HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

আমির খসরুর সাথে কথা কাটাকাটি করা এই ব্যক্তি আসিফ নজরুল নন

আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে তর্কে লিপ্ত এই ব্যক্তি বরিশাল বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

By - Ummay Ammara Eva | 16 Nov 2025 11:33 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে এক ব্যক্তির বাগবিতণ্ডায় জড়ানোর ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, আমির খসরু অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে ধমক দিচ্ছেন। এরকম দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানে এখানে

গত ৮ নভেম্বর 'Bangladesh-বাংলাদেশ' নামে একটি ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "এমনটা করলো কেন? আসিফ নজরুল বিএনপির পা চাটতে-চাটতে খালেদা জিয়া সহ তারেক জিয়া, এমনকি বিএনপির সাজাপ্রাপ্ত শীর্ষ স,/ন্ত্রা,/সী-জ,/ঙ্গিদেরও জামিন দিয়েছে। তাহলে কি বিএনপি থেকে নমিনেশন চেয়েছে?"। এছাড়াও, ভিডিওটির উপরে লেখা থাকতে দেখা যায়, "আসিফ নজরুলকে শাসালেন বিএনপির আমির খসরু মাহমুদ"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে বাগবিতণ্ডায় জড়ানো এই ব্যক্তি আসিফ নজরুল নন। ভিডিওর ব্যক্তির নাম আকন কুদ্দুসুর রহমান এবং তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ও বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক।

আলোচ্য ভিডিওটিতে উপস্থিত ব্যক্তিদের ব্যাপারে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএসবি নিউজ বাংলার ফেসবুক পেজে গত ৩১ আগস্ট 'CSB News USA' -এ করা একটি পোস্টে আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, "ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রভাবশালী উপদেষ্টা ড.আসিফ নজরুলকে ধমকাচ্ছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু উপদেষ্টার মত দেখতে হলেও তিনি উপদেষ্টা নন: তিনিও বিএনপি নেতা"। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View


আরো সার্চ করে 'Razaul Karim Sazzad' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করা আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "বরিশাল শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত “বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের মতবিনিময় সভা ২০২৫” এ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের প্রকাশ্যে বাগবিতণ্ডা!" ফেসবুক পোস্টটি দেখুন--

Full View


এছাড়াও, এই একই ভিডিওর ব্যাপারে একই তথ্য জানা জানা যায় ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রাপ্ত একাধিক পোস্ট থেকে।

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে বরিশাল থেকে পরিচালিত অনলাইন পোর্টাল বরিশাল ক্রাইম নিউজের ওয়েবসাইটে গত ৩০ আগস্ট 'বরিশালে কেন্দ্রীয় নেতা আমীর খসরুর সামনেই বিএনপির দুই পক্ষের হাতাহাতি' শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনটিতে বলা হয়, "বরিশালে ব্যবসায়ীদের মতবিনিময় সভার শেষ মূহূর্তে চরম বিশৃঙ্খলা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সামনেই দলটির স্থানীয় দুটি পক্ষের মধ্যে হাতাহাতি হয়। আমীর খসরু এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।" স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আমির খসরু মাহমুদ চৌধুরী যে ব্যক্তিকে ধমক দিচ্ছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল নন বরং বিএনপির বরিশাল বিভাগীয় নেতা আকন কুদ্দুসুর রহমান।

সুতরাং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর আরেকজন বিএনপির নেতাকে ধমকানোর ভিডিও শেয়ার করে তিনি আসিফ নজরুলকে ধমকাচ্ছেন বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories