HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বাবরি মসজিদ দাবি করে ভিন্ন মসজিদের ছবি প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি বাবরি মসজিদের নয় বরং এটি ভারতের নয়াদিল্লীতে অবস্থিত কোটলা মসজিদের ছবি।

By - Ummay Ammara Eva | 13 Feb 2024 5:10 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক গ্রুপে একটি ছবি পোস্ট করে ছবিটি বাবরি মসজিদের বলে দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানেএখানে

গত ২২ জানুয়ারি একটি ফেসবুক গ্রুপে 'Zayn Nazim' নামের একটি আইডি থেকে একটি ছবি পোস্ট করে লেখা হয়, "আজ বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন হলো ।মুসলমানদের মসজিদ জুলম করে কেরে নিলেন। এই ক্ষত মুসলমানের মনে থাকবে সারাজীবন। উপমহাদেশের দুইটি বড় সম্প্রদায়ের মাঝে এই ফাটল কমবে না।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



পোস্টে যুক্ত ছবিতে একটি ভাঙা স্থাপনায় এবং এর বাইরে মুসল্লিদেরকে নামাজরত অবস্থায় দেখা যায়। অর্থাৎ ছবিটি ভারতে সাম্প্রদায়িক দ্বন্দ্বে ভেঙে ফেলা ঐতিহাসিক বাবরি মসজিদের বলে দাবি করা হচ্ছে।


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ছবিটি বাবরি মসজিদের নয় বরং এটি ফিরোজশাহ কোটলা মসজিদের ছবি, যা ২০০৮ সালে ধারণ করা হয়।

কি-ওয়ার্ড সার্চ করে জাওয়াজ ডট কম নামে একটি ওয়েবসাইটে "41 Beautiful Hajj and Eid-ul-Adha Photos" শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। বার্তাসংস্থা এসোসিয়েট প্রেস (এপি)-র ছবি হিসেবে উল্লেখ করে ওই ছবির ক্যাপশনে লেখা হয়, ২০০৮ সালের ৯ ডিসেম্বর বুধবার ভারতের নয়াদিল্লিতে ফিরোজশাহ কোটলায় ঈদ-উল-আযহার নামাজ আদায় করছেন মুসলিমরা৷ (অনূদিত)। স্ক্রিনশট দেখুন--


উপরের নিবন্ধের সূত্র ধরে আরো সার্চ করে বার্তাসংস্থা এপির ওয়েবসাইটে "APTOPIX India Eid" শিরোনামে একটি ছবি খুঁজে পাওয়া যায়। ওই ছবির ক্যাপশন থেকে জানা যায়, ২০০৮ সালের ৯ ডিসেম্বর Gurinder Osan নামের এক ফটোগ্রাফার ভারতের নয়াদিল্লীর ফিরোজশাহ কোটলা মসজিদে মুসলিমরা ঈদুল আযহার নামাজ আদায় করার সময়ে ছবিটি ধারণ করেন। স্ক্রিনশট দেখুন--


এপি থেকে পাওয়া ছবিটি এবং আলোচ্য ছবিটির মধ্যে হুবহু মিল রয়েছে। আলোচ্য ছবি (বামে) এবং এপির ওয়েবসাইটে প্রাপ্ত ছবিটি (ডানে) দেখুন পাশাপাশি--


অর্থাৎ ছবিটি ভারতের অযোধ্যায় অবস্থিত বাবরি মসজিদের নয় বরং এটি নয়াদিল্লিতে অবস্থিত ফিরোজশাহ কোটলা মসজিদের ছবি।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি ভারতের অযোধ্যায় ভেঙে ফেলা বাবরি মসজিদের জায়গায় নির্মাণাধীন রামমন্দিরের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সুতরাং ভিন্ন একটি মসজিদের ছবিকে ভারতের বাবরি মসজিদের দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories