ফেক নিউজ

ডাকসু নির্বাচনে বয়সসীমা নিয়ে ছাত্রদল নেতাকে জড়িয়ে ভুয়া ফটোকার্ড প্রচার

আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে ডেইলি ক্যাম্পাস।

By - Mamun Abdullah | 22 Jun 2025 1:03 AM IST

ডাকসু নির্বাচনে বয়সসীমা নিয়ে ছাত্রদল নেতাকে জড়িয়ে ভুয়া ফটোকার্ড প্রচার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে শিক্ষাঙ্গন ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল দ্যা ডেইলি ক্যাম্পাসের লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রার্থীদের বয়সসীমা না থাকায় প্রার্থী হয়েছেন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানেএখানে, এখানে, এখানে এবং এখানে

গত ১৯ জুন 'Shakil Chowdhury Bijoy' নামের একটি ফেসবুক আইডি থেকে ফটোকার্ডটি পোস্ট করে উল্লেখ করা হয়, "জাতীয়তাবাদী ছাত্রদল থেকে জানানো হয়, এটা সত্য যে ১ম/২য় বর্ষের ছাত্রছাত্রী আমাদের সন্তানের বয়সী। কিন্তু একজন পিতা হিসেবে, আমরা চাই আমাদের সন্তানেরা বুঝুক তাদের পিতাদেরও যোগ্যতা আছে। বাপ-বেটার মধ্যে যেই জিতুক, ঘরের মধ্যে ভিপি-জিএস থাকবে।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি নকল। ক্যাম্পাস ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল দ্যা ডেইলি ক্যাম্পাসের একটি ফটোকার্ডকে এডিট করে আলোচ্য ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে ডেইলি ক্যাম্পাস।

কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো প্রতিবেদন ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি।

এমনকি নির্ভরযোগ্য গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে, ভাইরাল ফটোকার্ডে উল্লিখিত সময়ের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে দ্যা ডেইলি ক্যাম্পাসের ভেরিফায়েড ফেসবুক পেজে ১৬ জুন একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। যেই ফটোকার্ডের সঙ্গে ভাইরাল ফটোকার্ডের শিরোনামে মিল পাওয়া যায়। যদিও ওই ফটোকার্ডে ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি যুক্ত করা নেই।

এদিকে, কি-ওয়ার্ড সার্চ করে ভাইরাল ফটোকার্ডটি তাদের নয় বলে ডেইলি ক্যাম্পাসের অফিশিয়াল ফেসবুক পেজে ১৯ জুন একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে বলা হয়, ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবিযুক্ত ভাইরাল ফটোকার্ডটি ডেইলি ক্যাম্পাসের নয়। এটি ফেক। পোস্টটি দেখুন--

Full View

অর্থাৎ আলোচ্য ফটোকার্ডটি ফেক। ডেইলি ক্যাম্পাস এমন কোনো ফটোকার্ড বানায়নি।

সুতরাং ডেইলি ক্যাম্পাসের লোগো যুক্ত করে ভুয়া ফটোকার্ড তৈরি করে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে।

Related Stories