সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, একটি মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ৩০ জুন 'MD Shahin' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "আহারে কি নির্মমতা এবং একজন বাবার আর্তনাদ বাংলাদেশ ২০২৪'র আগস্ট মাস থেকে সারা দেশে নারী ধ"র্ষ"ণ করেই চলছে জুলাইর মব স"ন্ত্রা"সী"রা। একটি মেয়েকে ধ"র্ষ"ণ করে হ"ত্যা করে রেখে গেছে মেয়ের বাবার আহাজারী কে শুনবে, দেশে এখন কোন বিচার নাই। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে পাকিস্তানি হায়নারা যা যা করছে ২০২৪'র বাংলাদেশের ম"ব জ"ঙ্গি, স"ন্ত্রা"সী"রা তার চেয়ে বেশি করছে!!"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। Short Film BD নামের একটি ফেসবুক পেজে বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা আলোচ্য ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওটি স্ক্রিপ্টেড এবং অভিনয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে।
ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গত ৩০ জুন 'Short Film BD' নামে একটি ফেসবুক পেজে আপলোড করা আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "মৌসুমীর সাথে কি হলো"। তবে, ফেসবুক পোস্টটি থেকে আর কোনো তথ্য পাওয়া যায়নি। ফেসবুক পোস্টটি দেখুন--
পরবর্তীতে উক্ত ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে পেজের পরিচিতিতে "watch and enjoy the best Short film & Drama. stay connected with us for the (সেরা শর্ট ফিল্ম এবং নাটক দেখুন এবং উপভোগ করুন। আমাদের সাথে সংযুক্ত থাকুন-- অনূদিত)" লেখা থাকতে দেখা যায়। অর্থাৎ উক্ত পেজটিতে অভিনয়ের মাধ্যমে তৈরি ভিডিও এবং নাটক পোস্ট করা হয়। পেজটি গাজীপুর জেলা থেকে পরিচালিত হয় বলে পরিচিতিতে উল্লেখ করা হয়। স্ক্রিনশট দেখুন--
ফেসবুক পেজটি আরো পর্যবেক্ষণ করে আলোচ্য ভিডিওটিতে উপস্থিত ব্যক্তিদের অভিনয় করা একই ধরণের আরো ভিডিও খুঁজে পাওয়া যায়। এরকম কয়েকটি ভিডিও দেখুন এখানে, এখানে ও এখানে।
অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয়। বিনোদনের উদ্দেশ্যে ভিডিও ধারণ করে ফেসবুক পেজে পোস্ট করা ভিডিও শেয়ার করে নারীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে দাবি করে প্রচার করা হচ্ছে।
সুতরাং স্ক্রিপ্টেড ভিডিও শেয়ার করে ভিডিওতে দেখানো নারীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।