HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

শিশুদের হজ শেখানোর ভিডিওটি থাইল্যান্ড বা ইন্দোনেশিয়ার নয়

বুম বাংলাদেশ দেখেছে, মালয়েশিয়ায় শিশুদের হজ শেখানোর একটি ভিডিওকে থাইল্যন্ড বা ইন্দোনেশিয়ার বলে প্রচার করা হচ্ছে।

By - Ummay Ammara Eva | 8 Sep 2022 2:23 PM GMT

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে শিশুদেরকে হজ শেখানোর একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভিডিওটি থাইল্যান্ডের। কোথাও কোথাও ভিডিওটিকে ইন্দোনেশিয়ার বলেও দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ২৩ আগস্ট "Mizanur Rahman Azhari ✅" নামের একটি পাবলিক গ্রুপে "Faisal Arfin" নামে একটি আইডি থেকে একটি ভিডিও শেয়ার করে লেখা হয়, "থাইল্যান্ডের একটি শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে হজ্জ্ব পালন করতে হয় তা শিখাচ্ছে বাচ্চাদেরকে। মাশাআল্লাহ কত সুন্দর দৃশ্য, আল্লাহ তাদের শিখানো কে কবুল করুক। ❤️" পোস্টটির স্ক্রিনশট দেখুন---


আবার বিভিন্ন ফেসবুক পোস্টে ভিডিওটিকে ইন্দোনেশিয়ার বলেও দাবি করা হচ্ছে। দেখুন এ রকম একটি পোস্টের স্ক্রিনশট--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টগুলোতে করা দাবিটি সঠিক নয়। ভিডিওটি থাইল্যান্ড বা ইন্দোনেশিয়ার নয় বরং মালয়েশিয়ার একটি স্কুলে শিশুদের হজের প্রশিক্ষণ দেয়ার সময়ে ধারণ করা হয় এটি।

আলোচ্য ভিডিওটিক পর্যবেক্ষণে দেখা যায়, ভিডিওটির ফ্রেমের বাম পাশে উপরের দিকে AFP লেখা আছে। সেই সূত্র ধরে কী ওয়ার্ড সার্চ করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি নিউজ এর ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ৪ জুলাই প্রকাশিত হওয়া "Malaysian children in practice run for Muslim hajj | AFP" শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এএফপির ইউটিউব চ্যানেলে প্রকাশিত মালয়েশিয়া থেকে ধারণ করা ওই ভিডিওটি এবং আলোচ্য ভিডিওটি হুবহু এক। ইউটিউব ভিডিওটির স্ক্রিনশট দেখুন--

ইউটিউব ভিডিওটি দেখুন এখানে

ভিডিওটির সূত্র ধরে আরো সার্চ করে ফরাসি অনলাইন সংবাদ মাধ্যম france24.com এ একইদিনে "Malaysian children in practice run for Muslim hajj" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, "Little Hajj" নামের একটি প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে কয়েক হাজার শিশু ওই দিন হজের প্রশিক্ষণ নিয়েছে। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

ভিডিওটির উৎস জানতে আরো সার্চ করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম  Voice of America-র ভেরিফায়েড ফেসবুক পেজে এই একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ফেসবুকের ওই ভিডিওটিতে বলা হয়েছে, মালয়েশিয়ার শিশুরা হজের প্রশিক্ষণ নিচ্ছে (অনূদিত)। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View

লিটল হজ কার্যক্রম সম্পর্কে সার্চ করে জানা যায়, মালয়েশিয়ার শিশুরা প্রতি বছর হজের আদলে একটি প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করে। আলোচ্য ভিডিওটি সেই কার্যক্রমেরই ২০১৯ সালের অনুষ্ঠানের সময়ে ধারণ করা হয়।

অর্থ্যাৎ, মালয়েশিয়ার শিশুদের হজ কার্যক্রমের ভিডিওকে থাইল্যান্ডের বা ইন্দোনেশিয়ার বলে ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Related Stories