HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

আওয়ামী লীগের সমাবেশের পুরনো ভিডিও নতুন করে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ২০২৪ সালের ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের ভিডিওকে সাম্প্রতিক বলে দাবি করা হচ্ছে।

By - Ummay Ammara Eva | 15 Dec 2025 5:29 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভিডিওটি সম্প্রতি আওয়ামী লীগের মিছিল চলাকালে ধারণ করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে

গত ৮ ডিসেম্বর 'Noureen Fk fashion' নামে একটি ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "আওয়ামী লীগ মাঠে নেমে গেছে�প্রস্তুত হও�পাল্টা ধাক্কা সামলানোর����"। ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, "আবারো রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। রাজধানীর বুকে আবারো প্রকাশ্যে মিছিল করেছে তাঁরা।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ২০২৪ সালের ২৩ জুন আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে জনসভার আয়োজন করা হয়। ওই জনসভায় যোগদানকালে ধারণকৃত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি ভিডিওতে ভিন্ন অডিও বসিয়ে সাম্প্রতিক বলে দাবি করা হচ্ছে।

আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ২০২৪ সালের ২৩ জুন 'Khairul Amin Mithu' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করা কয়েকটি ভিডিওর ভিতরে আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে আয়োজিত জনসভায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক প্রিয় Sajal Kundu দাদার নেতৃত্বে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। প্রধান অতিথি: মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনা। তারিখ: ২৩ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ; রবিবার।" তবে, ভিডিওটিতে উপস্থিত ব্যক্তিদেরকে "শেখ হাসিনা শেখ হাসিনা" বলে স্লোগান দিয়ে শোনা যায় যা আলোচ্য ভিডিও থেকে ভিন্ন। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View


উপরের পোস্টটিতে সজল কুন্ডু নামে এক ব্যক্তিকে ট্যাগ করতে দেখা যায়। পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে 'Sajal Kundu' নামে পরিচালিত ওই একাউন্টটিতে গিয়েও একই ক্যাপশনসহ আলোচ্য ভিডিও খুঁজে পাওয়া যায়। এছাড়াও, একাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সজল কুন্ডু নামে ওই ব্যক্তি ঢাকা মহানগর দক্ষিণের সূত্রাপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View


এছাড়াও, একই তথ্যসহ আরো দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানে এখানে

অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি সাম্প্রতিক নয় বরং ভিডিওটি ২০২৪ সালের ২৩ জুন আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চলা জনসভায় ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগের নেতাকর্মীদের যোগদানকালে ধারণ করা হয়।

সুতরাং ২০২৪ সালের ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের মিছিলের ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার করা হচ্ছে ফেসবুক যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories