সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করার ছবি। এ ধরনের কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১ জানুয়ারি ‘Rs lifestyle’ নামক প্রোফাইল থেকে এরকম একটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “মিজানুর রহমান আজহারী সাহেব মরহুমা খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন ...” (বানান অপরিবর্তিত)। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। মিজানুর রহমান আজহারীর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করার বলে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। ছবিটির ক্রিয়েটর নাজিম উদ্দিন বুম বাংলাদেশকে জানিয়েছেন ছবিটি তিনিই এআই দিয়ে তৈরি করেছেন।
অনুসন্ধানে ফেসবুকে '12মায়া বিনোদন' নামের একটি ফেসবুক পেজে গত ১ জানুয়ারি আলোচ্য ছবিটি পোস্ট করতে দেখা যায়। পাবলিক স্পেসে এই ছবিটি এর আগে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ছবিটিতে দেখা যায় এর ডান দিকের নিচের কোণায় 'AI দিয়ে তৈরি' লেখা রয়েছে। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ছবিটি এআই দিয়ে তৈরি করে পেজটি থেকে ডিসক্লেইমারসহ প্রকাশ করার পর, সেই ডিসক্লেইমার অংশ ক্রপ করে ছবিটি বাস্তব বলে প্রচার করা হয়েছে।
পেজটির সাথে যোগাযোগ করলে স্বত্বাধিকারী কন্টেন্ট ক্রিয়েটর নাজিম উদ্দিন বুম বাংলাদেশকে জানিয়েছেন, ছবিটি তিনি Hailuo AI টুল দিয়ে তৈরি করেছেন।
এদিকে সার্চ করে খালেদা জিয়ার জানাজায় মিজানুর রহমান আজহারীর উপস্থিতি এবং জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নেওয়ার খবর গণমাধ্যমে পাওয়া গেলেও কবর জিয়ারতের আলোচ্য ছবিটি বা এরকম সময়ের কোনো দৃশ্য কোনো গণমাধ্যমেই পাওয়া যায়নি।
অর্থাৎ ছবিটি এআই দ্বারা তৈরি করা হয়েছে।
সুতরাং সামাজিক মাধ্যমে বাস্তব দৃশ্যের বলে এআই প্রযুক্তিতে তৈরি ছবি প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।




