HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

শেখ মুজিবকে মমতার শ্রদ্ধা জানানোর পুরোনো ছবি সাম্প্রতিক দাবিতে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি গত ১৫ আগস্টের নয় বরং এটি ২০২০ সালের ১৭ মার্চ শেখ মুজিবের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর।

By - Mamun Abdullah | 24 Aug 2025 11:04 AM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখ মুজিবুর রহমানের একটি ছবিতে শ্রদ্ধা জানাচ্ছেন এমন একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি চলতি মাসের ১৫ আগস্টে শেখ মুজিবকে শ্রদ্ধা জানানোর দৃশ্যের। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ১৫ আগস্ট ‘Mahamudul Asad Rasel’ নামক একটি আইডি থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় শোক দিবসে ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ভাইরাল ছবিটি চলতি মাসের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর নয়। বরং এটি ২০২০ সালের ১৭ মার্চ শেখ মুজিবের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর। 

কি ওয়ার্ড সার্চ করে সম্প্রতি শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পক্ষ থেকে কোনো ধরণের শ্রদ্ধা জানানো বা শোক পালনের তথ্য বা খবর খুঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি, কি ওয়ার্ড সার্চ করে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী ‘Mamata Banerjee’ অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক একাউন্ট ও এক্স একাউন্টে সম্প্রতি এ ধরণের কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি। 

পরবর্তীতে ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী ‘Mamata Banerjee’ অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক একাউন্টে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ২০২০ সালের ১৭ মার্চে করা পোস্টের ছবির সঙ্গে ফেসবুকে সাম্প্রতিক দাবিতে প্রচারিত ছবির সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন-- 



যেখানে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে আজ বিধানসভায় শ্রদ্ধেয় স্পিকার এবং বিধায়কদের উপস্থিতিতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলাম। এই অবিসংবাদিত নেতা মাতৃভাষা এবং মাতৃভূমির জন্য লড়াই করে আজও জাতির অনুপ্রেরণা হয়ে আছেন।

এছাড়াও, কি ওয়ার্ড সার্চ করে “বঙ্গবন্ধুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের” শিরোনামে ‘ডিবিসি’র অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২০ সালের ১৮ মার্চ প্রকাশিত প্রতিবেদনের ব্যবহৃত ছবির সঙ্গে ভাইরাল ছবির মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (১৭ মার্চ) তিনি বিধানসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। স্ক্রিনশট দেখুন-- 



অর্থাৎ শেখ মুজিবের ছবিতে মমতা ব্যানার্জীর শ্রদ্ধা জানানোর এই ছবিটি সাম্প্রতিক নয় বরং এটি ২০২০ সালের পুরোনো।

সুতরাং ২০২০ সালের পুরোনো ছবি দিয়ে শেখ মুজিবের ছবিতে মমতা ব্যানার্জীর সাম্পতিক শ্রদ্ধা জানানোর দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories