সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী রাতের আধাঁরে একটি ছাগল হাতে ধরে আছেন। ছবিতে সিসিটিভি ফুটেজের সরাসরি ক্যাপচারের অনুরূপ 'লাইভ' ওয়াটারমার্কও দেখা যাচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২০শে সেপ্টেম্বর ‘Mohammad Rony’ নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “প্রযুক্তি বিএনপির আমলে আধুনিক হইলে আমরা এনসিপি নেতার মতো মীর জাহানেরও এমন ফুটেজ দেখতে পাইতাম ...”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। কথিত এই ছবিটি বাস্তবে ধারণ করা কোনো সিসিটিভি ফুটেজের স্থিরচিত্রের নয় নয় বরং এআই প্রযুক্তির সহায়তায় আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
সার্চ করে আলোচ্য ছবিটির বিষয়ে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ফেসবুকে ‘Shuvo Kamal’ নামক একটি পেজে আলোচ্য ছবিটির আরেকটি ভার্শন (আনক্রপড) পাওয়া যায়। ছবিটির নিচের দিকের ডান কোণে গুগলের এআই টুল জেমিনির লোগোর একটি অংশ দেখতে পাওয়া যায়। দেখুন--
যেহেতু গুগলের জেমিনি টুলের লোগো পাওয়া গেছে তাই ছবিটি জেমিনি দিয়ে তৈরি কিনা নিশ্চিত হতে গুগলেরই SynthID নামক ডিটেকশন টুলে ছবিটিকে যাচাই করা হয়েছে। কেননা জেমিনির ২.৫ ফ্ল্যাশ মডেল আলাদা দুইটি ছবি থেকে একটি বাস্তবের ন্যায় ছবি তৈরির জন্য পরিচিত।
গুগলের জেনারেটিভ টুলগুলো তাদের ইমেজ কন্টেন্টে সাধারণ ওয়াটারমার্কিংয়ের পাশাপাশি 'SynthID' নামক এক ধরণের ওয়াটারমার্কিং ব্যবহার করে যা খালি চোখে শনাক্ত করা যায়না। তবে গুগলের SynthID ডিটেকশন টুল সেটি শনাক্ত করতে পারে। এই প্রক্রিয়ায় যাচাই করলেও টুলটি আলোচ্য ছবিটি 'গুগলের এআই ইমেজ জেনারেটিভ মডেল ব্যবহার করে তৈরি' বলে ফলাফল দিয়েছে এবং ছবিতে SynthID শনাক্ত করেছে। দেখুন--
অর্থাৎ ছবিটি এআই প্রযুক্তিতে তৈরি।
সুতরাং সামাজিক মাধ্যমে এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে বাস্তবে ধারণ করা ছবি হিসেবে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।