HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

৬০ টাকার এই নোটটি স্মারক নোট, বিনিময়যোগ্য নয়

বুম বাংলাদেশ দেখেছে, ৬০ টাকার নোটটি ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে স্মারক নোট হিসেবে মুদ্রণ করা হয়।

By - Tausif Akbar | 28 April 2024 8:48 PM GMT

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দু'টি ছবি পোস্ট করে বলা হচ্ছে, বাংলাদেশের ৬০ টাকার একটি নোট। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে

গত ২৪ এপ্রিল 'MMR MIZAN' নামের একটি পেজ থেকে ছবি দু'টি পোস্ট করে লেখা হয়, "বাংলাদেশের ৬০ টাকার একটি নোট"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ৬০ টাকার নোটটি প্রচলিত কোন মুদ্রা নয় বরং এটি ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত একটি স্মারক নোট, যা বিনিময়যোগ্য নয়।

আলোচ্য নোটের ছবি পর্যবেক্ষণ করে দেখা যায় যে ছবিতে 'স্মারক নোট' শব্দটি উল্লেখ করা আছে। স্মারক নোট লেখা চিহ্নিত করা অবস্থার (প্রকৃত ছবিটি ৯০ ডিগ্রিতে ঘুরানো) স্ক্রিনশট দেখুন--



প্রাপ্ত তথ্য অনুযায়ী (৬০ টাকার স্মারক নোট) কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে অনলাইন সংবাদমাধ্যম 'বিডিনিউজ২৪'-এ ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি "ভাষা আন্দোলনের ৬০ বছরে স্মারক নোট" শিরোনামে আলোচ্য নোটের মূল ছবি সহ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, "ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে স্মারক নোট আনছে কেন্দ্রীয় ব্যাংক। নোটের এক পিঠে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিকৃতি, প্রতিকৃতির নিচে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ লেখা পংক্তিমালা এবং নিচের দিকে বামে ভাষা আন্দালনের ৬০ বছর ও ওপরের দিকে বামে ‘বাংলাদেশ ব্যাংক' মুদ্রিত রয়েছে"। বিডিনিউজ২৪ এর প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে 'বাংলাদেশ ব্যাংক' এর ওয়েবসাইটের স্মারক নোটস সেকশনে "Sixty taka paper note 60 Years of Language Movement(1952-2012)" শিরোনামে প্রকাশিত মূল স্মারক নোট দুইটির ছবি সহ একটি নিবন্ধ পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, নোটটি একটি স্মারক নোট যার সম্মুখভাগে কেন্দ্রীয় শহিদ মিনারের ছবি এবং শহিদ মিনারের নিচে একটি শিলালিপি রয়েছে যাতে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি; আমি কি ভুলিতে পারি' লেখা এবং ১৯৫২ সালের প্রথম শহিদ মিনারের ছবি মাঝখানে এবং ছবির দুই পাশে পাঁচ ভাষা শহিদের ছবি সংযোজন করা হয়েছে (অনূদিত ও সংক্ষেপিত)। স্ক্রিনশট দেখুন--



আলোচ্য ফেসবুক পোস্টের নোটটির সম্মুখ অংশের ছবি (বামে) ও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রাপ্ত স্মারক নোটের সম্মুখ অংশের ছবি (ডানে) পাশাপাশি দেখুন--



অর্থাৎ এটি একটি ৬০ টাকার স্মারক নোট যেটিতে কেন্দ্রীয় শহিদ মিনারের ও পাঁচ ভাষা শহিদের ছবি সংযোজন করা হয়েছে। নোটটি ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে মুদ্রণ করা হয় ২০১২ সালে। স্মারক নোট বানিজ্যিকভাবে (কেনাকাটা-লেনদেন) ব্যবহারের জন্য নয়

উল্লেখ্য এর আগে ঢাকায় মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে মুদ্রিত ৫০ টাকার একটি স্মারক নোটের ছবি প্রচলিত ৫০ টাকার নোট হিসেবে ছড়িয়ে পড়লে সেটি যাচাই করে ফ্যাক্ট-চেক প্রতিবেদন প্রকাশ করে বুম বাংলাদেশ।

সুতরাং সামাজিক মাধ্যমে ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে মুদ্রিত ৬০ টাকার স্মারক নোটকে প্রচলিত নোট দাবিতে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Related Stories