HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

মোহাম্মদপুরে ভবনে আগুন লাগার ভিডিওকে জঙ্গি হামলার বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, রাজধানীর মোহাম্মদপুরের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিওকে জঙ্গি হামলার ঘটনা বলে প্রচার করা হচ্ছে।

By - Ummay Ammara Eva | 16 Nov 2025 11:20 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভবনে চলমান অগ্নিকাণ্ডের ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, মোহাম্মদপুরের একটি বাড়িতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এরকম দুটি পোস্ট দেখুন এখানেএখানে

গত ৫ নভেম্বর 'মুজিব আদর্শের সৈনিক' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে আলোচ্য ভিডিওটি শেয়ার করে বলা হয়, "রাজধানীর মোহাম্মদপুরে এই মুহূর্তে তিনটি বো*মা হা/ম/লা করেছে জ★ঙ্গি বাহিনী... বহু মানুষ হতাহত হওয়ার আশঙ্কা। #জঙ্গি #পাকিস্তান #বাংলাদেশ"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। গত ৫ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময়ে ধারণকৃত ভিডিওকে জঙ্গি হামলার ঘটনার ভিডিও বলে প্রচার করা হচ্ছে।

আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল আইয়ের অনলাইন ভার্সনে গত ৫ নভেম্বর "রাজধানীর মোহাম্মদপুরে ভবনে অগ্নিকাণ্ড" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির মত একটি দৃশ্য খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়, "রাজধানীর মোহাম্মদপুরে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ৫ নভেম্বর বুধবার সকালে রাজধানীর মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিংয়ের বহুতল ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে। সেখানে কিছু মানুষ ছাদে আটকা পড়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।"। স্ক্রিনশট দেখুন--



আরো সার্চ করে দৈনিক পত্রিকা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের অনলাইন ভার্সনে গত ৫ নভেম্বর "Fire breaks out at Mohammadpur residential building, brought under control swiftly" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদনেও আলোচ্য ভিডিওটির মত একটি দৃশ্য খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়, "আজ (৫ নভেম্বর) দুপুরের দিকে ঢাকার মোহাম্মদপুরের কাদেরাবাদ এলাকায় হাই হেরিটেজ নামে একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগেছে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনও হতাহত বা আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়নি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।  (অনূদিত)"। স্ক্রিনশট দেখুন--



এছাড়াও, আরো রিভার্স ইমেজ সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম নাগরিক টিভির ইউটিউব চ্যানেলে গত ৫ নভেম্বর প্রচারিত একটি রিলভিডিওতে আলোচ্য ভিডিওটির মত দৃশ্য খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "রাজধানীর মোহাম্মদপুরে বহুতল ভবনে আ/গু/ন"। রিলভিডিওটি দেখুন--

Full View


এছাড়াও, বেসরকারি সম্প্রচার মাধ্যম নিউজ টোয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলে গত ৫ নভেম্বর প্রচারিত একই ধরণের দৃশ্যসম্বলিত একটি রিলভিডিও দেখুন--


Full View


অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি কোনো জঙ্গি হামলার ঘটনায় ধারণকৃত নয়। মোহাম্মদপুরের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

সুতরাং মোহাম্মদপুরে অগ্নিকাণ্ডের ভিডিওকে জঙ্গি হামলার ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories