামলার একই দিনে গত মঙ্গলবার (২২ এপ্রিল) এই দম্পতি তাদের সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেছিলেন কিন্তু পরে বিভিন্ন ধরণের প্রতিক্রিয়া পাওয়ার পর তারা এটি সরিয়ে ফেলেন। তিনি গণমাধ্যমটিকে বলেন, আমরা বেঁচে আছি। আমরা জানি না কিভাবে আমাদের ভিডিও এভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা হৃদয়বিদারক যে এটি একটি মর্মান্তিক ঘটনার সাথে মিথ্যাভাবে যুক্ত করা হচ্ছে (অনূদিত ও সংক্ষেপিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ এর করে আশিস শেহরাওয়াত এবং ইয়াশিকা শর্মা দম্পতির ইনস্টাগ্রামে আলোচ্য ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটির প্রিভিউ দেখুন--



ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান বুম লাইভ আশিস শেহরাওয়াত এবং ইয়াশিকা শর্মা দম্পতির সঙ্গে যোগাযোগ করলে, আশিস শেরাওয়াত বুম'কে ভিডিওটির মেটাডাটা দেখায়; যেখানে দেখা যায় ভিডিওটি পহেলগাঁওয়ে আলোচ্য ঘটনার আট দিন আগে তথা ১৪ এপ্রিল, ২০২৫-এ তোলা হয়েছে। আশিস বুমের কাছে তাদের ভিডিওটি বিভ্রান্তিকরভাবে কাশ্মীরে হত্যাকাণ্ডে নিহত নৌ-সেনার লেফটেন্যান্ট বিনয় নারওয়াল ও তার স্ত্রীর নামে ছড়ানোর বিষয়টিও জানিয়েছেন। বুম'কে পাঠানো মেটাডাটা সহ ভিডিওটির স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ আলোচ্য ছবিটি (ভিডিওর স্থিরচিত্র) কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত নৌ-সেনার লেফটেন্যান্ট বিনয় নারওয়াল ও তার স্ত্রীর নয়।

সুতরাং গণমাধ্যমে কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত নৌ-সেনার লেফটেন্যান্ট বিনয় নারওয়াল ও তার স্ত্রীর বলে ভিন্ন দম্পতির ভিডিও (স্থিরচিত্র) প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories