HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বিয়ের এই দৃশ্যগুলো বাস্তব ঘটনার নয় বরং স্ক্রিপ্টেড

বুম বাংলাদেশ দেখেছে, Wedding Studio নামে একটি ফেসবুক পেজে আপলোড করা স্ক্রিপ্টেড বিয়ের ভিডিও ধারণকালে ছবিগুলো তোলা হয়েছে।

By - Ummay Ammara Eva | 31 July 2025 5:28 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে কিছু স্থিরচিত্র শেয়ার করে বলা হচ্ছে, একজন শিল্পপতির ছেলে কমবয়সী এক মেয়েকে বিয়ের করে নিয়ে যাওয়ার সময়ে আলোচ্য ছবিগুলো ধারণ করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানে, এখানেএখানে

গত ৮ জুলাই 'Md Al Amin' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে বিয়ের পোশাক পরা ব্যক্তিদের কিছু স্থিরচিত্র শেয়ার করে বলা হয়, "হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করলেন শিল্পপতি এক মাত্র ছেল রোমান প্রধান। 🥰🥰স্যালুট বস আপনাকে অভিনন্দন 🥰🥰 আমার অনেক বন্ধুরা এখনও চিন্তায় আছে তাই একটাই স্লোগা "হতাশার দিন শেষে চাচাদের বাংলাদেশ""। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। বিভিন্ন সময়ে স্ক্রিপ্টেড বিয়ের ভিডিও এবং ছবি আপলোড করে এমন একটি ফেসবুক পেজ Wedding Studio-তে আলোচ্য ছবিগুলো খুঁজে পাওয়া যায়। আলোচ্য ছবিগুলো একটি স্ক্রিপ্টেড বিয়ের শুটিং চলাকালে ধারণ করা হয়।

আলোচ্য পোস্টের স্থিরচিত্রগুলো সম্পর্কে জানতে ছবিগুলোর রিভার্স ইমেজ সার্চ করে গত ৭ জুলাই 'Wedding Studio' নামে একটি ফেসবুক পেজে আলোচ্য ছবিগুলোর মত ছবি খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটির ক্যাপশনে বলা হয়, "হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করলেন শিল্পপতি এক মাত্র ছেল রোমান প্রধান"। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View


পরবর্তীতে উক্ত ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে ফেসবুক পেজটির পরিচিতিতে লেখা থাকতে দেখা যায়,"Hello friends,I am Delwar,I live in Saudi Arabia,We don't upload videos to offend anyone,just to keep memories alive,we do not do any marriage program,any complaint you have let us know....(হ্যালো বন্ধুরা, আমি দেলোয়ার, আমি সৌদি আরবে থাকি। আমরা কাউকে আঘাত করার জন্য ভিডিও আপলোড করি না, কেবল স্মৃতি ধরে রাখার জন্য, আমরা কোনও বিবাহ অনুষ্ঠান করি না। আপনার কোনও অভিযোগ থাকলে আমাদের জানান।...)"। স্ক্রিনশট দেখুন--



এছাড়াও আলোচ্য ছবিগুলোতে উপস্থিত ব্যক্তিদেরকে ওই ফেসবুক পেজে এর আগে আপলোডকৃত অসংখ্য ভিডিওতে খুঁজে পাওয়া যায়। এরকম কয়েকটি ভিডিও দেখুন এখানে, এখানে, এখানেএখানে

অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিতি সঠিক নয়। আলোচ্য ছবিগুলো কোনো সত্যিকারের বিয়ের ভিডিও নয় বরং কনটেন্ট ক্রিয়েটরদের বানানো কনটেন্টের ছবি।

সুতরাং স্ক্রিপ্টেড বিয়ের ছবিকে বাস্তব ঘটনার বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories