HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

মির্জা ফখরুল ইসলামের অসুস্থ হয়ে পড়ার ভিডিওটি পুরোনো

বুম বাংলাদেশ দেখেছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

By - Ummay Ammara Eva | 20 Dec 2025 11:08 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অসুস্থ হয়ে পড়ার একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, সম্প্রতি মঞ্চ থেকে অসুস্থ হয়ে পড়ে গিয়েছেন তিনি। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ১৭ ডিসেম্বর 'M. Al Amin' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "মঞ্চ থেকে অসুস্থ হয়ে পড়ে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। #বি দ্রঃ বিগত চার মাস আগে জামায়াত ইসলামের আমীর ডাঃ শফিকুর রহমান বক্তব্য চালাকালিন তিনি অসুস্থ হয়ে মঞ্চ থেকে পড়ে যান। তিনার এই ঘটনাকে বিএনপির ভাইয়েরা বলল, নাটক কম কর প্রিয়. ঠাট্রা করল। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই অসুস্থতার জন্য ইসলামী দল গুলো মহান রবের দরবারে দোয়া করেছেন। সেজন্য আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতে চাই প্রতিহিংসার রাজনীতি না করে, প্রতিযোগিতা মূলক রাজনীতি করুন. আদর্শিক ভাবে রাজনীতি করুন।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০২৪ সালের ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। ওইসময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম সময় টেলিভিশনের ফেসবুক পেজে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর করা একটি পোস্টে আলোচ্য ভিডিওটির মত হুবহু ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "অসুস্থ হয়ে পড়ে গেলেন মির্জা ফখরুল"। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View


আরো সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম এটিএন বাংলা নিউজের ইউটিউব চ্যানেলেও ২০২৪ সালের ১৬ ডিসেম্বর "স্মৃতিসৌধে অসুস্থ হয়ে পড়ে গেলেন মির্জা ফখরুল। Mirza Fakhrul Islam Alamgir | ATN Bangla News" শিরোনামে ভিন্ন দিক থেকে ধারণ করা একই দৃশ্যের ভিডিও খুঁজে পাওয়া যায়।  ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View


এছাড়াও, দৈনিক পত্রিকা জনকণ্ঠের ফেসবুক পেজেও আলোচ্য দৃশ্যটির ভিডিও খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View


পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর "স্মৃতিসৌধে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির মত একটি দৃশ্য খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে গাড়িতে করে হাসপাতালে নেন নেতাকর্মীরা। বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন। শায়রুল কবির জানান, জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কথা বলার সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়।" স্ক্রিনশট দেখুন--



 অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সাম্প্রতিক ঘটনার নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ২০২৪ সালের ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

সুতরাং মির্জা ফখরুল ইসলামের অসুস্থ হয়ে পড়ার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories