সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভবনে হামলার ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, সাম্প্রতিক ইরান-ইসরায়েল যুদ্ধে ইরানের মিসাইল আক্রমণে ইসরায়েল ডিফেন্স হেডকোয়ার্টার ধসে যাওয়ার ভিডিও। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১৭ জুন ‘Swadhin Rahman স্বাধীন রহমান’ নামক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “ইসরায়েল ডিফেন্স হেডকোয়ার্টার ধসে গেল,,,, ইরানের মিসাইল আক্রমণে,,,...”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটি ২০২৪ সালের নভেম্বরে লেবাননের রাজধানী বৈরুতের তাইউনেহ এলাকায় একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে হিজবুল্লাহর স্থাপনা থাকার অভিযোগ করে ইসরায়েলি বিমান হামলার দৃশ্য। ইরানের হামলায় ইসরায়েলের ডিফেন্স হেডকোয়ার্টার্স ধ্বংস হওয়ার দৃশ্য নয়।
ভিডিও থেকে কি-ফ্রেম নিয়ে ছবি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ইনস্টাগ্রামে ‘dunia_ya_vita’ইউজারনেমের একটি অ্যাকাউন্টে ২০২৫ সালের ১৬ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। পর্যবেক্ষণ করে দেখা যায় প্রচারিত ভিডিওটি ইনস্টাগ্রামে প্রাপ্ত ভিডিওটির ক্রপড সংস্করণ। ইনস্টাগ্রাম পোস্টটিতে উল্লেখ করা হয়, ভিডিওটি লেবাননের রাজধানী বৈরুতের ঘটনার দৃশ্য (অনূদিত ও সংক্ষেপিত)। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফেসবুকে প্রচারিত ভিডিও (বামে) এবং ইনস্টাগ্রামে পাওয়া ভিডিওর (ডানে) পাশাপাশি তুলনামূলক মিল দেখুন--
প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে, আন্তর্জাতিক গণমাধ্যম 'সিএনএন'-এ ২০২৪ সালের ১৭ নভেম্বর "AP photographer captures moment bomb hits apartment building in Lebanon" শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়।
এই প্রতিবেদনে উল্লেখ করা হয়, "২০২৪ সালের ১৫ নভেম্বর লেবাননের রাজধানী বৈরুতের তাইউনেহ এলাকায় একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ওই ভবনে হিজবুল্লাহর একটি স্থাপনা ছিল। হামলার পর ভবন থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা যায়।
এ হামলার সময় ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান করছিলেন অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ফটোগ্রাফার হাসান আম্মার। তিনি নিরাপদ দূরত্বে থেকে হেলমেট ও ফ্ল্যাক জ্যাকেট পরে ঘটনাটি ক্যামেরায় ধারণ করেন (অনূদিত ও সংক্ষেপিত) "। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
পর্যবেক্ষণে সিএনএন এর ওয়েবসাইটে এপি'র বরাতে প্রকাশিত ভবনের ছবির সাথে ফেসবুকে প্রচারিত ক্লিপটির ভবনের মিল পাওয়া যায়।
অর্থাৎ আলোচ্য ভিডিওটি ২০২৪ সালের নভেম্বরে লেবাননের রাজধানী বৈরুতের তাইউনেহ এলাকায় একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে হিজবুল্লাহর স্থাপনা থাকার অভিযোগ করে ইসরায়েলি বিমান হামলার দৃশ্য।
উল্লেখ্য গত ১৩ জুন শুক্রবার ইসরায়েল আকস্মিকভাবে ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়, যা ইরান-ইসরায়েল যুদ্ধের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। এরপর ইরান পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের বড় শহরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
সুতরাং সামাজিক মাধ্যমে ইরানের হামলায় ইসরায়েলের ডিফেন্স হেডকোয়ার্টার্স ধ্বংস হওয়ার দৃশ্য বলে ইসরায়েলের হামলায় লেবাননের একটি ভবন ধ্বংস হওয়ার পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।